পরিমাপ:
দৈনন্দিন জীবনে প্রতিটি কাজেই আমাদের সঠিক মাপজোখের প্রয়োজন হয়। প্রতিনিয়ত আমাদের ওজন, উচ্চতা, সময় বা তাপমাত্রা প্রভৃতির পরিমাণ নির্ণয় করতে হয়। আর, সঠিক মাপজোখের মাধ্যমে কোন কিছুর পরিমান নির্ণয় করাই হলো পরিমাপ।
পরিমাপের পদ্ধতি:
কোন কিছুর পরিমাণ নির্ণয়ে বিভিন্ন পদ্ধতি প্রচলিত আছে। এগুলো হলো MKS (মিটার, কিলোগ্রাম, সেকেন্ড) CGS (সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড) FPS (ফুট, পাউন্ড, সেকেন্ড)।
SI পদ্ধতি:
পূর্বে বিভিন্ন দেশে পরিমাপের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহৃত ছিল। ১৯৬০ সাল থেকে পৃথিবীর সমগ্র দেশে একটি সাধারণ পরিমাপের পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়। একে SI বা International Systems of Units বলা হয়।
রাশি:
আমরা যা কিছু পরিমাপ করি, তাকে সাধারণত রাশি বলে। অন্য কথায় বলতে গেলে ভৌত জগতের যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি।
রাশি দুই প্রকার। যথা: মৌলিক রাশি ও যৌগিক রাশি।
মৌলিক রাশি:
যে রাশি দ্বারা কোন কিছুকে একটি মাত্র একক দ্বারা প্রকাশ করা যায় তাকে মৌলিক রাশি বলে। অর্থাৎ যে রাশিগুলো স্বাধীন ও নিরপেক্ষ এবং পরিমাণ নির্ণয়ে অন্য কোন রাশির উপর নির্ভর করে না তাদের মৌলিক রাশি বলে।
মৌলিক রাশি সাতটি। যথা:
দৈর্ঘ,
ভর,
সময়,
তাপমাত্রা,
তরিৎ প্রবাহ,
দীপন ক্ষমতা এবং
পদার্থের পরিমাণ।
মৌলিক রাশি ও তাদের SI একক:
দৈর্ঘ্য:
দৈর্ঘ্যের SI একক মিটার। আলো শূন্য মাধ্যমে এক সেকেন্ডের 299,792,458 ভাগের এক ভাগ সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা হলো এক মিটার।
ভর:
ভরের SI একক কিলোগ্রাম। ফ্রান্সে সুরক্ষিত রাখা প্লাটিনিয়াম ইরিডিয়াম দিয়ে তৈরি 3.9 cm উচ্চতা ও ব্যাসের একটি ভর।
সময়:
সময়ের SI একক সেকেন্ড। সিজিয়াম 133 (Cs133) পরমাণু 9,192,631,770টি স্পন্দন সম্পন্ন করতে যে পরিমাণ সময় নেয় সেটুকু সময় এক সেকেন্ড।
বৈদ্যুতিক প্রবাহ:
বৈদ্যুতিক প্রবাহের SI একক অ্যাম্পিয়ার। পাশাপাশি 1 m দূরত্বে রাখা দুটি তারের মধ্যদিয়ে একই দিকে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহ হলে প্রতি মিটার দৈর্ঘ্যে 2 x 10-7 নিউটন বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে তা এক অ্যাম্পিয়ার।
তাপমাত্রা:
তাপমাত্রার SI একক কেলভিন। পানির ট্রিপল পয়েন্ট বা ত্রৈধ বিন্দু তাপমাত্রাকে 273.16 দিয়ে ভাগ করলে যে তাপমাত্রা পাওয়া যায় সেটুকু তাপমাত্রা এক কেলভিন।
পদার্থের পরিমাণ:
পদার্থের পরিমাণের SI একক মোল।0.12 কিলোগ্রামে যে কয়টি কার্বন 12 পরমাণু থাকে সেই সংখ্যক মৌলিক কণা(অণু, পরমাণু বা আয়ন) এর সমান পদার্থ।
দীপন তীব্রতা:
দীপন তীব্রতার SI একক ক্যান্ডেলা। সেকেন্ডে 540 x 1012 বার কম্পনরত কোন আলো যদি এক স্টেরেডিয়ান ঘনকোণে এক ওয়াটের 683 ভাগের একভাগ বিকিরণ তীব্রতা পৌছায় তবে সেই আলোর তীব্রতা হচ্ছে এক ক্যান্ডেলা।
যৌগিক রাশি বা লদ্ধ রাশি:
যে সকল রাশিকে পরিমাপ করার ক্ষেত্রে একটি মাত্র একক দ্বারা এর পরিমাণ প্রকাশ করা যায় না বা যে রাশিগুলো দুই বা ততোধিক মৌলিক রাশির উপর নির্ভর করে তাদের যৌগিক রাশি বলে।
যেমন: একটি কক্ষের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য দৈর্ঘ ও প্রস্থ নামক দুটি এককের গুণফলের ওপর নির্ভর করতে হয়। এক্ষেত্রে ক্ষেত্রফল একটি যৌগিক রাশি। একই ভাবে কোন কিছুর আয়তন পরিমাপের ক্ষেত্রে তিনটি এককের উপর নির্ভর করতে হয়। মৌলিক রাশিগুলো বাদে সবকিছুই যৌগিক রাশি।
পরিমাপের কিছু গুরুত্বপূর্ণ একক:
- বলের SI একক- নিউটন।
- বলের CGS একক- ডাইন।
- কাজের একক- জুল।
- শক্তির একক- জুল।
- ক্ষমতার একক- ওয়াট।
- বেগের একক- মিটার/সেকেন্ড।
- তাপের একক- ক্যালরি/ জুল।
- শব্দের তীব্রতার একক- ডেসিবল।
- চাপের একক- প্যাসকেল।
- কম্পাঙ্কের একক- হার্টজ।
- তেজস্ক্রিয়তার একক- বেকেরেল।
- আধান বা চার্জের একক- কুলম্ব।
- বিদ্যুৎ প্রবাহের একক- অ্যাম্পিয়ার।
বিভিন্ন পরিমাপক যন্ত্র:
পরিমাপ | যন্ত্রের নাম |
সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র | ফ্যাদোমিটার |
দুধের বিশুদ্ধতা নিণায়ক যন্ত্র | ল্যাকটোমিটার |
উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র | ট্যাকোমিটার |
রক্তচাপ নির্ণায়ক যন্ত্র | স্ফিগমোম্যানোমিটার |
উষ্ণতা পরিমাপক যন্ত্র | থার্মোমিটার |
হৃদপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র | কার্ডিওগ্রাফ |
ফুসফুস ও হৃদপিণ্ডের শব্দ নির্ণায়ক যন্ত্র | স্টেথোস্কোপ |
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র | সিসমোগ্রাফ |
ভূমিকম্পের তীব্রতা নির্ণায়ক যন্ত্র | রিকটার স্কেল |
উচ্চতা নির্ণায়ক যন্ত্র | অলটিমিটার |
সূর্য ও অন্যান গ্রহের কৌণিক দূরত্ব | সেক্সটেন্ট যন্ত্র |
বায়ুর গতিবেগ নির্ণায়ক যন্ত্র | এনিমোমিটার |
বায়ুর চাপ নির্ণায়ক যন্ত্র | ব্যারোমিটার |
বায়ুর আদ্রতা নির্ণায়ক যন্ত্র | হাইগ্রোমিটার |
জাহাজের দিক নির্ণায়ক যন্ত্র | জাইরোকম্পাস |
গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র | ম্যানোমিটার |
উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র | ক্রেসকোগ্রাফ |
সূর্যের উষ্ণতা নির্ণায়ক যন্ত্র | পাইরোমিটার |
বৃষ্টিপাতের পরিমাণ নির্ণায়ক যন্ত্র | রেইনগেজ |
তরলের ঘনত্ব নির্ণায়ক যন্ত্র | হাইড্রোমিটার |
শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র | অডিও মিটার |
বিদ্যুৎ প্রবাহ নির্ণায়ক যন্ত্র | এ্যামিটার |
বিদ্যুৎ বিভব নির্ণায়ক যন্ত্র | ভোল্টমিটার |
রোধ পরিমাপক যন্ত্র | ওহমমিটার |
চার্জের উপস্থিতি নির্ণায়ক যন্ত্র | তড়িৎবীক্ষণ যন্ত্র |
শব্দ রেকর্ড যন্ত্র | ফনোগ্রাফ |
মোটর গাড়ির নির্ণায়ক যন্ত্র | ওডোমিটার |
দ্রুতি পরিমাপক যন্ত্র | স্পিডোমিটার |
পানির নিচের শব্দ নির্ণায়ক যন্ত্র | হাইড্রোফোন |