Preposition:
Pre শব্দের অর্থ পূর্বে এবং Position শব্দের অর্থ অবস্থান করা। যে Parts of Speech কোন Noun বা Pronoun এর পূর্বে বসে এবং Sentence -এর অন্যান্য শব্দের সাথে ঐ Noun বা Pronoun-এর সর্ম্পক স্থাপন করে তাকে Preposition বলে। বহুল ব্যবহৃত Preposition গুলো হলো: On, Over, to, in, Into, For, By, With Between, Among ইত্যাদি।
Preposition as Adverb:
Preposition এর Object বা Preposition এর পর কোন Noun বা Pronoun না থাকলে ঐ Preposition টি Adverb হিসেবে গণ্য হয়।
Example: Please come in.
I saw him before.
Raju is playing outside.
Preposition এর প্রকারভেদ:
Preposition সাত প্রকার।
- Simple Preposition: In, on, at, to, by, with
- Double Preposition: Into, upon, within, upon, from behind, from among
- Compound Preposition: On+ by+ out = about, by+ side = beside, by+ hind = behind, on+ cross= across. by+ low= below
- Phrase Preposition: in spite of, in front of, in case of, in addition to, look forward to, by dint of,
- Detached Preposition: বাক্যের শেষে বসে। যেমন: What is Dhaka famous for?
- Disguised Preposition: It is eight o’clock. of clock= o’clock, He felt asleep. in sleep= asleep.
- Participle Preposition: Present Participle বা Past Participle কখনো Preposition হিসেবে ব্যবহৃহ হলে তাকে Participle Preposition বলে। যেমন: A river flows passed our village.
Preposition -এর ব্যবহার কিছু ব্যবহার:
On, Over, Above:
এই তিনটি Preposition এর অর্থ উপড়ে। কোন কিছুর উপড়ে লেগে থাকা বোঝালে On, অল্প উপড়ে বোঝালে Over এবং অনেক উপড়ে বোঝালে Above বসে। যেমন:
The book is on the table. [টেবিলের উপড়ে লেগে আছে]
The roof is over our head. [অল্প উপড়ে]
The bridge is over the river. [অল্প উপড়ে]
The Sky is above our head. [অনেক উপড়ে]
On, in, at:
দিন বা তারিখের পূর্বে- on
I shall go to Dhaka on Friday.
The program will held on 12 December, 2025.
মাস বা বছরের পূর্বে- In
Snow falls in January.
ছোট বা নির্দিষ্ট সময়ের পূর্বে at বসে।
Meet with me at 4:00pm.
In, Into, On, to
সীমানার ভিতরে অবস্থান করা বোঝালে- In
I am in the room.
We live in Bangladesh.
সীমানার ভিতরে প্রবেশ করা বোঝালে- Into
Teacher is entering into the classroom.
সীমানার উপড়ে বোঝালে- On
Dhaka is situated on the bank of Buriganga.
সীমানার বাইরে বোঝালে- To
China is to the South of Bangladesh.
To
কোন দিকে বা প্রতি বোঝাতে To preposition বসে।
I am going to Dhaka.
By, With:
ব্যক্তির দ্বারা বোঝালে By বস্তুর দ্বারা বোঝালে With বসে। যেমন:
The snake was killed by Rajib.
The snake was killed with a stick.
Between, Among:
Between এবং Among শব্দ দুটির অর্থ ‘মধ্যে’।
দুই জন বা দুইয়ের মধ্যে বোঝালে Between এবং অনেকের মধ্যে বোঝালে Among বসে। যেমন:
Divide the mangoes between Raju and Saju. [দুই জনের মাঝে]
Divide the mangoes among the students. [অনেকের মাঝে]
Beside, Besides:
Beside অর্থ পাশে এবং Besides অর্থ এছাড়াও।
She sat beside me.
I bought a book, a pen besides a pencil.
Along, Across:
কোন লাইন, সীমা বা রেখা বরাবর বোঝাতে- Along বসে।
He is walking along the road.
I am walking along the river bank.
কোন কিছুর মধ্যদিয়ে আড়াআড়ি ভাবে বোঝাতে Across বসে।
He is coming across the field. [মাঠের মধ্য দিয়ে]
In, within:
ভবিষ্যৎ বড় কোন সময়ের যেকোনো মুহূর্তে বোঝাতে In এবং শেষ সময়ে বোঝাতে within বসে।যেমন:
I will go to London in January. (জানুয়ারি যেকোনো সময়ে)
I will complete the work within a week. (সপ্তাহের শেষে)