Verb:
Verb ইংরেজি ভাষার একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলা ভাষায় ক্রিয়াপদ ছাড়াও বাক্য হতে পারে। কিন্তু ইংরেজিতে Verb বা ক্রিয়াপদ ছাড়া কোন বাক্য বা Sentence গঠিত হয় না।
Sentence বা বাক্যের যে Parts of Speech দ্বারা কোন কিছু করা বা হওয়া, খাওয়া, যাওয়া প্রভৃতি বোঝায় তাকে Verb বলে।
যেমন: Raju goes to school.
He is a Student.
এখানে কিছু করা অর্থে goes এবং হওয়া অর্থে is হলো Verb.
Verb -এর প্রকারভেদ:
Verb প্রধানত দুই প্রকার। যথা:
1. Finite Verb (সমাপিকা ক্রিয়)
2. Non-Finite Verb (অসমাপিকা ক্রিয়া)
Finite Verb:
যে Verb অন্য কোন Verb -এর সাহায্য ছাড়াই নিজে নিজেই অর্থ সম্পন্ন করতে পারে তাকে Finite Verb বা সমাপিকা ক্রিয়া বলে। যেমন:
A teacher teaches his students carefully. I am drawing a picture. এখানে, প্রথম বাক্যে Teach এবং দ্বিতীয় বাক্যে Drawing Finite Verb.
Non Finite Verb:
যে Verb অন্য কোন Verb এর সাহায্য ছাড়া নিজে নিজে অর্থ সম্পন্ন করতে পারে না তাকে Non-Finite Verb বা অসমাপিকা ক্রিয়া বলে। যেমন:
Taking exercise One can be healthy. I went to market to buy a book. এখানে, প্রথম বাক্যের Taking এবং দ্বিতীয় বাক্যের to buy Non-Finite Verb.
Non-Finite Verb আবার তিন প্রকার। যথা:
1. Infinitive
2. Gerund
3. Participle
Infinitive (to+Verb):
ক্রিয়াপদ দ্বারা কোন উদ্দেশ্য বোঝালে বা বাংলা ভাষায় ক্রিয়াপদের শেষে ’তে’ বা ’জন্য’ বিভক্তি যুক্ত থাকলে সেখানে Infinitive (to+verb) ব্যবহৃত হয়।
Example: আমি একটি বই কিনতে বাজারে গিয়েছিলাম। (বই কেনার উদ্দেশ্যে)
=I went to market to buy a book.
আমরা বাচাঁর জন্য খাই। (বাচাঁর উদ্দেশ্যে)
= We eat to live.
উপরোক্ত বাক্য দুটিতে went এবং eat -Finite Verb অন্যদিকে to buy এবং to live, Non-Finite Verb.
Gerund (Verb+ing):
Verb যখন Noun হিসেবে ব্যবহৃত হয় বা Noun -এর কাজ করে তখন তাকে Gerund (Verb+ing) বলে।
Example: Swimming is a good exercise.
Seeing is believing.
Walking is good for health.
উপরোক্ত বাক্য গুলোতে Swimming, Seeing, believing এবং Walking Gerund এর উদাহরণ।
Participle:
Verb যখন Adjective হিসেবে কাজ করে তখন তাকে Participle বলে। Participle তিন প্রকার:
- Present Participle
- Past Participle
- Perfect Participle
Present Participle
Past Participle
Perfect Participle
Object গ্রহণ করা, না করা বা Object থাকা বা না থাকার উপর ভিত্তি করে Verb দুই প্রকার। যথা: 1.Transitive Verb (সকর্মক ক্রিয়া) 2. Intransitive Verb (অকর্মক ক্রিয়া)
Transitive Verb:
যে Verb এর Object থাকে বা যে Verb Object গ্রহণ করে তাকে Transitive Verb বলে। যেমন:
Intransitive Verb:
যে Verb এর Object থাকে না বা যে Verb Object গ্রহণ করে না তাকে Intransitive Verb বলে। যেমন:
Birds fly in the sky.
Have Verb:
কারো অধিকারে কোন কিছু থাকা বা আছে/ ছিল/ থাকবে বোঝাতে Have Verb ব্যবহৃত হয়। Have Verb -এর তিনটি রুপ। যথা: Have, Has, Had.
Example: আমার একটি কলম আছে।
=I have a pen.
আমার বাবার একটি ছাতা আছে।
= My father has an umbrella.
রাজুর একটি গাড়ি ছিল।
Raju had a car.
Causative Verb:
কর্তা নিজে কাজটি না করে বরং অন্যকে দিয়ে করিয়ে নেয় এরুপ বোঝালে তাকে Causative Verb বলে। Causative Verb গঠনে Have, Make এবং Get ব্যবহৃত হয়।
মা শিশুকে চাঁদ দেখায়।
আমি রহিমাকে দিয়ে আমার ভাত রান্না করিয়ে নিয়েছি।