November 21, 2024 6:28 am

শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বাংলা সাহিত্যের দ্বিতীয় ও মধ্যযুগের একটি বাংলা কাব্য। এটি আদি মধ্যযুগীয় তথা প্রাক্-চৈতন্য যুগের একমাত্র আখ্যানকাব্য।
০১. শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে?
উত্তর: বড়ু চণ্ডিদাস।
০২. কত সালে শ্রীকৃষ্ণ কির্তন কাব্য আবিষ্কৃত হয়?
উত্তর: ১৯০৯ সালে।
০৩. শ্রীকৃষ্ণ কির্তন কাব্য কে আবিষ্কার করেন?
উত্তর: বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ।
০৪. শ্রীকৃষ্ণ কির্তন কাব্য কোথা থেকে আবিষ্কৃত হয়?
উত্তর: বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে।
০৫. কত সালে শ্রীকৃষ্ণ কির্তন কাব্যটি পুথি আকারে প্রকাশিত হয়?
উত্তর: ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে।
০৬. শ্রীকৃষ্ণ কির্তন কাব্য গ্রন্থটি কে সম্পাদনা করেন?
উত্তর: বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ।
০৭. শ্রীকৃষ্ণ কির্তন কাব্যটির মধ্যে চিরকুটে পাওয়া নামটি কি?
উত্তর: শ্রীকৃষ্ণসর্ন্দভ।
০৮. পুঁথিটি প্রথমে কোথায় সংরক্ষিত ছিল?
উত্তর: পুঁথির ভিতরে প্রাপ্ত চিরকূট থেকে গবেষকরা জানতে পারেন যে, পুঁথিটি ১৬৮২ সালে বনবিষ্ণুপুরের রাজার গাঁথাঘর অর্থাৎ রাজ গ্রন্থাগারে সংরক্ষিত ছিল।
০৯. শ্রীকৃষ্ণ কির্তন কাব্যের মূল উপজিব্য কি?
উত্তর: রাধা ও কৃষ্ণের প্রণয়কাহিনি।
১০. কাব্যটি কত খণ্ডে বিভক্ত?
উত্তর: ১৩ খণ্ডে।
জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবনখণ্ড, কালিয়াদমন খণ্ড, যমুনা খণ্ড, হারখণ্ড, বাণখণ্ড, বংশীখণ্ড ও রাধাবিরহ।
১১. শ্রীকৃষ্ণ কির্তন কাব্যের প্রধান চরিত্র কয়টি?
উত্তর: ০৩ টি। রাধা, কৃষ্ণ ও বড়ায়ি।
১২. এই কাব্যে কবি কতটি পয়ার ও ছন্দ ব্যবহার করেছেন?
উত্তর: শ্রীকৃষ্ণ কির্তন কাব্যে কবি সাতটি পয়ার ও তিন প্রকারের ছন্দ ব্যবহার করেছেন।
১৩. কাব্যটিতে কবি কয়টি ভণিতা ব্যবহার করেছেন?
উত্তর: ০৩ টি। বড়ু চণ্ডিদাস, চণ্ডিদাস ও আনন্ত বড়ুচণ্ডিদাস।
বড়ু চণ্ডিদাস= ২৯৮ স্থানে। চণ্ডিদাস= ১০৭, আনন্ত= ০৭।
১৪. কবি বড়ু চণ্ডিদাস কোথাকার অধিবাসি ছিলেন?
উত্তর: ড. মিহির চৌধুরি কামিল্যা ভাষাতাত্ত্বিক তথ্যপ্রমাণের সাহায্যে প্রমান করেছেন যে, শ্রীকৃষ্ণ কির্তন কাব্যের রচয়িতা বড়ুচণ্ডিদাস বাঁকুড়া সদর মহকুমার ছাতনার অধিবাসি ছিলেন।
১৫. বড়ুচণ্ডিদাস কোন দেবীর উপাসক ছিলেন?
উত্তর: বাসুলি দেবী। বাসুলি মূলত চণ্ডী বা মনসার অপর নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *