জলপ্রপাত:
- জলপ্রপাতকে সাধারণত একটি নদীর একটি বিন্দু হিসেবে সংজ্ঞায়িত করা হয় যেখানে পানি একটি উলম্ব উচ্চতা থেকে প্রবাহিত হয়। অন্য কথায় বলা যায়, যেখানে নদী বা নদীর শাখার জল কোন পাহাড় বা উচ্চতর কোন স্থান হতে নিন্মস্থানে খুব দ্রুতগতিতে পতিত হয় তাকে জলপ্রপাত বা ঝরনা বলে।
- বিশ্বের উচ্চতম জলপ্রপাত- অ্যাঞ্জেল জলপ্রপাত।
- অ্যাঞ্জেল জলপ্রপাত অবস্থিত- ভেনিজুয়েলায়।
- অ্যাঞ্জেল জলপ্রপাতের উচ্চতা- ৩২১২ ফুট।
- অ্যাঞ্জেল জলপ্রপাত আবিষ্কার করেন- জিমি অ্যাঞ্জেল।
- নয়াগ্রা জলপ্রপাত অবস্থিত- যুক্তরাষ্ট্র-কানাডায়।
- নয়াগ্রা জলপ্রপাতের উচ্চতা- ১৬৭ ফুট।
- ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত- জিম্বাবুয়ে- জাম্বিয়া।
- ভিক্টোরিয়া জলপ্রপাতের উৎপত্তি- জাম্বেসী নদী থেকে।
- ভিক্টোরিয়া জলপ্রপাতের উচ্চতা- ৩৬০ ফুট।
- স্টবাক জলপ্রপাতের উচ্চতা- ৯৮২ ফুট।
- স্টবাক জলপ্রপাত অবস্থিত- সুইজারল্যন্ডে।
- স্ট্যানলি জলপ্রপাত অবস্থিত- কঙ্গোতে।
- স্ট্যানলি জলপ্রপাতের উচ্চতা- ২০০ ফুট।
- গুয়ারিয়া জলপ্রপাতটি অবস্থিত- ব্রাজিলে।
- গুয়ারিয়া জলপ্রপাতের উচ্চতা- ১৩০ ফুট।
- লিভিংস্টোন জলপ্রপাতের উচ্চতা-১৩১ ফুট।
- লিভিংস্টোন জলপ্রপাত অবস্থিত- কঙ্গোতে।
হ্রদ:
- চারদিকে স্থলবেষ্টিত প্রাকৃতিক জলরাশিকে বলে- হ্রদ।
- পৃথিবীর বৃহত্তম হ্রদ- কাস্পিয়ান সাগর।
- কাস্পিয়ান সাগর অবস্থিত- রাশিয়া, ইরান, আজারবাইজান, তুর্কেমেনিস্তান ও কাজাখস্থানে।
- কাস্পিয়ান সাগরের আয়তন- ৩,৯৫,২৯৯ বর্গ কিলোমিটার।
- কাস্পিয়ান সাগরের দৈর্ঘ- ১১৯৯ কিলোমিটার এবং সর্বোচ্চ গভীরতা- ৯৪৬ মিটার।
- পৃথিবীর গভীরতম হ্রদ- বৈকাল হ্রদ।
- বৈকাল হ্রদ অবস্থিত- রাশিয়ার সাইবেরিয়ায়।
- বৈকাল হদ্রের আয়তন- ৩১৫০০ বর্গকিলোমিটার ও সর্বোচ্চ গভীরতা- ১৭৪১ মিটার।
- স্বাদু পানির হ্রদ- বৈকাল হ্রদ।
- হাজার হ্রদের দেশ নামে পরিচিত ফিনল্যান্ডের হ্রদের সংখ্যা- প্রায় ৫৫ হাজার।
- আফ্রিকা মহাদেশের বৃহত্তম হ্রদ- ভিক্টোরিয়া।
- তানজানিয়া ও উগান্ডার আর্ন্তজাতিক সীমানা হিসেবে বিবেচিত হয়- হ্রদ ভিক্টোরিয়া।
- হ্রদ ভিক্টোরিয়ার আয়তন- ৬৯৪৮৫ বর্গ কিলোমিটার।
- ভিক্টোরিয়ার সর্বোচ্চ গভীরতা- ৮২ মিটার।
- মিশিগান হ্রদ অবস্থিত- যুক্তরাষ্ট্রে।
- মিশিগানের আয়তন-৫৮০১৬ বর্গ কিলোমিটার এবং সর্বোচ্চ গভীরতা- ২৮১ মিটার।
- সুপিরিয়র হ্রদ অবস্থিত- যুক্তরাষ্ট্র ও কানাডা।
- সুপিরিয়র হ্রদের আয়তন- ৮২৪১৪ বর্গ কিলোমিটার এবং সর্বোচ্চ গভীরতা- ৪০৬ মিটার।
- হ্রদ শাদ অবস্থিত- নাইজার, শাদ ও নাইজেরিয়ায়।
- শাদের আয়তন- ২৫৭৬০ বর্গ কিলোমিটার ও সর্বোচ্চ গভীরতা- ৭ মিটার
- গ্রেট বিয়ার হ্রদ অবস্থিত- কানাডায়।
- গ্রেট বিয়ার হ্রদের আয়তন- ৩১৮০০ বর্গকিলোমিটার এবং সর্বোচ্চ গভীরতা- ৮২ মিটার।
- হুরন হ্রদ অবস্থিত- যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে।
- হুরন হ্রদের আয়তন- ৫৯৫৯৬ বর্গকিলোমিটার এবং এর সর্বোচ্চ গভীরতা- ২২৯ মিটার।
- ট্যাঙ্গানিকা হ্রদ অবস্থিত- কঙ্গো ও তানজানিয়ায়।
- ট্যাঙ্গানিকার আয়তন- ৩২৮৯৩ বর্গকিলোমিটার এবং সর্বোচ্চ গভীরতা- ১৪৩৫ মিটার।
- হ্রদ নিয়াসা অবস্থিত- মালাবি, মোজাম্বিক ও তান্জানিয়ায়।
- হ্রদ নিয়াসার আয়তন- ৩০০৪৪ বর্গ কিলোমিটার এবং সর্বোচ্চ গভীরতা- ৭০৬ মিটার।
- হ্রদ গ্রেট স্লেভ অবস্তিত- কানাডায়।
- গ্রেট স্লেভ-এর আয়তন- ২৮৯৩০ বর্গ কিলোমিটার এবং সর্বোচ্চ গভীরতা- ৬১৪ মিটার।
- হ্রদ অন্টারিও অবস্থিত- যুক্তরাষ্ট্র ও কানাডায়।
- অন্টারিও হ্রদের আয়তন- ১৯৪৭৭ বর্গ কিলোমিটার এবং সর্বোচ্চ গভীরতা- ২৩৭ মিটার।
বিখ্যাত প্রণালী:
প্রণালীর নাম: | সংযুক্ত করেছে | পৃথক করেছে |
জিব্রাল্টার প্রণালী | উত্তর আটলান্টিক- ভূমধ্যসাগর | আফ্রিকা- ইউরোপ |
পক প্রণালী | ভারত মহাসাগর- আরব সাগর | ভারত- শ্রীলঙ্কা |
বসফরাস প্রণালী | মর্মর সাগর- কৃষ্ণসাগর | এশিয়া- ইউরোপ |
ইংলিশ চ্যানেল | আটলান্টিক মহাসাগর- উত্তর সাগর | ব্রিটেন- ফ্রান্স |
হরমুজ প্রণালী | পারস্য উপসাগর- ওমান উপসাগর | আরব- ইরান |
মালাক্কা প্রণালী | বঙ্গোপসাগর- জাভা সাগর | সুমাত্রা- মালয়েশিয়া |
ডোভার প্রণালী | ইংলিশ চ্যানেল- উত্তর সাগর | ফ্রান্স- ব্রিটেন |
ডেভিস প্রণালী | বাফিন উপসাগর- ল্যাব্রাডার সাগর | গ্রিনল্যান্ড- কানাডা |
কোরিয়া প্রণালী | পূর্ব চীন সাগর- জাপান সাগর | কোরিয়া- জাপান |
বেরিং প্রণালী | উত্তর সাগর- বেরিং সাগর | এশিয়া- উত্তর আমেরিকা |
ফ্লোরিডা প্রণালী | মেক্সিকো উপসাগর- আটলান্টিক মহাসাগর | ফ্লোরিডা- কিউবা |
বাব-এল-মানদেব | এডেন সাগর- লোহিত সাগর | এশিয়া- আফ্রিকা |
ড্রাগন’স মাউথস | পারস্য সাগর-কেরিবিয়ান সাগর | ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো- ভেনিজুয়েলা |
দর্দানেলিস প্রণালী | এজিয়ান সাগর- মর্মর সাগর | এশিয়া- ইউরোপ |
সিসিলি প্রণালী | ভূমধ্যসাগর- টিরহেনিয়ান সাগর | সিসিলি- আফ্রিকা |