সংখ্যার ইতিহাস অতি প্রাচীন। পরিমাণকে প্রতীক দ্বারা সংখ্যা আকারে প্রকাশ করার তাগিত থেকে গণিতের উৎপত্তি। গ্রিক দার্শনিক এরস্টটলের মতে, গণিতের আনুষ্ঠানিক অভিষেক ঘটে প্রাচীন মিশরীয় পুরোহিতদের দ্বারা। প্রাচীন ভারতীয় গণিতবিদগণের দশভিত্তিক স্থানীয় মান পদ্ধতির প্রচলন ও শূন্যের ব্যবহার এবং মধ্যপ্রাচ্যের মুসলিম গণিতবিদগণ কর্তৃক দশমিক ভগ্নাংশের সাহায্যে সংখ্যা প্রকাশ ও একাদশ শতাব্দিতে তাদের অমূলদ সংখ্যার প্রচলন সংখ্যার জগতকে বিস্তৃত করে। পরবর্তীতে ঊনবিংশ শতাব্দীতে ইউরোপীয় গণিতবিদগণ বাস্তব সংখ্যাকে পূর্ণতা দান করে।
বাস্তব সংখ্যা: বাস্তব সংখ্যা হলো একটি অবিচ্ছিন্ন একমাত্রিক পরিমাণের মান। সকল মূলদ ও অমূলদ সংখ্যা অর্থাৎ সকল পূর্ণসংখ্যা, ভগ্নাংশ, ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ বা অসীম অনাবৃত্ত দশমিক প্রভৃতি সকল সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে।
মূলদ সংখ্যা:
অমূলদ সংখ্যা:
স্বাভাবিক সংখ্যা (Natural Number):