ফিরে দেখা ২০২৩
০১. দেশের ১৭তম এও পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে কোন পণ্যটি?
উত্তর: নাটোরের কাঁচাগোল্লা।
০২. নাটোরের কঁচাগোল্লা কবে এও পণ্য হিসেবে স্বীকৃতি পায়?
উত্তর: ৮ আগষ্ট ২০২৩।
০৩. কোন বনভূমিকে দেশের ২৫-তম বণ্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে?
উত্তর: বাইশারী ব্যাংডেপা বণ্যপ্রাণী অভয়ারণ্য।
০৪. বাইশারী ব্যাংডেপা বণ্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত?
উত্তর: রামু, কক্সবাজার।
০৫. বাইশারী ব্যাংডেপা কবে অভয়ারণ্য ঘোষণা করা হয়?
উত্তর: ১৬ এপ্রিল ২০২৩।
০৬. বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কবে শপথ গ্রহণ করেন?
উত্তর: ২৪ এপ্রিল ২০২৩।
০৭. দেশের প্রথম জাতীয় ব্র্াউজারের নাম কি?
উত্তর: তর্জনী।
০৮. জাতীয় পেনশন কর্তৃপক্ষ কবে প্রতিষ্ঠা করা হয়?
উত্তর: ২ এপ্রিল ২০২৩।
০৯. দেশের কোন উপজেলায় প্রথম ”স্মার্ট উপজেলা” কার্যক্রম উদ্বোধন করা হয়?
উত্তর: শিবচর মাদারিপুর।
১০. কবে প্রথম উপজেলা হিসেবে শিবচর মাদারিপুর স্মার্ট উপজেলা কার্যক্রম উদ্বোধন করা হয়?
উত্তর: ৩১ জানুয়ারি ২০২৩।
১১. স্মার্ট বাংলাদেশ দিবস কবে?
উত্তর: ১২ ডিসেম্বর।
১২. দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: পঞ্চগড়।
১৩. বর্তমানে দেশে নিবন্ধনকৃত চা বাগানের সংখ্যা কত?
উত্তর: ১৬৮ টি।
১৪. ঢাকা বিশ^বিদ্যালয়ের ৮৪-তম বিভাগ হিসেবে ”জনসাস্থ বিভাগ” চালু হয় কবে?
উত্তর: ১ নভেম্বর ২০২৩।
১৫. ২০২৩ সালের জরিপ অনুযায়ী দেশে প্রায়োগীক সাক্ষরতার হার কত?
উত্তর: ৬২.৯২%
১৬. কোন প্রতিষ্ঠান বঙ্গবন্ধুকে সন্মানসূচক ”ডক্টর অব লজ”(মরণোত্তর) প্রদান করে?
উত্তর: ঢাকা বিশ^বিদ্যালয়, ২৯ অক্টোবর ২০২৩।