অরুণ
রক্তিম, লাল, আরক্ত, নতুন সূর্য, প্রভাতসূর্য, প্রভাতরবি, সূর্যসারথি।
অবকাশ
ছুটি, অবসর, বিরাম, ফুসরত, সুযোগ, সময়।
অঙ্গ
দেহ, শরীর, গা, গাত্র, কায়া, কলেবর, বপু, দেহাংশ, অবয়ব, তনু, তনুরুচি, গতর, আকৃতি, কাঠামো, অঙ্গক, অপঘন, মূর্তি, দেহযষ্টি, দেহপিঞ্জর।
অগ্নি
আগুন, অনল, অনিলসখ, বায়ুসখ, বহ্নি, পাবক, শুচি, হুতাসন, হবিরশন, হুতভুক, সর্বভুক, সপ্তাংশু, বৈশ্বানর, কৃশানু, বায়ুসখা, জগন্নু, শিখাবৎ, শিখিন, বিশ্বপা, হিমারতি।
অশ্ব
ঘোড়া, ঘোটক, ঘোটকি, তুরগ, তুরাঙ্গম, হয়, বাহ, বাজী, সৈন্ধব, বাহনশ্রেষ্ঠ, হ্রেষী, মরুদ্রথ, তুরঙ্গ, বামী, টাঙ্গন, বড়বা।
আলো
দীপ্তি, প্রভা, কিরণ, আলোক, রশ্মি, অংশু, কর, রোশন, নুর, জ্যোতি, উদ্ভাস, ময়ূখ, দ্যুতি, ভাতি, আভা, বিভা, ঔজ্জল্য, জেল্লা, জৌলুস, প্রদীপ্তি
আকাশ
গগন, অম্বর, ব্যোম, অন্তরিক্ষ, আসমান, দ্যুলোক, অভ্র, নীলিমা, শূন্য, অনন্ত, খগোল, খলোক, নভোলোক, নভোমন্ডল, নক্ষত্রমন্ডল, নভস্তল, অম্বরতল, সুরপথ, নভ:, শূন্য।
ইচ্ছা
অভিলাস, কামনা, বাসনা, আকাঙ্খা, সাধ, বাঞ্ছা, অভিপ্রায়, স্পৃহা, ঈপ্সা, অভিপ্সা, আশ, আশা, আকাঙ্খা, মনস্কাম, মনোবাসনা, মনোবাঞ্ছা, প্রার্থনা, এষণা, মনোরথ, অভিরুচি, প্রবৃত্তি।
ইতি
সমাপ্তি, শেষ, যবনিকাপাত, অবসান, অন্ত, সাঙ্গ, খতম, রফা, সমাপন, পর্যবসান।
ইন্দ্র
দেবরাজ, দেবপতি, সুরেশ, অধিপতি, সুরপতি, বাসব, আখন্ডল, পাকনাশব।
ঈশ্বর
আল্লাহ, খোদা, ইলাহি, সৃষ্টিকর্তা, স্রষ্টা, বিশ্বপতি, ঈশ, পৃথ্বীশ, অমরেশ, অন্তর্যামী, পরেশ, নিরঞ্জন, ব্রহ্ম, বিধি, বিভু, ধাতা, বিধাতা, ভগবান, পরমাত্মা, জগদীশ্বর, জগৎপতি, জগদীশ, জগৎপিতা, জগন্নাথ, লোকনাথ, আদিনাথ, জীবিতেশ, জীবিতেশ্বর।
ঈক্ষা
= দৃষ্টি, দেখা, দশন, ঈক্ষণ, অবলোকন, দর্শন দৃষ্টিপাত, তাকানো, ইঙ্গিত।
উত্তম
উৎকৃষ্ট, প্রকৃষ্ঠ, শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, অগ্রণী, অতুল, অতুলনীয়।
হস্তী/ হাতি:
ঐরাবত, গজ, হস্তি, করি, মাতঙ্গ, নাগ, বারণ, দন্তী, দ্বিরদ, দ্বিপ, কুঞ্জর, হস্তিনী, কুনকে, কুনকি, সিন্ধুর, ক্ষুদ্রাক্ষ, পুষ্করী, দন্তাবল, ইরম্মদ, দ্রুমারি,নগজ, দন্তাবল, করেণু, পিল, রদী, রদনী, মাকলা।
সন্ধ্যা :
সাঁজ, সাঁঝ, সাঁজবেলা, দিনান্ত, দিনশেষ, দিবাবসান, সায়াহ্ন, গোধুলি, সায়ংকাল, সায়, অস্তকাল, সূর্যাস্তকাল, নিশাগম, নিশামুখ।
সমুদ্র:
পাথার, সাগর, সায়র, সিন্ধু, দরিয়া, রত্নাকর, রত্নগর্ভ, নীলাম্বু, জলধি, বারিধি, বারিধর, বারিনিধি, বারীন্দ্র, বারীশ, জলনিধি, জলেন্দ্র, জলেশ্বর, জলধর, জলারণ্য, অক’ল, অক’লপাথার, প্রচেতা, পারাবার, অর্ণব, অম্বুধি, অম্বুনিধি, অম্ভোধি, অম্ভোনিধি, নদীকান্ত, ধরণীপ্লব, ঊর্মিমালী, নীরধি, মকরালয়, মকরাকর, ইরাবান, তোয়নিধি, নীরনিধি, পয়োধি, জলধিপ।
স্বর্ণ:
সোনা, কনক, সুবর্ণ, কাঞ্চন, হেম, হিরণ্য, হিরণ, মহাধাতু, কর্বুর।
সর্প:
সাপ, নাগ, ফণি, অহি, ভুজগ, ভুজঙ্গ, ভুজঙ্গম, আশীবিষ, বিষধর, উরগ, পন্নগ, কুণ্ডলী, ফণাধর, দ্বিজিহ্ব।
স্বর্গ
দ্যুলোক, দেবলোক, দেবালয়, অমৃতলোক, ঊর্ধ্বলোক, বেহেশ্ত, ত্রিদিব, ইন্দ্রলোক, ইন্দ্রপুরী, স্বর্গপুরী, স্বর্গরাজ্য, স্বর্গধাম, অমর্ত্যলোক, অমরা, অমরাবতী, অমরালয়, ধ্রুবলোক।
বায়ু:
বাতাস, পবন, পবমান, অনিল, হাওয়া, সমীর, সমিরণ, বাত, বায়, অগ্নিসখ, বহ্নিসখ, শব্দবহ, মরুৎ, মারুৎ, আশুগ, গন্ধবহ, গন্ধবাহ, প্রভঞ্জন, জগদ্বল, মাতরিশ্বা, জগতায়ু, জগৎপ্রাণ, নভ:শ্বাস, সদাগতি।
বন:
বনানী, বনী, কানন, অরণ্য, অরণ্যানী, কান্তার, বিপিন, অটবি, বনাঞ্চল, বনভ’মি, জঙ্গলাট, জঙ্গল, দাব, বাদাড়।
বৃক্ষ:
গাছ, তরু, বিটপী, অটবি, দ্রুম, পর্ণী, পল্লবী, পাদপ, শাখী, মহীরুৎ, উদ্ভিদ।
বিদুৎ:
তরিৎ, চপলা, চঞ্চলা, বিজলি, অশনি, ক্ষণপ্রভা, দামিনী, সৌদামিনী, শম্পা, অনুভা, অনুপ্রভা।
ভ্রমর:
ভোমরা, অলি, চঞ্চরীক, চঞ্চরী, অলিপিক, অলিম্পিক, ভুঙ্গ, দ্বিরেফ, ভ্রমরক, রোলম্ব।
মুকুল:
কিশলয়, কচিপাতা, মঞ্জরি, নবপত্র, নতুন পাতা, নবপত্র, বোল, বউল, শীষ, তরুরাগ।
মেঘ:
নীরদ, জীমূত, জলদ, বারিদ, বারিবাহ, জলধর, পয়োধর, পয়োদ, তোয়দ কাদম্বিনী, ঘন, অভ্র, অম্বুবাহ, অম্বুবাহী, অম্বুধর, নীরধর।
ময়ূর:
কলাপী, কেকী, শিখন্ডী, শিখী, বর্হিণ, বর্হী।
মা :
মাতা, জননী, প্রসূতি, জনী, আম্মা, অম্বা, অম্বালা, অম্বালিকা, অম্বিকা, মাতৃকা, আই, মাতৃ, গর্ভধারিণী, জনিকা, জনয়িত্রী, প্রজায়িনী, প্রজনিকা।
রাজা :
নরপতি, নরেশ, রাজন্য, রাজরা, নরদেব, নরাধীপ, নরেন্দ্র, নৃপেন্দ্র, নৃপতি, ভ’পতি, ভ’প, ভ’পাল, মহীপাল, নৃপ, নৃপাল, সম্রাট, রাজেন্দ্র, নৃপমণি, রাজশেখর, শাহেনশা, পাতশা, বাদশা, জাহাপনা, দণ্ডধর, মহীশ, অধিভু, অধিশ, অধীশ্বর, অধিরাজ, অধীপতি, অধীপ, অবনিশ, অবনীপতি, ক্ষিতিশ, ক্ষিতিপ, ক্ষিতিপতি, ক্ষিতিনাথ।
রাত্রি:
নিশি, নিশা, রজনী, রাত, রাতি, নিশীথ, নিশুতি, নিশীথিনি, যামিনী, যামি, যামিকা, শমনী, ক্ষনদা, শর্বরী, অন্ধিকা, তামসী, ক্ষপা, ত্রিযামা, বিভাবরী, নি:সম্পাত, অসুরা, তারাকণী, নক্ত, যামবতী।
সুন্দর:
সুশ্রী, সুরম্য, সুশোভন, মনোরম, মনোহর, চারু, রম্য, রমনীয়, শোভন, সুদৃশ্য, কমনীয়, কান্তিমান, সুদর্শন, চমৎকার, নয়নাভিরাম, অনুপম, নিরুপম, অপরুপ, মঞ্জুল, সুচারু, সুরম্য, সুকান্ত, ললিত।
পত্নী:
স্ত্রী, ভার্যা, জায়া, দার, দারা, দয়িতা, বনিতা, ধনিকা, জানি, গৃহলক্ষি, গৃহদেবী, আয়তি, পরিবার, গিন্নি, গৃহিণী, সহধর্মিণী, অর্ধাঙ্গী, কলত্র,অঙ্গনা।
সূর্য:
ভানু, রবি, অরুণ, পূষণ, তপন, সবিতা, বিভাকর, বিভাবসু, দিনেশ, দিনপতি, দিনমণি, অংসুমালী, অংসুমান, কিরণমালী, প্রভাকর, ভাস্কর, দিবাকর, মিহির, আদিত্য, মার্তন্ড, উষাপতি, চিত্রভানু।
চন্দ্র:
চাঁদ, সুধাকর, সুধাময়, শশী, শশধর, শশাঙ্ক, রাকেশ, সুধানিধি, নিশাকর, নিশাপতি, হিমাংশু, শীতাংশু, সুধাংসু, চন্দ্রমা, বিধু, সোম, ইন্দু, তারানাথ, নিশানাথ, তারাপতি, রজনীকান্ত, দ্বিজরাজ, মৃগাঙ্ক।
পর্বত :
গিরি, পাহাড়, শৈল, নগ, অগ, অচল, অদ্রি, ভ’ধর, মহীধর, শৃঙ্গধর, ক্ষিতিধর, মেদিনীধর, পৃথিবীধর, বসুধাধর, ধরাধর, পৃধ্বিধর, অবনিধর, ধরণীধর
পদ্ম:
কমল, শতদল, উৎপল, পঙ্কজ, কুবেল, কুবল, কৈরব, কুমুদ, কুমুদী, রাজীব, বিসজ, বিসকুসুম, শ্রীপর্ণ, পুষ্কর, অরবিন্দ, কুশেশয়, রাত্রিহাস, ইন্দিরালয়, নীরজ, কঞ্জ, নলিন, নলিনী, তামরস, সলীলজ, অন্তোজ, কুবলয়, সরোজ, সরসিজ।