বিভিন্ন দেশ/ স্থানের নতুন ও পুরাতন নাম:
পুরাতন নাম | পরিবর্তিত/ নতুন নাম |
পূর্ব পাকিস্তান | বাংলাদেশ |
সিংহল | শ্রীলঙ্কা |
বার্মা/ ব্রহ্মদেশ | মিয়ানমার |
ক্যাথে | চীন |
পিকিং | বেইজিং |
রেঙ্গুন | ইয়াঙ্গুন |
শ্যামদেশ | থাইল্যান্ড |
কনস্ট্যান্টিনোপল | ইস্তাম্বুল |
পারস্য | ইরান |
নিপ্পন | জাপান |
কম্বোডিয়া | কম্পুচিয়া |
ডাচ ইস্ট ইন্ডিয়া | ইন্দোনেশিয়া |
মেসোপটেমিয়া | ইরাক |
বাটাভিয়া | জার্কাতা |
মানচুকিয়ো | মাঞ্চুরিয়া |
মালয় | মালয়েশিয়া |
পশ্চিম ইরিয়ান | নিউগিনি |
ফরমোজা | তাইওয়ান |
সায়গন | হো চি মিন সিটি |
আন্দালুসিয়া | স্পেন |
ডয়েচল্যান্ড | জার্মানি |
হল্যান্ড | নেদারল্যান্ড |
পেট্রোগ্রাড | লেনিনগ্রাড |
সোভিয়েত ইউনিয়ন | রাশিয়া |
লেনিনগ্রেড হেলভেশিয়া | সেন্ট পিটার্সবার্গ |
হেলভেটিয়া | সুইজারল্যান্ড |
পোলাঙ্কা | পোল্যান্ড |
খ্রিষ্টিনা | অসলো |
আবিসিনিয়া | ইথিওপিয়া |
জায়ারে | কঙ্গোপ্রজাতন্ত্র |
গোল্ডকোস্ট | ঘানা |
পশ্চিম আফ্রিকা | অ্যাঙ্গোলা |
মাদাগাস্কার | মালাগাসি |
দাহেমি | বেনিন |
উত্তর রোডেশিয়া | জাম্বিয়া |
দক্ষিণ রোডেশিয়া | জিম্বাবুয়ে |
সলসবেরি | হারারে |
আপার ভোল্টা | বারকিনাফাসো |
আফার্স ও ইসা | জিবুতি |
বেচুয়ানাল্যান্ড | বতসোয়ানা |
জান্জিবার ও ট্যাঙ্গানিকা | তান্জানিয়া |
দক্ষিণ পশ্চিম আফ্রিকা | নামিবিয়া |
ত্রিপোলি | লিবিয়া |
কেপকেনভিরাল | কেপ কেনিডি |
নায়াসাল্যান্ড | মালাবি |
গিলবার্ট দ্বীপপুঞ্জ | কিরিবাতি |
এলিস | টুভ্যালু |
পশ্চিম স্যামোয়া | স্যামোয়া |
নিউ হেব্রাইডিজ | ভানুয়াতু |
মালভিনাস | ফকল্যান্ড |
গোর্দি | হাইতি |
মালভিনাস | ফকল্যান্ড |
ব্রিটিশ গায়ানা | গায়ানা |
ডাচ গায়ানা | সুরিনাম |
১। নিপ্পন কোন দেশের পুরাতন নাম? [প্রাথমিক সহকারী শিক্ষক ১০, ATEO নিয়োগ পরীক্ষা-০৪]
ক) কিরিবাতি খ) জাপান
গ) নিউ ফাউন্ডল্যান্ড ঘ) ম্যাকাও
উত্তর: জাপান
২। থাইল্যান্ড এর পুরাতন নাম কী? [বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়- এর নিরাপত্তা কর্মকর্তা-১৯]
ক) সিলোন খ) শ্যামদেশ
গ) পার্সিয়া ঘ) আবিসিনিয়া
উত্তর: শ্যামদেশ।
৩। হারারে- এর পুরাতন নাম-? [১০তম ও ৩১তম বিসিএস]
ক) সলসবেরী খ) ফরমোজা
গ) পেট্রোগ্রাড ঘ) রোডেশিয়া
উত্তর: সলসবেরী।
৪। সুইজারল্যান্ডের প্রাচীন নাম কী? [সহকারী পরিচালক (পাবলিক সার্ভিস কমিশণ)-০৬]
ক) হেলভেটিয়া খ) রোডেশিয়া
গ) ডয়েসল্যান্ড ঘ) সলসবরি
উত্তর: হেলভেটিয়া।
৫। What was the former name of Sri Lanka? [Mercantile Bank Ltd. Officer-09]
ক) Cylone খ) Ceylon
গ) Shin Hal ঘ) Sealons
উত্তর: Shin Hal।
৬। কঙ্গো প্রজাতন্ত্রের প্রাক্তন নাম- [১২তম বিসিএস]
ক) লিওপোল্ডভি খ) জিম্বাবুয়ে
গ) জিবুতি ঘ) জায়ারে
উত্তর: জায়ারে।
৭। চীনের প্রাচীন নাম কী?
ক) রেঙ্গুন খ) নিপ্পন
গ) ক্যাথে ঘ) আবিসিনিয়া
উত্তর: ক্যাথে।
৮। ঘানা এর পুরাতন নাম কী?
ক) সিলোন খ) দাহেমি
গ) মালভিনাস ঘ) গোলকোষ্ট
উত্তর: গোলকোষ্ট।