আবু জাফর শামসুদ্দীন:
জন্ম: ১৯১১ খ্রিষ্টাব্দ।
মৃত্যু: ১৯৮৮ খ্রিষ্টাব্দ।
প্রথম প্রকাশিত গ্রন্থ: পরিত্যক্ত স্বামী।
ত্রয়ী উপন্যাস: ভাওয়াল গড়ের উপাখ্যান, পদ্মা, মেঘনা যমুনা এবং সংকর সংকীর্তন।
উপন্যাস: ভাওয়াল গড়ের উপাখ্যান, পদ্মা, মেঘনা যমুনা, সংকর সংকীর্তন, প্রপঞ্চ, দেয়াল।
গল্পগ্রন্থ: শেষ রাত্রির তারা, রাজেন ঠাকুরের তীর্থযাত্রা, এক জোড়া প্যান্ট ও অন্যান্য গল্প, ল্যাংড়ী জীবন, নির্বাচিত গ্রন্থ।
আবদুল গাফফার চৌধুরী:
জন্ম: ১৯৩৪
বিখ্যাত গান: আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফ্রেবুয়ারি। গানটি সুর করেছেন আলতাফ মাহমুদ। প্রথম সুরকার ছিল আবদুল লতিফ।
উপন্যাস: ডানপিটে শওকত (১৯৫৩), চন্দ্রদ্বীপের উপাখ্যান (১৯৬০), নাম না জানা ভোর (১৯৬২), নীল যমুনা (১৯৬৪), শেষ রজনীর চাঁদ (১৯৬৭)।
গল্পগ্রন্থ: কৃষ্ণপক্ষ (১৯৫৯), সম্রাটের ছবি (১৯৫৯), সুন্দর হে সুন্দর (১৯৬০)।
হুমায়ূন আহমেদ:
জন্ম: ১৩ নভেম্বর, ১৯৪৮; মোহনগঞ্জ, নেত্রকোণা।
মৃত্যু: ১৯ জুলাই, ২০১২ খ্রিষ্টাব্দ; নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
প্রকৃত নাম: শামসুর রহমান।
ডাক নাম: কাজল।
উপন্যাস: আগুনের পরশমণি, কোথাও কেউ নেই, শঙ্খনীল কারাগার, নন্দিত নরকে, দীঘির জলে কার ছায়া গো, দেয়াল, কৃষ্ণপক্ষ, অমানুষ, কে কথা কয়, আজ রবিবার, রজনী, বহুব্রিহী, এইসব দিনরাত্রি, অনীল বাগচীর একদিন, জোছনা ও জননীর গল্প, দারুচিনি দ্বীপ, তেতুল বনে জোছনা, হিমু, কবি, অয়োময়, অপরাহ্ন, মিসির আলী, নক্ষত্রের রাত, দূরে কোথায়, সূর্যের দিন, শ্যামল ছায়া।
ছোটগল্প: এলেবেলে, ছায়াসঙ্গী, আনন্দ বেদনার কাব্য, শীত ও অন্যান্য গল্প, নিশিকাব্য, জলকন্যা, নীলহাতী।
আত্মজীবনী: আমার ছেলেবেলা, রং পেন্সিল, বলপয়েন্ট, ফাউন্টেনপেন।
চলচ্চিত্র: নয় নম্বর বিপদ সংকেত, শ্যামল ছায়া, শ্রাবন মেঘের দিন।
শামসুদ্দীন আবুল কালাম :
জন্ম: ১৯১১ খ্রিষ্টাব্দ।
মৃত্যু: ১৯৮৮ খ্রিষ্টাব্দ।
প্রথম প্রকাশিত গ্রন্থ: পরিত্যক্ত স্বামী।
উপন্যাস: কাশবনের কন্যা, জীবনকাব্য, দুইমহল, কাঞ্চনগ্রাম, কাঞ্চনমালা, নবান্ন, আশিয়ানা, আলম নগরের উপকথা, সমুদ্র বাসর।
গল্পগ্রন্থ: দুই হৃদয়ের তীর, পথ জানা নেই, শাহের বানু, অনেক দিনের আশা, পুঁই ডালিমের কাব্য, মজা গাঙ্গের গান, ঢেউ।
মাহমুদুল হক:
জন্ম: ১৬ নভেম্বর, ১৯৪১ খ্রিষ্টাব্দ।
মৃত্যু: ২১ জুলাই, ২০০৮ খ্রিষ্টাব্দ।
উপন্যাস: অনুর পাঠশালা, খেলাঘর, পাতালপুরী, কালো বরফ, মাটির জাহাজ, জীবন আমার বোন, নিরাপদ তন্দ্রা, অশরীরী।
শিশুতোষ উপন্যাস: চিক্কোর কাবুক।
অনুবাদ গ্রন্থ: শ্মাপদ, পল হোরগ্যানের নির্বাচিত গল্প, দ্বিতীয় খণ্ড, যুদ্ধ যখন শেষ হলো।
গল্পগ্রন্থ: মাহমুদুল হকের নির্বাচিত গল্প, মানুষ মানুষ খেলা, প্রতিদিন একটি রুমাল।
প্রবন্ধ: বিড়ালের মামী, কি লিখবে?, প্রথম সম্পাদক, ভয়াবহ কারখানা, মোহিনী হীরকের কাহিনী, শক্তি চট্টোপাধ্যায়ের স্মৃতি।
ড. নীলিমা ইব্রাহীম:
জন্ম: ১৯২১ খ্রিষ্টাব্দ।
মৃত্যু: ২০০২ খ্রিষ্টাব্দ।
উপন্যাস: বিশ শতকের মেয়ে, কেয়াবন সঞ্চারিণী, এক পথ দুই বাঁক, বহ্নিবলয়।
নাটক: রমনা পার্ক, যে অরণ্যে আলো নেই, দুয়ে দুয়ে চার, রোদ জ¦লা বিকেল, সূর্যাস্তের পর, নব মেঘদূত।
প্রবন্ধগ্রন্থ: বাঙালি মানস ও বাংলা সাহিত্য, বাংলার কবি মধুসূদন, শরৎ প্রতিভ, আমি বীরাঙ্গনা বলছি।
ভ্রমণকাহিনি: শাহী এলাকার পথে পথে।
আত্মজীবনী: বিন্দু বিসর্গ।
আহমদ ছফা:
জন্ম: ৩০ জুন, ১৯৪৩ খ্রিষ্টাব্দ; চট্টগ্রামের চন্দনাইশের গাছবাড়িয়া গ্রাম।
মৃত্যু: ২০০১ খ্রিষ্টাব্দ।
উপন্যাস: সূর্য তুমি সাথী, ওঙ্কার, মরণ বিলাস, উদ্ধার, পুষ্প, বৃক্ষ ও বিহঙ্গ পুরাণ, মরণ বিলাস, অলাতচক্র, গাভী বিত্তান্ত, অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী, একজন আলী কেনানের উত্থান পতন।
প্রবন্ধ: জাগ্রত বাংলাদেশ, যদ্যপি আমার গুরু, বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস, শতবর্ষের ফেরারী, শেখ মুজিবুর রহমান ও অন্যান্য।
দিলারা হশেম:
জন্ম: ২৫ আগস্ট, ১৯৩৬ খ্রিষ্টাব্দ; যশোরে।
উপন্যাস: ঘর মন জানালা, আমলকীর মৌ, স্তব্ধতার কানে কানে।
রাজিয়া রহমান:
জন্ম: ২৮ ডিসেম্বর, ১৯৩৯।
মৃত্যু: ১৬ আগস্ট, ২০১৯।
উপন্যাস: উত্তর পুরুষ, অরণ্যের কাছে, রক্তের অক্ষরে, ঘর ভাঙ্গা ঘর, বং থেকে বাংলা, শুধু তোমার জন্য, একটি ফুলের জন্য, শিলায় শিলায় আগুন, প্রেম আমার প্রেম, ধবল জ্যোৎস্না, সূর্য সবুজ রক্ত।
ইমদাদুল হক মিলন:
জন্ম: ১৯৫৫ খ্রিষ্টাব্দ।
উপন্যাস: কালোঘোড়া, নায়ক, মহাযুদ্ধ, তোমাকে ভালবাসি, ভালবাসা ভাল নয়, হে প্রেম, দ্বিতীয় প্রেম, নূরজাহান, স্বপ্ন, পরাধীনতা, পরবাস, রূপনগর, রাজাকারতন্ত্র, সারাবেলা, আজকের দেবদাস।
নাটক: কোন কাননের ফুল, আঁচল, যুবরাজ, নীলু তোমাকেই, মেয়েটি এখন কোথায় যাবে, কোথায় সে জন, বারো রকম মানুষ।
সত্যেন সেন:
জন্ম: ১৯০৭ খ্রিষ্টাব্দ।
মৃত্যু: ১৯৮১ খ্রিষ্টাব্দ।
উপন্যাস: সাত নম্বর ওয়ার্ড, কুমার জীবন, পাপের সন্তান, রুদ্ধদ্বার মুক্তপ্রাণ, আল বেরুনী, অভিশপ্ত নগরী, বিদ্রোহী কৈবর্ত, পুরুষ মেধ, পদচিহ্ন, ভোরের বিহঙ্গি।
রাজিয়া খান:
জন্ম: ১৬ ফেব্রুয়ারি, ১৯৩৬; ফরিদপুরে।
মৃত্যু: ২০১১ খ্রিস্টাব্দ।
উপন্যাস: বটতলার উপন্যাস, হে মহাজীবন, দ্রৌপদী, অনুকল্প।
রশীদ করিম:
জন্ম: ১৪ আগস্ট, ১৯২৫; কলকাতায়।
মৃত্যু: ২০১১ খ্রিষ্টাব্দ।
উপন্যাস: উত্তম পুরুষ, প্রসন্ন পাষাণ, সোনার পাথর বাটি, লাঞ্চবক্স, প্রেম একটি লাল গোলাপ, মায়ের কাছে যাচ্ছি, পদতলে রক্ত, একালের রূপকথা, আমার যত গ্লানি, বড়ই নিসব্দ।
গল্পগ্রন্থ: প্রথম প্রেম।
আত্মজীবনী: জীবন মরণ।
আনিস চৌধুরী:
জন্ম: ১৯২৯ খ্রিষ্টাব্দ।
মৃত্যু: ১৯৯০ খ্রিষ্টাব্দ।
উপন্যাস: সুখের পুতুল, শখের পুতুল, সরোবর, ময়নামতী, মধুগড়, সরোবর, সৌরভ।
নাটক: মানচিত্র, অ্যালবাম, চেহারা তবুও অনন্যা।
শওকত ওসমান:
জন্ম: ২ জানুয়ারি, ১৯১৭ সাল; পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে।
মৃত্যু: ১৯৯৮ সালে ঢাকায়।
জন্ম: ২ জানুয়ারি, ১৯১৭ সাল; পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে।
মৃত্যু: ১৯৯৮ সালে ঢাকায়।
প্রকৃত নাম: শেখ আজিজুর রহমান।
উপন্যাস: জননী, জাহান্নাম হইতে বিদায়, ক্রিতদাসের হাসি, চৌরসন্ধি, বনি আদম, রাজা উপাখ্যান, নেকড়ে অরণ্য, রাজপুরুষ, দুই সৈনিক, সমাগম, জলাঙ্গী, পতঙ্গ পিঞ্জর, আর্তনাদ।
নাটক: আমলার মামলা, তস্কর লস্কর, কাঁকর মণি, জন্ম জন্মান্তর, বাগদাদের কবি, পূর্ণ স্বাধীনতা চ’র্ণ স্বাধীনতা।
গল্পগ্রন্থ: জন্ম যদি তব বঙ্গে, উপলক্ষ্য, নেত্রপথ, জুনু আপা ও অন্যান্য গল্প, পিজরাপোল, মনিব ও তাহার কুকুর, প্রস্তর ফলক, বিগত কালের গল্প, ঈশ^রের প্রতিদ্বন্দ্বী, সাবেক কাহিনী, উভশৃঙ্গ, পুরাতন খঞ্জর।
স্মৃতিকথা: অনেক কথন, স্বজন সংগ্রাম, মুজিবনগর, অস্তিত্বের সঙ্গে সংলাপ, সোদরের খোঁজে স্বদেশের সন্ধান, কালরাত্রি, খণ্ডচিত্র, আর এক ধারাকাব্য, পঞ্চসঙ্গী।
শিশুতোষ গ্রন্থ: ওটেন সাহেবের বাংলো, মস্কুইটোফেন, ক্ষুদে সোশালিস্ট।
প্রবন্ধ গ্রন্থ: সংস্কৃতির চড়াই উৎরাই, ভাষা ভাষা ভাবনা, মুসলিম মানসের রূপান্তর।
আনিসুল হক:
জন্ম: ১৯৬৫ খ্রিষ্টাব্দ।
উপন্যাস: মা, সেঁজুতি, খেয়া, যারা ভোর এনেছিল, ৫১বর্তী, জিম্মি, বীর প্রতীকের খোঁজে, নিধুয়া পাথার।
রাবেয়া খাতুন:
জন্ম: ১৯৩৫ সাল, মুন্সীগঞ্জ।
মৃত্যু: ২০২১।
উপন্যাস: নীল নিশীথ, মন এক শে^ত কপোতী, মেঘের পরে মেঘ, অনন্ত অন্বেষা, বায়ান্ন বাজার এক গলি, সাহেব বাজার, মধুমতি, হানিফের ঘোড়া, ফেরারী সূর্য, কখনো মেঘ কখনো বৃষ্টি, রাজারবাগ শালিমার বাগ।
ড. আলাউদ্দিন আল আজাদ:
জন্ম: ৬ মে, ১৯৩২ খ্রিষ্টাব্দ; রামনগর, রায়পুরা, নরসিংদী।
মৃত্যু: ৪ জুলাই, ২০০৯; ঢাকায়।
উপন্যাস: তেইশ নম্বর তৈলচিত্র (১৯৬০), কর্ণফুলী (১৯৬২), ক্ষুধা ও আশা (১৯৬৪), পাটরাণী (১৯৮৬), খসড়া কাগজ (১৯৮৬), স্বগতম ভালবাসা (১৯৯০), পুরুদ্রুজ (১৯৯৪), ক্যামপাস (১৯৯৪), অনুদিত অন্ধকার (১৯৯১), স্বপ্নশিলা (১৯৯২)।
নাটক: মায়াবী প্রহর, নরকের লাল গোলাপ, মরোক্কোর জাদুঘর, ধন্যবাদ, ইহুদির মেয়ে, নি:শব্দ যাত্রা, সংবাদ শেষাংশ, হিজল কাঠের নৌকা।
কাব্যগ্রন্থ: মানচিত্র (১৯৬১), লেলিহান পাণ্ডুলিপি (১৯৭৫), চোখ (১৯৯৬), সাজঘর (১৯৯০), অ্যাসেস এন্ড স্পার্কস, শ্রেষ্ঠ কবিতা।
ছোট গল্প: জেগে আছি, ধানকন্যা, উজান তরঙ্গে, মৃগনাভি, আমার রক্ত আমার স্বপ্ন, অন্ধকার সিঁড়ি, জীবন জমিন।
প্রবন্ধ: শিল্পির সাধনা, সাহিত্যের আগন্তুক ঋতু, ফেরারী ডায়েরী।
কবিতা: স্মৃতিস্তম্ভ।
সমরেশ বসু:
জন্ম: ১১ ডিসেম্বর, ১৯২৪; ঢাকার বিক্রমপুরে।
মৃত্যু: ১২ মার্চ, ১৯৮৮ খ্রিষ্টাব্দ কলকাতার বেলভিউ নার্সিংহোমে।
প্রকৃত নাম: সুরথনাথ বসু।
ছদ্মনাম: কালক’ট এবং ভ্রমর।
রচিত প্রথম উপন্যাস: নয়নপুরের মাটি।
প্রথম প্রকাশিত উপন্যাস: উত্তরবঙ্গ [ ১৯৫১ সালে দেশ পত্রিকায় প্রকাশিত হয়।]
উপন্যাস: নয়নপুরের মাটি, উত্তরবঙ্গ, কোথায় পাব তারে, শ্রীচৈতন্য, সেই মুখ, সওদাগর, বিটি রোডের ধারে, অমৃতকুম্ভের সন্ধানে, গঙ্গা, শ্রীমতি কাফে, ত্রিধারা।
গল্পগ্রন্থ: পশারিণী, বনলতা, দেওয়াল লিপি, অকালবৃষ্টি, পাহাড়ি ঢল, ষষ্ঠ ঋতু, মনোমুকুর, উজান।
সেলিনা হোসেন:
জন্ম: ১৪ জুন, ১৯৪৭ খ্রিষ্টাব্দ; রাজশাহী শহরের সিরোইলে।
সেলিনা হোসেন বাংলা একাডেমির প্রথম মহিলা পরিচালক।
পুরষ্কার: বাংলা একাডেমি পুরষ্কার (১৯৮০), চলচিত্র পুরষ্কার (১৯৯৭)।
সম্পাদিত পত্রিকা: ধান শালিকের দেশ।
উপন্যাস: হাঙ্গর নদী গ্রেনেড, যাপিত জীবন, ঘুমকাতুরে ঈশ^র, কালকেতু ও ফল্লুরা, চাঁদবনে, নিরন্তর ঘণ্টাধ্বনি, গায়ত্রি সন্ধ্যা, কাঁটা তারে প্রজাপতি, কাঠ কয়লার ছবি, নীল ময়ূরের যৌবন, মগ্ন চৈতন্যে শিস, জলোচ্ছ্বাস।
গল্পগ্রন্থ: খোল করতালে, জলবতী মেঘের বাতাস, মতিজানের মেয়েরা, মুক্তিযুদ্ধের গল্প, উৎস থেকে নিরন্তর, অনূঢ়া পূর্ণিমা, পরজন্ম।
প্রবন্ধ: একাত্তরের ঢাকা, মুক্ত করো ভয়, নির্ভয় করো হে, নিজেরে করো জয়, ঊনসত্তরের গণ-আন্দোলন, স্বদেশ পরবাসী, প্রিয় মুখের রেখা, ঘর গেরস্থির রাজনীতি।
সৈয়দ শামসুল হক:
জন্ম: ২৭ ডিসেম্বর, ১৯৩৫ খ্রিষ্টাব্দ; কুড়িগ্রাম।
মৃত্যু: ২৭ সেপ্টেম্বর, ২০১৬; ঢাকা।
তিনি সবচেয়ে কম ২৯ বছর বয়সে বাংলা একাডেমি পুরষ্কার (১৯৬৬) লাভ করেন।
পুরষ্কার: বাংলা একাডেমি পুরষ্কার (১৯৬৬), একুশে পদক (১৯৮৪), জাতীয় চলচিত্র পুরষ্কার।
উপন্যাস: মৃগয়ায় কালক্ষেপ, এক মহিলার ছবি, সীমানা ছাড়িয়ে, খেলারাম খেলে যা, নীল দংশন, নিষিদ্ধ লোবান।
কাব্যগ্রন্থ: কাননে কাননে তোমারই সন্ধানে, ধ্বংস্তুপে কবি ও নগর, একদা এক রাজ্যে, বৈশাখে রচিত পঙ্ক্তিমালা, নাভিমূলে ভস্মাধার, পরানের গহীন ভিতর, অগ্নি ও জলের কবিতা, অপর পুরুষ, শ্রেষ্ঠ কবিতা।
কাব্যনাট্য: পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুলদীনের সারাজীবন, গণ নায়ক, যুদ্ধ ও যোদ্ধা, ঈর্ষা, এখানে এখন।
গল্প: তাস, আনন্দের মৃত্যু, রক্ত গোলাপ, শীত বিকেল, প্রাচীন বংশের নি:স্ব সন্তান, জলেশ^রীর গল্পগুলো।
প্রবন্ধ গ্রন্থ: হৃৎ কলমের টানে।
আখতারুজ্জামান ইলিয়াস:
জন্ম: ১২ ফেব্রুয়ারি ১৯৪৩ খ্রিষ্টাব্দ; গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার গোটিয়া গ্রাম (মামার বাড়িতে)।
পৈত্রিক নিবাস: বগুড়া জেলায়।
মৃত্যু: ৪ জানুয়ারি, ১৯৯৭ ঢাকা; ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে।
পুরষ্কার: বাংলা একাডেমি পুরষ্কার (১৯৮৩), আনন্দ পুরষ্কার (১৯৯৬)।
উপন্যাস: চিলেকোঠার সেপাই, খোয়াবনামা।
গল্পগ্রন্থ: অন্য ঘরে অন্য স্বর, দুধেভাতে উৎপাত, দোজখের ওম, খোঁয়ারি, জাল স্বপ্ন স্বপ্নের জাল, ।
গল্প: মিলির হাতে স্টেনগান, নিরুদ্দেশ যাত্রা, রেইনকোট, যুগলবন্দি, ঈদ, ফোঁড়া।
প্রবন্ধগ্রন্থ: সংস্কৃতির ভাঙ্গা সেতু। (২২টি প্রবন্ধ)
শওকত আলী:
জন্ম: ১২ ফেব্রুয়ারি, ১৯৩৬ খ্রিষ্টাব্দ; পশ্চিমবঙ্গের বালুরঘাটের পশ্চিম দিনাজপুরে।
মৃত্যু: ২৫ জানুয়ারি, ২০১৮ ঢাকায়।
উপন্যাস: পূর্বরাত্রি পূর্বদিন, দক্ষিণায়নের দিন, প্রাদোষে প্রাকৃতজন, পিঙ্গল আকাশ, দলিল, ওয়ারিশ, যাত্রা, উত্তরের খেপ, মাদার ডাঙ্গার কথা, যেতে চাই, কুলায় কালস্রোত, হিসাবনিকাশ, নাঢ়াই।
ছোটগল্প: লেলিহান সাধ, শুন হে লক্ষিন্দর, উন্মুল বাসনা, বাবা আপনে যান।
হুমায়ূন আহমেদ:
জন্ম: ১৩ নভেম্বর, ১৯৪৮; মোহনগঞ্জ, নেত্রকোণা।
মৃত্যু: ১৯ জুলাই, ২০১২ খ্রিষ্টাব্দ; নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
প্রকৃত নাম: শামসুর রহমান।
ডাক নাম: কাজল।
উপন্যাস: আগুনের পরশমণি, কোথাও কেউ নেই, শঙ্খনীল কারাগার, নন্দিত নরকে, দীঘির জলে কার ছায়া গো, দেয়াল, কৃষ্ণপক্ষ, অমানুষ, কে কথা কয়, আজ রবিবার, রজনী, বহুব্রিহী, এইসব দিনরাত্রি, অনীল বাগচীর একদিন, জোছনা ও জননীর গল্প, দারুচিনি দ্বীপ, তেতুল বনে জোছনা, হিমু, কবি, অয়োময়, অপরাহ্ন, মিসির আলী, নক্ষত্রের রাত, দূরে কোথায়, সূর্যের দিন, শ্যামল ছায়া।
ছোটগল্প: এলেবেলে, ছায়াসঙ্গী, আনন্দ বেদনার কাব্য, শীত ও অন্যান্য গল্প, নিশিকাব্য, জলকন্যা, নীলহাতী।
আত্মজীবনী: আমার ছেলেবেলা, রং পেন্সিল, বলপয়েন্ট, ফাউন্টেনপেন।
চলচ্চিত্র: নয় নম্বর বিপদ সংকেত, শ্যামল ছায়া, শ্রাবন মেঘের দিন,