বাংলাদেশের উপজাতিদের অবস্থান:
উপজাতি | অবস্থান: |
চাকমা | চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। |
মারমা | কক্সবাজার, বান্দরবান ও পটুয়াখালী। |
গারো | নেত্রকোনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর। |
ত্রিপুরা | খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি জেলা। |
সাঁওতাল | বগুড়া, রাজশাহী, দিনাজপুর, রংপুর। |
খাসিয়া | সিলেটের জৈয়ন্তিকা পাহাড়। |
খুমী | বান্দরবানের লামা, রুমা ও থানচি থানা। |
হাজং | ময়মনসিংহ ও নেত্রকোনা। |
মুরং | বান্দরবান জেলা |
কুকি | রাঙ্গামাটি |
লুসাই | পার্বত্য চট্টগ্রাম অঞ্চল |
পাংখো | বান্দরবান |
মণিপুরী | সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার পাহাড়ি অঞ্চল। |
রাজবংশী | রংপুর অঞ্চল |
মগ | বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, পটুয়াখালী। |
রাখাইন | পটুয়াখালী ও কক্সবাজার। |
ওঁরাও | বগুড়া ও রংপুর |
বনজোগী | বান্দরবানের গহীন অরণ্যে |
তনচংগা | রাঙ্গামাটি |
হদি/ হাদুই | নেত্রকোনা জেলার বারহাট্টা, বিরিশিরি ও শ্রীবর্দী |
গুরুত্বপূর্ণ তথ্য:
- উপজাতি এমন একটি জনগোষ্ঠি যারা আলাদা রাষ্ট্র গঠন করতে না পারলেও আলাদা নিজস্ব একটি সংস্কৃতি ধারন করে।
- সংবিধানের ২৩(ক) অনুচ্ছেদে উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়র কথা উল্লেখ আছে।
- বাংলাদেশে উপজাতি জনসংখ্যা প্রায় ১৬ লক্ষ ৫০ হাজার ৪৭৮ জন যা মূল জনসংখ্যার 0.৯৯%।
- বৃহত্তম উপজাতি – চাকমা।
- দ্বিতীয় বৃহত্তম উপজাতি – সাঁওতাল।
- সর্বাধিক উপজাতি বাস করে – রাঙ্গামাটি।
- সবচেয়ে কম জনসংখ্যার উপজাতি – খুমি ও চক।
- বহুপতি গ্রহণকারী উপজাতি – টোডা।
- একমাত্র মুসলিম উপজাতি – পাঙন।
- মাতৃপ্রধান উপজাতি – গারো, খাসিয়া।
- উপজাতিদের ধর্ম – অধিকাংশ বৌদ্ধ।
- উপজাতিদের মোট ভাষার সংখ্যা – ৩২টি।
- ত্রিপুরা উপজাতির ভাষা – ককবরক।
- ওরাও উপজাতির ভাষা – কুরুখ।
- বৈসাবি : ত্রিপুরাদের ’বৈসুক’ মারমাদের ‘সাংগ্রাই’ এবং চাকমাদের ’বিঝু’ – এই তিনটি ধর্মীয় উৎসবের প্রথম অক্ষর মিলে বৈসাবি বাংলাদেশের উপজাতিদের সবচেয়ে বড় ধর্মীয় এবং বর্ষবরণ উৎসব।
- চাকমাদের ধর্ম বৌদ্ধ এবং এদের সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক। এরা পাহাড়ের ঢালে ও উপত্যকায় ঝুম চাষ করে।
- উপজাতিদের মধ্যে চাকমারা শিক্ষা-দীক্ষায় অগ্রগামী; এদের শিক্ষার হার ৭২%।
- চাকমাদের গ্রামকে বলে আদাম। গ্রামের প্রধানকে বলা হয় কারবারি।
- চাকমাদের কয়েকটি গ্রাম মিলে তৈরি হয় মৌজা- মৌজা প্রধান হলেন হেডম্যান।
- বিবিাহ বিচ্ছেদ ও বহুবিবাহ প্রচলিত- সাওতালদের মাঝে।
- সাওতালদের প্রধান উৎসব- সোহরাই উৎসব।
- সাওতালদের আদি দেবতা- সিং বোঙ্গা। এদের নিজস্ব ধর্ম আছে কিন্তু ধর্মগ্রন্থ নেই।
- পাহাড়ি গাড়োরা ’অচ্ছিক’ এবং সমতলের গাড়োরা লামদানী নামে পরিচিত।
- ময়মনসিংহের গাড়ো পাহাড়ের নামানুসারে এই উপজাতির নমকরণ করা হয়েছে ’গারো’।
- গাড়োদের সমাজ- মাতৃপ্রধান। এদের ভাষার নাম- মান্দি তবে এদের কোন লিপি বা অক্ষর নেই।
- গাড়োদের ধর্মের নাম- সংসারেক। পুরোহিতকে বলা হয় ’কামাল’।
- গাড়োদের জনপ্রিয় উৎসব- ওয়ানগালা।
- ত্রিপুরাদের ভাষার নাম: ককবরক ও সমাজব্যাবস্থা পিতৃতান্ত্রিক।
- জুমচাষকে ত্রিপুরাদের ভাষায় বলা হয় ’হোজ’।
১। ’গাড়ো উপজাতি’ কোন জেলায় বাস করে? [৪০তম বিসিএস]
ক) পার্বত্য চট্টগ্রাম খ) সিলেট
গ) ময়মনসিংহ ঘ) টাঙ্গাইল
উত্তর: ময়মনসিংহ।
২। চাকমা জনগোষ্ঠির লোকসংখ্যা সর্বাধিক- [৩৮তম বিসিএস]
ক) রাঙ্গামাটি জেলায় খ) খাগড়াছড়ি জেলায়
গ) বান্দরবান জেলায় ঘ) সিলেট জেলায়
উত্তর: রাঙ্গামাটি জেলায়।
৪। হাজংদের অধিবাস কোথায়? [২৮তম বিসিএস]
ক) ময়মনসিংহ ও নেত্রকোনা খ) কক্সবাজার ও রামু
গ) রংপুর ও দিনাজপুর ঘ) সিলেট ও মণিপুর
উত্তর: ময়মনসিংহ ও নেত্রকোনা।
৫। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয়? [ইন্সট্রাকটর নিয়োগ-২২(কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো)]
ক) ১২ নভেম্বর ১৯৯৭ খ) ২ ডিসেম্বর ১৯৯৭
গ) ১৬ ডিসেম্বর ১৯৯৮ ঘ) ২৫ ডিসেম্বর ১৯৯৭
উত্তর: ৮ ডিসেম্বর ১৯৯৭।
৬। কয়টি জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম গঠিত? [উপসহকারি কৃষি কর্মকর্তা-১৪]
ক) ২টি খ) ৩টি
গ) ৪টি ঘ) ৫টি
উত্তর: ৩টি
৭। রাজবংশী উপজাতি বাস করে? [প্রশাসনিক কর্মকর্তা (সংস্থাপন মন্ত্রণালয়)-০৭]
ক) রাজশাহী খ) রংপুর
গ) খাগড়াছড়ি ঘ) রাঙ্গামাটি
উত্তর: রংপুর।
৮। ময়মনসিংহ জেলায় কোন উপজাতি বাস করে? [জীবন-বীমা কর্পোরেশন অফিস সহায়ক-২১]
ক) সাঁওতাল খ) মুরং
গ) গারো ঘ) চাকমা
উত্তর: গারো।
৯। মণিপুরী উপজাতি কোন জেলায় বাস করে? [প্রশাসনিক কর্মকর্তা-১৫]
ক) কুমিল্লা খ) সিলেট
গ) রাঙ্গামাটি ঘ) ময়মনসিংহ
উত্তর: সিলেট।
১০। খাসিয়া উপজাতিরা কোন জেলায় অধিকসংখ্যক বাস করে? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাবরক্ষক-১৯ ]
ক) সিলেট সীমান্তে খ) ময়মনসিংহ সীমান্তে
গ) পার্বত্য চট্টগ্রামে ঘ) চট্টগ্রামে
উত্তর: সিলেট সীমান্তে।
১১। খাসিয়া গ্রামগুলো কী নামে পরিচিত? [৩৫তম বিসিএস]
ক) বারাং খ) পাড়া
গ) পুঞ্জি ঘ) মৌজা
উত্তর: পুঞ্জি।
১২। নিচের কোন ক্ষুদ্র নৃ-তাত্বিক গোষ্টির জনগণ ‘মগধী’ বা ’মগ’ নামে পরিচিত ছিল? [NSI-এর জুনিয়র ফিল্ড অফিসার-১৯]
ক) চাকমা খ) মারমা
গ) খিয়াং ঘ) রাখাইন ঙ) কোনটিই নয়
উত্তর: রাখাইন।
১৩। রাখাইনরা কোন জেলায় বসবাস করে? [দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর (উচ্চমান সহকারী-১৯]
ক) দিনাজপুর খ) ময়মনসিংহ
গ) রাঙ্গামাটি ঘ) পটুয়াখালি
উত্তর: পটুয়াখালি।
১৪। বাংলাদেশের বৃহত্তম নৃ-গোষ্ঠী কোনটি?
ক) সাঁওতাল খ) রাখাইন
গ) মারমা ঘ) চাকমা
উত্তর: চাকমা।
১৫। নিচের কোন উপজাতি গোষ্ঠীটি মাতৃপ্রধান?
ক) চাকমা খ) গারো
গ) সাঁওতাল ঘ) মারমা
উত্তর: গারো।
১৬। ’বৈসুক’ কোন উপজাতিদের বর্ষবরণ উৎসব? [বাংলাদেশ বেতার সহ-সম্পাদক-১৯]
ক) চাকমা খ) মারমা
গ) ত্রিপুরা ঘ) খাসিয়া
উত্তর: ত্রিপুরা।
১৭। বাংলাদেশের কোন নৃ-গোষ্ঠীর উৎসব ‘সাংগ্রাই’? [প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-১৮]
ক) সাঁওতাল খ) মারমা
গ) চাকমা ঘ) গারো
উত্তর: মারমা।
১৮। চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয়?
ক) সাংগ্রেন খ) বিজু
গ) তনচংগা ঘ) নও উৎসব
উত্তর: বিজু।
১৯। বাংলাদেশের কোন নৃ-গোষ্ঠির উৎসব ‘সোহরাই’? [প্রাথমিক সহকারী নিয়োগ-১৮]
ক) সাঁওতাল খ) গারো
গ) চাকমা ঘ) মারমা
উত্তর: সাঁওতাল।
২০। ’ওয়ানগালা’ বাংলাদেশের কোন উপজাতির ঐতিহ্যবাহী উৎসব?
ক) রাখাইন খ) সাঁওতাল
গ) চাকমা ঘ) গারো
উত্তর: গারো।
২১। কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ধর্ম ইসলাম? [৩৬তম বিসিএস, ১৪তম বেসরকারী শিক্ষক নিবন্ধন]
ক) রাখাইন খ) মারমা
গ) পাঙন ঘ) খিয়াং
উত্তর: পাঙন।
২২। চাকমা উপজাতিরা কোন ধর্মাবলম্বী? [সমাজ কল্যান সংগঠক-০৫]
ক) হিন্দু খ) খ্রিষ্ঠান
গ) বৌদ্ধ ঘ) মুসলিম
উত্তর: বৌদ্ধ।
২৩। ওরাওঁ জনগোষ্ঠি কোন অঞ্চলে বসবাস করে? [৪৩তম বিসিএস]
ক) রাজশাহী-দিনাজপুর খ) বরগুনা-পটুয়াখালী
গ) রাঙ্গামাটি-বান্দরবান ঘ) সিলেট-হবিগঞ্জ
উত্তর: রাজশাহী-দিনাজপুর।
২৪। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি? [প্রাথমিক সহকারী শিক্ষক-১৩]
ক) গারো খ) হাজং
গ) সাঁওতাল ঘ) মগ
উত্তর: সাঁওতাল।
২৫। উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র ‘বিরিশিরি’ কোথায় অবস্থিত? [প্রাথমিক প্রধান শিক্ষক-১২]
ক) বান্দরবান খ) খাগরাছড়ি
গ) নেত্রকোনা ঘ) রাঙ্গামাটি
উত্তর: নেত্রকোনা।