বিভন্ন দেশ/ স্থানের ভৌগলিক উপনাম:
বিভিন্ন দেশ/ স্থানের নাম: | ভৌগলিক উপনাম |
ভাটির দেশ | বাংলাদেশ |
সোনালি আঁশের দেশ | বাংলাদেশ |
বাংলার ভেনিস | বরিশাল |
প্রাচ্যের ডান্ডি | নারায়নগঞ্জ |
পঞ্চনদের দেশ | পাঞ্জাব |
পাকিস্তানের প্রবেশদ্বার | করাচী |
বজ্রপাতের দেশ | ভুটান |
ভারতের প্রবেশদ্বার | মুম্বাই |
মন্দিরের শহর | বেনারস |
গোলাপি শহর | জয়পুর/রাজস্থান (ভারত) |
ভূ-সর্গ | কাশ্মির |
ভারতের রোম | দিল্লী |
পৃথিবীর ছাদ | পামির মালভূমি |
সকাল বেলার শান্তি | কোরিয়া |
সূর্যদোয়র দেশ | জাপান |
নিষিদ্ধ দেশ | তিব্বত |
নিষিদ্ধ নগরী | লাসা |
শান্ত দেশ | কোরিয়া |
পবিত্র পাহাড় | ফুজিয়ামা (জাপান) |
সোনালী প্যাগোডার দেশ | মিয়ানমার |
পীত নদীর দেশ | হোয়াংহো (চীন) |
সাদা হাতির দেশ | থাইল্যান্ড |
চীনের দু:খ | হোয়াংহো নদী |
চীনের নীলনদ | ইয়াং সিকিয়াং |
ভূমিকম্পের দেশ | জাপান |
প্রাচীরের দেশ | চীন |
প্রাচ্যের গ্রেট ব্রিটেন | জাপান |
প্রাচ্যের ভেনিস | ব্যাংকক |
প্রাচ্যের মুক্তা | সিঙ্গাপুর |
প্রাচ্যের ম্যানচেস্টার | ওসাকা (জাপান) |
ইউরোপের রণক্ষেত্র | বেলজিয়াম |
ইউরোপের ক্রীড়াভূমি | সুইজারল্যান্ড |
ইউরোপের রুগ্ন মানুষ | তুরস্ক |
সোনার অন্তপুর | ইস্তাম্বুল |
মুক্তার দ্বীপ | বাহরাইন |
পান্নার দ্বীপ | আয়ারল্যান্ড |
সমুদ্রের বধূ | গ্রেট ব্রিটেন |
পবিত্র ভূমি | প্যালেস্টাইন/ জেরুজালেম |
সিল্ক রুটের দেশ | ইরান |
ঝরনার শহর | তাসখন্দ |
ব্রিটেনের বাগান | কেন্ট |
সন্মেলনের শহর | জেনেভা |
পোপের শহর | ভ্যাটিকান |
নিশ্চূপ সড়কের শহর | ভেনিস |
নীরব শহর | রোম |
সাত পাহাড়ের শহর | রোম |
চির শান্তির শহর | রোম |
ল্যান্ড অব মার্বেল | ইতালি |
গ্রানাইটের শহর | এবারডিন |
উত্তরের ভেনিস | স্টকহোম |
ইউরোপের রুটির ঝুড়ি | ইউক্রেন |
হাজার হ্রদের দেশ | ফিনল্যান্ড |
নিশীথ সূর্যের দেশ | নরওয়ে |
হাজার দ্বীপের দেশ | ফিনল্যান্ড |
আগুনর দ্বীপ | আইসল্যান্ড |
পিরামিডের দেশ | মিসর |
মরুভূমির দেশ | আফ্রিকা |
নীল নদের দেশ | মিসর |
স্বর্ন নগরী | জোহান্সবার্গ |
চির সবুজের দেশ | নাটাল |
অন্ধকারাচ্ছন্ন মহাদেশ | আফ্রিকা |
লবঙ্গ দ্বীপ | জাঞ্জিবার |
রজত নগরী | আলজিয়ার্স |
বাজারের শহর | কায়রো |
মুক্তার দেশ | কিউবা |
পৃথিবীর চিনির আধার | কিউবা |
ম্যাপল পাতার দেশ | কানাডা |
লিলি ফুলের দেশ | কানাডা |
স্কাই কার্পাসের শহর | নিউইয়র্ক |
জাঁকজমকের নগরী | নিউইয়র্ক |
উদ্যানের শহর | শিকাগো |
পশ্চিমের জিব্রাল্টার | কুইবেক |
চির বসন্তের নগরী | কিটো |
চির বসন্তের শহর | ইকুয়েডর |
পৃথিবীর কসাইখানা | শিকাগো |
বাতাসের শহর | শিকাগো |
গগনচুম্বি অট্টালিকার শহর | নিউইয়র্ক |
বিশ্বের রুটির ঝুড়ি | প্রেইরি (উত্তর আমেরিকা) |
সোনালি তোরণের শহর | সানফ্রান্সিসকো |
ক্যাঙ্গারুর দেশ | অস্ট্রোলিয়া |
দ্বীপ মহাদেশ | অস্ট্রোলিয়া |
দক্ষিণের রাণী | সিডনী |
দক্ষিণের গ্রেট ব্রিটেন | নিউজিল্যান্ড |
আরো তথ্য:
- নগর রাষ্ট্র- সিঙ্গাপুর।
- অধিক সীমান্তবেষ্টিত দেশ- চীন।
- ’বাফার জোন’ বলা হয়- ওয়াটার লু।
- City of Culture- সিঙ্গাপুর।
- মুক্তবন্দর- সিঙ্গাপুর
- সাংস্কৃতিক বৈচিত্রের দেশ- পাপুয়া নিউগিনি।
- আফ্রিকার মুক্তভূমি বলা হয়- লাইবেরিয়াকে।
- এশিয়া মাইনর- তুরস্ক
- ’ফাদার অব অ্যাপল ট্রিস’- আলমাআতা (কাজাখাস্তান)।
- ছিদ্রায়িত রাষ্ট্র- ইতালি।
- ভূ-মধ্যসাগরের লাইট হাউস- স্ট্রম্বলি আগ্নেয়গিরি।
- সালফারের দ্বীপ বা রোমান্টিক দ্বীপ- সিসিলি দ্বীপ।
- Perl of Africa- উগান্ডা
- The Tiger of Bicycle- ভিয়েতনাম
প্রশ্নোত্তর:
১। ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? [২৮তম বিসিএস]
ক) বেলজিয়াম খ) ফ্রান্স
গ) জার্মানী ঘ) ফিনল্যান্ড
উত্তর: বেলজিয়াম।
২। নিশীথ সূর্যের দেশ কোনটি? [২৩তম বিসিএস, পররাষ্ট্র মন্ত্রনালয়ের ব্যক্তিগত কর্মকর্তা-১৯]
ক) কোরিয়া খ) নিউজিল্যান্ড
গ) নরওয়ে ঘ) আয়ারল্যান্ড
উত্তর: নরওয়ে।
৩। ম্যাপল পাতার দেশ কোনটি? [উপসহকারী প্রকৌশলী ও ড্রাফটম্যান/ সিভিল-১৮]
ক) কানাডা খ) থাইল্যান্ড
গ) নরওয়ে ঘ) সুইজারল্যান্ড
উত্তর: কানাডা।
৪। পবিত্র ভূমি কোনটি? [১০তম বিসিএস]
ক) বাগদাদ খ) জেরুজালেম
গ) মক্কা ঘ) প্যালেস্টাইন
উত্তর: খ ও ঘ জেরুজালেম, প্যালেস্টাইন।
৫। নিচের কোনটি ছিদ্রায়িত রাষ্ট্র? [দুদক পরিদর্শক-১৩]
ক) অস্ট্রেলিয়া খ) ইংল্যান্ড
গ) ইতালি ঘ) জাপান
উত্তর: ইতালি।
৬। চীনের দু:খ নামে পরিচীত কোনটি? [বিশেষ শিক্ষক নিবন্ধন-১০]
ক) মেকং নদী খ) হোয়াংহো নদী
গ) মেনাম নদী ঘ) ইয়াংসিকিয়াং নদী
উত্তর: হোয়াংহো নদী।
৭। কোন দেশকে ধীবরের দেশ বলা হয়? [মাধ্যমিক সহকারী শিক্ষক-2000]
ক) বাংলাদেশ খ) জাপান
গ) মালদ্বীপ ঘ) নরওয়ে
উত্তর: নরওয়ে।
৮। ’চির বসন্তের শহর’ নামে পরিচীত কোন দেশ? [অর্থ মন্ত্রনালয়ের জুনিয়র অডিটর-11, সমাজসেবা অধিদপ্তরের সহকারী শিক্ষক-17]
ক) রোম খ) ভেনিস
গ) নরওয়ে ঘ) ইকুয়েডর
উত্তর: ইকুয়েডর।
৯। কোনটি চির শান্তির শহর নামে পরিচীত? [২৩তম বিসিএস, বেসরকারি প্রভাষক নিবন্ধন-১৪]
ক) রোম খ) ভেনিস
গ) এথেন্স ঘ) অসলো
উত্তর: রোম।
১০। সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে? [পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্মচারি নিয়োগ-১৫, জুনিয়র অডিটর (অর্থ মন্ত্রনালয়)-১১]
ক) চীন খ) জাপান
গ) ভারত ঘ) সিঙ্গাপুর
উত্তর: জাপান।
১১। চির বসন্তের নগরী- [জুনিয়র অডিটর-১৪]
ক) সিঙ্গাপুর খ) ওসাকা
গ) কিটো ঘ) সিউল
উত্তর: কিটো।
১২। ’Big Apple’ বলা হয় কোন শহরকে? [১২তম বেসরকারি প্রভাষক নিবন্ধন-২০১৫]
ক) বেলজিয়াম খ) রোম
গ) নিউইয়র্ক ঘ) গ্রেট ব্রিটেন
উত্তর: নিউইয়র্ক।
১৩। ’পঞ্চম ড্রাগনের’ (Fifth Dragon) দেশ বলা হয় কোন দেশকে? [উপজেলা সমাজসেবা অফিসার-০৬]
ক) জাপান খ) দক্ষিণ কোরিয়া
গ) চীন ঘ) তাইওয়ান
উত্তর: তাইওয়ান।
১৪। বিশ্বের কোন শহর ‘নিষিদ্ধ শহর’ নামে পরিচিত? [১৩তম বিসিএস]
ক) লাসা খ) উলানবাটোর
গ) পিয়ং ইয়ং ঘ) কাবুল
উত্তর: লাসা।
১৫। ’পৃথিবীর গুদামঘর’ বলে পরিচিত-? [বিএডিসি নিয়োগ পরীক্ষা-১৭]
ক) চিলি খ) কিউবা
গ) রোম ঘ) মেক্সিকো
উত্তর: মেক্সিকো।