March 6, 2025 12:29 am
25310972
25310960

তাপ ও তাপমাত্রা

  • তাপের CGS একক ক্যালরি
  • তাপের S.I একক জুল
  • 1 ক্যালরি = 4.2 জুল

বিজ্ঞানী ফারেনহাইট এই স্কেল আবিস্কার করেন এবং তাঁর নামানুসারে এই স্কেলকে ফারেনহাইট স্কেল বলে। ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক ৩২0 এবং উর্দ্ধ স্থিরাঙ্ক ২১২0। মধ্যবর্তি ব্যবধানকে ১৮০ ভাগে ভাগ করা হয়েছে এবং প্রত্যেক ভাগকে এক ডিগ্রী ফারেনহাইট বলা হয়।

কোন বস্তুর ওপড় তাপ প্রয়োগ করলে তার অণুগুলোর কম্পন বেড়ে যায় এবং আন্ত-আণবিক শক্তি শিথিল হয়ে পরে। তাপ প্রয়োগ আরো বৃদ্ধি করলে এক পর্যায়ে অণুগুলো একে অন্যের উপর গড়াগড়ি খেয়ে নড়াচড়া করতে থাকে- এ অবস্থাকে আমরা বলি তরল। তাপমাত্রা আরো বৃদ্ধি করলে অণুগুলো মুক্ত হয়ে ছোটাছুটি শুরু করে- এ অবস্থাকে বলি গ্যাস।

  • আপেক্ষিক তাপের একক- জুল/কেজি-কেলভিন (JKg-1 K-1)
  • পানির আপেক্ষিক তাপ 4200 JKg-1K-1 বা 4.2 Jg-1K-1

Tags

Share this post:

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *