জলন্ত সিগারেট ও সাদা কাগজ
কবিঃ মোঃ রফিকুল হক
জন্মঃ ১৯৫৭
সিগারেটে আছে নিকোটিন
অনন্য,
ক্যান্সার ছড়াতে
পরিমশ ও পরিমাপে
তফাৎ-
অধিক্যে ক্যান্সার।
যদি পরখ্য করতে চাও,
একটি জলন্ত সিগারেটে;
এক মুখ ধুয়ো নিয়ে
জোরে একটি ফুৎকার দিয়ে দেখ,
নিকোটিন কি পরিমান লেগে আছে
সাদা কাগজে।
আর যদি অনুভব করতে চাও
আমার তৎপরতা,
তাহলে জোরে মার একটা সুখটান
বুঝতে পারবে কিভাবে,
ছাপ ফেলে লিভারে।।
প্রথম প্রকাশঃ কথামালা, বাংলাদেশ রেডিও বেতার রংপুর প্রচারের তাং-০৪-০৭-১৯৯২খ্রি:




