এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর নম্বর বিভাজন:
আগামি ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার জন্য প্রশ্নের ধরণ ও নম্বর বিভাজন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। 2026 সালের পরীক্ষা থেকে কার্যকর হবে এ নম্বর বিভাজন। ব্যবহারীক বিহীন পত্রে পরীক্ষা হবে লিখিত 70 ও বহুনির্বাচনি 30 মোট 100 নম্বরের যেখানে প্রতিটি লিখিত পশ্নের জন্য থাকবে 10 নম্বর ও প্রতিটি বহুনির্বাচনী প্রশ্নে থাকবে 01 নম্বর অপরপক্ষে ব্যবহারিক আছে এমন পত্রে ছাত্রছাত্রীদেরকে বসতে হবে 75 নম্বরের পরীক্ষায় যেখানে লিখিত থাকবে 50 নম্বর ও বহুনির্বাচনি প্রশ্ন থাকবে 25 নম্বরের। ব্যবহারিকের জন্য বরাদ্দ থাকবে 25 নম্বর। বিস্তারিত নম্বর বিভাজন দেখুন: