July 31, 2025 12:35 pm

Ozzy Osbourne death: অজি অসবর্ন: হেভি মেটালের ‘গডফাদার’-এর জীবনাবসান:

বিশ্ব সংগীতে এক যুগের অবসান ঘটিয়ে প্রয়াত হলেন ‘প্রিন্স অফ ডার্কনেস’ ও ‘গডফাদার অফ হেভি মেটাল’ নামে পরিচিত কিংবদন্তী গায়ক অজি অসবর্ন।[1][2] ৭৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।[3][4][5] তার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় অজি অসবর্ন আজ সকালে প্রয়াত হয়েছেন। তিনি তার পরিবারের সঙ্গে এবং ভালোবাসায় পরিবেষ্টিত ছিলেন।”[1][3][4][5][6]

অসবর্নের মৃত্যুর নির্দিষ্ট কারণ জানানো না হলেও, তিনি বেশ কয়েক বছর ধরে পারকিনসন রোগে ভুগছিলেন।[3][4][7][8] ২০১৯ সালে বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আঘাত পাওয়ার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি হয় এবং একাধিক অস্ত্রোপচারও করতে হয়েছিল।[3][4][7][8]

প্রাথমিক জীবন ও ব্ল্যাক সাবাথ:

১৯৪৮ সালের ৩রা ডিসেম্বর ইংল্যান্ডের বার্মিংহামে জন মাইকেল “অজি” অসবর্নের জন্ম।[9] ছোটবেলায় ডিসলেক্সিয়ায় আক্রান্ত অসবর্ন বিদ্যালয়ের পড়াশোনা শেষ করতে পারেননি।[9][10] ১৯৬৭ সালে তিনি গিটারিস্ট টনি আয়োমি, বেসিস্ট গিজার বাটলার এবং ড্রামার বিল ওয়ার্ডের সঙ্গে இணைந்து তৈরি করেন ব্যান্ড ‘পলকা টাল্ক ব্লুজ’, যা পরবর্তীতে ‘ব্ল্যাক সাবাথ’ নামে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করে।[11] তাদের প্রথম অ্যালবাম ‘ব্ল্যাক সাবাথ’ (১৯৭০) হেভি মেটাল সংগীতের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়।[12] এরপর ‘প্যারানয়েড’, ‘মাস্টার অফ রিয়েলিটি’-র মতো অ্যালবামগুলি তাদের জনপ্রিয়তাকে শিখরে পৌঁছে দেয়।[9]

একক ক্যারিয়ার ও বিতর্ক:

মাদকাসক্তি এবং ব্যান্ডের অন্য সদস্যদের সঙ্গে মতবিরোধের কারণে ১৯৭৯ সালে অজি ব্ল্যাক সাবাথ থেকে বিতাড়িত হন।[9] এরপর তিনি ‘ব্লিজার্ড অফ অজ’ ব্যান্ডের সঙ্গে একক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন এবং বিপুল সাফল্য পান।[4] তার একক অ্যালবামগুলির মধ্যে ‘ডায়েরি অফ এ ম্যাডম্যান’ অন্যতম।[4] তবে তার ক্যারিয়ার বিতর্কমুক্ত ছিল না। মঞ্চে জীবন্ত বাদুড়ের মাথা ছিঁড়ে খাওয়া থেকে শুরু করে বিভিন্ন বিতর্কিত মন্তব্য তাকে প্রায়শই খবরের শিরোনামে রাখত।[5][12]

ব্যক্তিগত জীবন ও শেষ জীবন:

অজি দু’বার বিয়ে করেন।[11] তার দ্বিতীয় স্ত্রী শ্যারন অসবর্ন তার ম্যানেজারও ছিলেন।[9] তাদের তিন সন্তান – অ্যামি, কেলি ও জ্যাক।[13] ২০০০-এর দশকের শুরুতে রিয়েলিটি শো ‘দ্য অসবর্নস’-এর মাধ্যমে তার পারিবারিক জীবন সাধারণ মানুষের কাছে পৌঁছায়।[9]

জীবনের শেষ কয়েক বছর শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করেছেন অজি। পারকিনসন রোগের পাশাপাশি তার একাধিক অস্ত্রোপচারও হয়।[8][14] অসুস্থতা সত্ত্বেও তিনি সংগীতের প্রতি তার ভালোবাসা ছাড়েননি। মৃত্যুর মাত্র কয়েক সপ্তাহ আগে, ৫ই জুলাই, ২০২৫-এ তিনি ব্ল্যাক সাবাথের সঙ্গে একটি বিদায়ী অনুষ্ঠানে অংশ নেন।[4][9]

অজি অসবর্নের প্রয়াণে বিশ্ব সংগীতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। হেভি মেটালের জগতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

Sourceshelp

  1. independent.co.uk
  2. bengalbyte.in
  3. consequence.net
  4. sky.com
  5. cbsnews.com
  6. sky.com
  7. hellomagazine.com
  8. hindustantimes.com
  9. wikipedia.org
  10. indiatimes.com
  11. wikipedia.org
  12. pbs.org
  13. indiatimes.com
  14. parade.com

Tags

Share this post:

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *