April 24, 2025 8:20 pm

IQ: Intelligence Quotient: বুদ্ধিমত্তা বা বুদ্ধ্যঙ্ক।

Intelligence Quotient:

ইংরেজি IQ বা Intelligence Quotient শব্দটির বাংলা অর্থ বুদ্ধিমত্তার ভাগফল।  Intelligence Quotient শব্দটি জার্মান শব্দ Intelligenzquotient থেকে এসেছে। IQ বা বুদ্ধিমত্তা হলো ব্যক্তির প্রকৃত বয়স ও মানসিক বয়সের একটি আনুপাতিক স্কোর।

IQ:

Intelligence Quotient এর সংক্ষিপ্ত “IQ” রূপটি প্রথম ব্যবহার করেন মনোবিজ্ঞানী উইলিয়াম স্টার্ন । তিনি ব্রেসলাউ বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিমত্তা পরীক্ষার স্কোরিং পদ্ধতির জন্য জার্মান শব্দ Intelligenzquotient এর প্রতিরূপ হিসেবে “IQ” শব্দটি ব্যবহার করেন। বুদ্ধিমত্তা মূল্যায়ন বা নির্ণয় করার জন্য পরিকল্পিত বিভিন্ন প্রমিত পরীক্ষার একত্রে প্রাপ্ত ফলাফল বা স্কোরই বুদ্ধিমত্তা বা Intelligence Quotient: IQ

ব্যক্তির বুদ্ধিমত্তা মূল্যায়ন বা নির্ধারনের জন্য একটি প্রমিত পরীক্ষা তৈরি করার প্রথম প্রচেষ্টা করেছিলেন ইংরেজ পরিসংখ্যানবিদ ফ্রান্সিস গাল্টন

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমেরিকান মনোবিজ্ঞানী অধ্যাপক লুইস টারম্যান স্ট্যানফোর্ড-বিনেট পরীক্ষায় সর্বপ্রথম Intelligence Quotient শব্দটি ব্যবহার করেন।

বুদ্ধিমত্তা (IQ) পরিমাপ/ নির্ধারণ:

মানসিক বয়সকে প্রকৃত বয়স দিয়ে ভাগ করে ভাগফলকে ১০০ দ্বারা গুন করে বুদ্ধ্যাঙ্ক বা IQ -এর মাত্রা নির্ধারণ করা হয়।

IQ = \(\frac{m}{c}\) x 100

এখানে, m হলো ব্যক্তির মানসিক বয়স বা Mental age এবং c হলো প্রকৃত বয়স বা ক্যলেন্ডার অনুযায়ি Chronological age এবং 100 হলো ধ্রুবক যা ভগ্নাংশ এড়ানোর জন্য ব্যবহার করা হয়।

মানসিক বয়স (Mental age):

 এক সেট পরিকল্পিত প্রমিত প্রশ্নের মাধ্যমে যেহেতু IQ নির্ধারণ করা হয় তাই কোন ব্যাক্তি নির্দিষ্ট কোন বয়সের জন্য নির্ধারিত প্রশ্নমালা সঠিকভাবে উত্তর করতে পারলে তার মানসিক বয়স হবে তত অর্থাৎ যে বয়সের জন্য প্রশ্নগুলো নির্বাচন করা হয়েছে। যেমন: কোন ৫ বছর বয়সের কোন শিশু যদি ৫ বছর বয়সের জন্য নির্ধারিত প্রশ্ন সঠিকভাবে উত্তর করতে পারে তার মানসিক বয়স হবে ৫। আবার ৫ বছর বয়সের শিশু যদি ৬ বছর বয়সের জন্য নির্বাচিত প্রশ্ন সটিকভাবে উত্তর করতে পারে তবে ঐ শিশুর মানসিক বয়স ৬। একইভাবে ৫ বছর বয়সের কোন শিশু যদি ৪ বছর বয়সের জন্য নির্বাচিত প্রশ্নের সঠিকভাবে উত্তর করতে পারে তবে ঐ শিশুর প্রকৃত বয়স ৫ কিন্তু মানসিক বয়স হবে ৪।

প্রকৃত বয়স (Chronological age):

 একটি শিশু বা একজন ব্যক্তির জন্ম থেকে যে বয়স গণনা করা হয় তাই তার প্রকৃত বয়স। অর্থাৎ এক্ষেত্রে, জন্ম থেকে পরীক্ষায় অংশগ্রহণের দিন পর্যন্ত বয়সই হল প্রকৃত বয়স বা Chronological age বলে।

একটি 5 বছর বয়সের শিশু 5 বছর বয়সের উপযোগী সকল প্রশ্নের উত্তর দিতে সমর্থ হলে তার মানসিক বয়স হলো এবং প্রকৃত বয়সও 5 সেক্ষেত্রে তার বুদ্ধ্যঙ্ক বা IQ হবে।

IQ = \(\frac{5}{5}\) x 100

     = 100

এ ফলাফল থেকে বোঝা যায় শিশুটি সাধারণ বুদ্ধিসম্পন্ন।

একইভাবে 5 বছর বয়সের কোন শিশু যদি 4 বছর বয়সের জন্য নির্বাচিত প্রশ্নের উত্তর দিতে সমর্থ হলে তার IQ হবে।

IQ = \(\frac{4}{5}\) x 100

     = 80

এ ফলাফল থেকে বোঝা যায় শিশুটি কম বুদ্ধিসম্পন্ন বা জড়বুদ্ধিসম্পন্ন।

আবার, একইভাবে 5 বছর বয়সের কোন শিশু 6 বছর বয়সের জন্য নির্বাচিত প্রশ্নের উত্তর দিতে সমর্থ হলে তার IQ হবে।

IQ = \(\frac{6}{5}\) x 100

     = 120

এ ফলাফল থেকে বোঝা যায় শিশুটি অধিক বুদ্ধিসম্পন্ন।

বুদ্ধি অভীক্ষকদের মতে, যেহেতু ১৬ বছরের পর ব্যক্তির মানসিক বয়স আর বৃদ্ধি পায় না তাই ১৬ বছরের পর বুদ্ধ্যঙ্ক ক্রমশ হ্রাস পেতে থাকে।

বিখ্যাত মনোবিজ্ঞানী টারম্যান ও মেরিল এর সাম্প্রতিক সংস্করণ অনুযায়ী বুদ্ধ্যঙ্কের স্তরবিন্যাস:

২০ বা তার থেকে কম = জড়বুদ্ধিসম্পন্ন

২০ – ৩৫ = মন্দবুদ্ধিসম্পন্ন

৩৬ – ৪৯ = ক্ষীণবুদ্ধিসম্পন্ন

৫০ – ৬৯ = পিছিয়ে পড়া

৭০ – ৭৯ = সীমান্তবর্তী (Borderline)

৮০ – ৮৯ = নিন্ম স্বাভাবিক (Below Average)

৯০ – ১০৯ স্বাভাবিক (Average)

১১০ – ১১৯ উন্নত স্বাভাবিক (Bright Normal)

১২০ – ১২৯ প্রতিভাশালী (Superior)

১৩০ – এর ঊর্ধ্বে অতিশয় প্রতিভাশালী (Very Superior)

সর্ম্পকিত প্রশ্নাবলী:

1. যাদের বুদ্ধ্যঙ্ক ১৪০ বা তার ঊর্ধ্বে তাদের বলা হয়- [৪৫তম বিসিএস প্রিলিমিনারী]

ক) প্রতিভাশালী খ) অতিশয় প্রতিভাশালী

গ) মানসিক প্রতিবন্ধি ঘ) সাধারণ

উত্তর: অতিশয় প্রতিভাশালী।

2. বুদ্ধাংক শব্দটি প্রথম কে ব্যবহার করেন?- [রাবি (সি ইউনিট): ২১-২২]

ক) বিনে খ) টারম্যান

গ) স্টার্ন ঘ) ওয়েলফার সম

উত্তর: টারম্যান।

3. বুদ্ধ্যঙ্ক কত এর নিচে হলে বুদ্ধি প্রতিবন্ধি হিসেবে ধরা হয় ?- [ঢাকা বিশ^বিদ্যালয় বিজ্ঞান ইউনিট: ২২-২৩]

ক) ১০০ খ) ৯০

গ) ৭০ ঘ) ৫০

উত্তর: ৭০।

4. বুদ্ধাঙ্ক (IQ) এর পরিমাপ অনুযায়ী প্রতিভাবানদের বুদ্ধাঙ্ক মাত্রা – [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (প্রথম পর্যায়): ২২]

ক) IQ > ৯০ খ) IQ > ১০০

গ) IQ > ১৩০ ঘ) IQ > ১৫০

উত্তর: IQ > 130।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *