উত্তর-পূর্ব ভারতের ৭টি রাজ্যকে একত্রে সেভেন সিস্টারস বলা হয়। রাজ্যগুলো হলো: আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম, অরুনাচল ও নাগাল্যান্ড।
সুপার সেভেন:
মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর ও হংকং।
গোল্ডেন ট্রায়াঙ্গেল:
মিয়ানমার, লাওস ও থাইল্যান্ড সিমান্তে অবস্থিত আফিম উৎপাদনকারী অঞ্চল।
গোল্ডেন ক্রিসেন্ট:
পাকিস্তান, আফগানিস্তান ও ইরান সিমান্তে অবস্তিত আফিম উৎপাদনকারী অঞ্চল।
গোল্ডেন ভিলেজ:
বাংলাদেশের কুষ্টিয়া জেলার গাঁজা উৎপাদনকারী ২৬টি গ্রামকে গোল্ডেন ভিলেজ বলা হয়।
গোল্ডেন ওয়েজ:
বাংলাদেশ, ভারত ও নেপাল সিমান্ত যা মাদক পাচার ও চোরাচালানের জন্য বিখ্যাত।
থ্রি- টাইগারস:
জাপান, জার্মানি ও ইতালি।
গাল্ফ টাইগার বা আরব গাল্ফ টাইগার:
দুবাই( সংযুক্ত আরব আমিরাত)
এসিয়ান টাইগারস বা ফোর টাইগারস:
দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর ও হংকং।
বাল্টিক রাষ্ট্রসমূহ:
বাল্টিক সাগরের তীরবর্তী তিনটি রাষ্ট্রকে বাল্টিক রাষ্ট্র বলা হয়। রাষ্ট্র তিনটি হলো: ১. লিথুনিয়া, ২. লাটভিয়া, ও ৩. এস্তোনিয়া।
বলকান রাষ্ট্রসমূহ:
তুর্কি বলকান শব্দটির অর্থ হলো পার্বত্যাঞ্চল এবং ভৌগলিক পরিভাষায় বলকান শব্দটির অর্থ হলো উপদ্বীপ। এ অঞ্চলের দেশগুলোর মধ্যে রয়েছে ১. সার্বিয়া ২. গ্রিস ৩. বুলগেরিয়া ৪. রোমানিয়া ৫. আলবেনিয়া, ৬. মেসিডোনিয়া, ৭. স্লোভেনিয়া, ৮. ক্রোয়েশিয়া, ৯. বসনিয়া ১০. হাঙ্গেরি, ১১. মন্টিনিগ্রো, ও ১২. কসোভো।
মিলেনেশিয়া:
মিলেনেশিয়া শব্দের অর্থ ’কৃষ্ণদ্বীপ’। এ অঞ্চলের মধ্যে রয়েছে: ১. পাপুয়া নিউগিনি ২. ফিজি ৩. ভানুয়াতু ৪. সলোমন দ্বীপপুঞ্জ ৫. বিসমার্ক ও ৬. নিউ ক্যালডোনিয়া। অষ্টাদশ শতাব্দিতে ব্রিটিশ নৌ অভিযাত্রী ক্যাপ্টেন কুক এ দ্বীপগুলো আবিস্কার করেন।
মাইক্রোনেশিয়া:
ওশেনিয়া বা অস্ট্রোলিয়া মহাদেশের নিরক্ষরেখার নিকটবর্তী দ্বীপসমূহকে মাইক্রোনেশিয়া অঞ্চল বলা হয়। এ অঞ্চলে অবস্থিত দ্বীপগুলো হলো: ০১.ফেডারেল স্টেট অব মাইক্রোনেশিয়া ২. কিরিবাতি ৩. মার্শাল দ্বীপপুঞ্জ ৪. গুয়াম ৫. নাউরু ৬. পালাউ ৭. উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ এবং ৮. ওয়াক দ্বীপ।
পলিনেশিয়া:
পলিনেশিয়া শব্দের অর্থ বহুদ্বীপ। এ অঞ্চলের দ্বীপগুলোর মধ্যে রয়েছে ১. হাওয়াই ২. টোঙ্গা ৩. সামোয়া ৪. টুভ্যালু ৫. নিও ৬. কুক আইসল্যান্ড ও ৭. ইস্টার।
১. সোমালিয়া, ২. ইথিওপিয়া, ৩. ইরিত্রিয়া ও ৪. জিবুতি।
ল্যাটিন আমেরিকা:
ল্যাটিনভাষা থেকে উদ্ভুত ভাষা যেমন: স্প্যানিস, পর্তুগীজ ও ফ্রেঞ্চ ভাষাগুলোকেই মূলত রোমান ভাষা বলা হয়। আর আমেরিকা মহাদেশের এই রোমান ভাষাভাষী অধ্যুষিত অংশকেই বলা হয় ল্যাটিন আমেরিকা। ল্যাটিন আমেরিকার মধ্যে অবস্থিত দেশগুলো হলো: ১. আর্জেন্টিনা, ২. চিলি, ৩. বলিভিয়া, ৪. ব্রাজিল, ৫. কোস্টারিকা, ৬. কলম্বিয়া, ৭. কিউবা, ৮. ডেমিনিকান প্রজাতন্ত্র, ৯. ইকুয়েডর ১০. গুয়েতেমালা ১১. হন্ডুরাস, ১২. এলসালভেদর, ১৩. মেক্সিকো ১৪. পেরু ১৫. পানামা, ১৬. উরুগুয়ে, ১৭. প্যারাগুয়ে, ১৮. নিকারাগুয়া ১৯. পোর্টেরিকা ও ২০. ভেনিজুয়েলা।