১। কম্পিউটার হার্ডওয়্যার বলতে কি বোঝায়?
উত্তর: কম্পিউটার সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম।
২। মনিটরের কাজ কি?
উত্তর: লেখা ও ছবি দেখানো।
৩। ইন্টারনেট চালু হয় কবে?
উত্তর: ১৯৬৯ সালে।
৪। www- এর পূর্ণরুপ কি?
উত্তর: World Wide Web
৫। বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: যুক্তরাষ্ট্র
৬। বাংলাদেশের প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি?
উত্তর: আইটিকম।
৭। কম্পিউটারে কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়?
উত্তর: ন্যানো সেকেন্ড।
৮। ন্যানো সেকেন্ড কি?
উত্তর: এক সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ।
৯। অক্টাল ও ডেসিমাল নম্বরের সমন্বয়ে গঠিত নম্বর হলো-
উত্তর: হেক্সা-ডেসিমাল নাম্বার।
১০। হেক্সা-ডেসিমাল গণনায় মৌলিক অংক কয়টি?
উত্তর: ১৬টি।
১১। মেমোরি কত প্রকার?
উত্তর: দুই প্রকার।
১২। কম্পিউটারের স্থায়ী মেমোরির নাম কি?
উত্তর: ROM
১৩। ROM- এর পূর্ণরুপ কী?
উত্তর: Read Only Memory
১৪। কম্পিউটারের অস্থায়ী মেমোরির নাম কি?
উত্তর: RAM
১৫। RAM- এর পূর্ণরুপ কি?
উত্তর: Random Access Memory
১৬। কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশকে?
উত্তর: সিপিইউ
১৭। কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ বা সিপিইউ কোন কোন অংশের সমন্বয়ে গঠিত?
উত্তর: অভ্যন্তরীন স্মৃতি, গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রন অংশের সমন্বয়ে।
১৮। মাইক্রোপ্রসেসর এবং সিপিইউ এর মাঝখানে অবস্থিত-
উত্তর: কম্পিউটারের প্রধান মেমোরি।
১৯। কম্পিউটার কে আবিস্কার করেন?
উত্তর: হাওয়ার্ড আইকেন।
২০। আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তরা: চার্লস ব্যাবেজ
২১। কোন ই-মেইলে ‘cc’ অর্থ কি?
উত্তর: carbon copy.
২২। কম্পিউটারের Ctrl. Alt. Shift- কী গুলো কে কী বলে?
উত্তর: modifier Key
২৩। প্রথম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ঠ কি?
উত্তর: বায়ুশূন্য ভাল্ব।
২৪। পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব কি?
উত্তর: কৃত্রিম বুদ্ধিমত্তা।
২৫। মডেম-এর মধ্যে কি থাকে?
উত্তর: একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর।
২৬। এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত কম্পিউটারের নাম কি?
উত্তর: হাইব্রিড কম্পিউটার।
২৭। কম্পিউটারের নেই-
উত্তর: বুদ্ধি-বিবেচনা
২৮। CD- এর পূর্ণরুপ কি?
উত্তর: Compact Disk
২৯। অপারেটিং সিস্টেম-কে কি বলে?
উত্তর: সিস্টেম সফটওয়্যার।
৩০। লেখালেখির প্রোগ্রাম বা সফটওয়্যার-
উত্তর: MS-Word
৩১। কম্পিউটারের সফটওয়্যার বলতে কি বোঝায়?
উত্তর: প্রোগ্রাম বা পরিকল্পনার কৌশল।
৩২। Graphics software কোনটি-
উত্তর: Abode photoshop
৩৩। হিসাব-নিকাশ করার জন্য ব্যবহৃতক সফটওয়্যার কোনটি?
উত্তর: MS Excel
৩৪। MS Excel- এর অপর নাম কি?
উত্তর: Spreadsheet software
৩৫। মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রাম কে কি বলে?
উত্তর: এসেম্বলি।
৩৬। কত বিটে এক বাইট?
উত্তর: ৮ বিট
৩৭। কত বাইটে এক কিলোবাইট?
উত্তর: ১০২৪ বাইট
৩৮। কত কিলোবাইটে এক মেগাবাইট?
উত্তর: ১০২৪ কিলোবাইট।
৩৯। কত মেগাবাইটে এক গিগাবাইট?
উত্তর: ১০২৪ মেগাবাইট
৪০। কত গিগাবাইট সমান এক টেরাবাইট?
উত্তর: ১০২৪ গিগাবাইট।
৪১। কম্পিউটার ভাইরাস কি?
উত্তর: এক ধরনের ক্ষতিকর কম্পিউটার প্রোগ্রাম।
৪২। বিশ্বব্যাপি বিপর্যয় সৃষ্টিকারি CHI ভাইরাস কত তারিখে কম্পিউটার আক্রমন করে?
উত্তর: ২৬ এপ্রিল, ১৯৯৯ সালে।
৪৩। Y-2k বাগ কি?
উত্তর: ২০০০ সালের শুরুতে সারাবিশে^ কম্পিউটার বিপর্যয়কারী প্রোগ্রাম বা ভাইরাস।
৪৪। Picture file সংরক্ষণের জন্য কোন extension ব্যবহার করা হয়?
উত্তর: .jpg
৪৫। কম্পিউটার নেটওয়র্কগুলো কি কি?
উত্তর: LAN, MAN, WAN
৪৬। LAN- এর পূর্ণরুপ কি?
উত্তর: Local Area Network
৪৭। MAN- এর পূর্ণরুপ কি?
উত্তর: Metropolitan Area Network
৪৮। WAN- এর পূর্ণরুপ কি?
উত্তর: Wide Area Network
৪৯। ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত উন্নত চিকিৎসাপদ্ধতি কে কি বলে?
উত্তরা: টেলিমেডিসিন।
৫০। কম্পিউটারের প্রধান সার্কিট বোর্ডকে কি বলে?
উত্তর: মাদার বোর্ড।
৫১। কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে?
উত্তর: মাইক্রো প্রসেসর।
৫২। কম্পিউটারে প্রথম মাইক্রোপ্রসেসর ব্যাবহার করা হয় কবে?
উত্তর: ১৯৭১ সালে।
৫৩। ডাটা সংরক্ষণ ও স্থানান্তর ডিভাইস-
উত্তর: পেন ড্রাইভ।
৫৪। মডেমের কাজ কি?
উত্তর: কম্পিউটার-কে ইন্টারনেট লাইনের সাথে যুক্ত করা।
৫৫। লেজার প্রিন্টার হচ্ছে-
উত্তর: উচ্চ ঘনত্বের মুদ্রন যন্ত্র। এর পূর্ণরুপ কি?
৫৬। Virus- এর পূর্ণরুপ কী?
উত্তর: Vital Information Resources Under Size
৫৭। সি আই এইচ (CIH) ভাইরাসের স্রষ্টা কে?
উত্তর: চেন ইং হাও।
৫৮। RAM- কোন ধরনের মেমোরি?
উত্তর: প্রাইমারি মেমোরি।
৫৯। ভোলাটাইল মেমোরি-
উত্তর: RAM
৬০। কিম্পিউটার ভাইরাস কী?
উত্তর:ক্ষতিকারক প্রোগ্রাম।
৬১। A- এর অ্যাসকি মান কত?
উত্তর: ১০০০০০১।
৬২। কত বিটে এক ১ মেগাবাইট?
উত্তর: ৮৩৮৮৬০৮
৬৩। প্যারোটি বিট ব্যবহৃত হয়?
উত্তর: ভুল নির্ণয়ের জন্য।
৬৪। কম্পিউটারের প্রধান স্মৃতি-
উত্তর: রম
৬৫। RAM- এর কাজের গতি বাড়ানোর জন্য কী ব্যবহার করা হয়?
উত্তর: RAM Cache
৬৬। বাইনারি সংখ্যা পদ্ধতিতে অংক থাকে –
উত্তর: ২টি (০,1)
৬৭। অক্টাল পদ্ধতিতে অংক সংখ্যা কতটি?
উত্তর: ৮ টি।
৬৮। ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে অংক থাকে?
উত্তর: ১০ টি।
৬৮। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে অংক থাকে-
উত্তর: ১৬ টি।
৬৯। BCD কোডের পূর্ণরুপ কী?
উত্তর: Binary Coded Decimal
৭০। BCD কোড কত বিটের?
উত্তর: ৪
৭১। ASCII কোডের পূর্ণরুপ কী?
উত্তর: American Standard Code for Information Interchange
৭২। ASCII কোড কত বিটের?
উত্তর: ৭
৭৩। কম্পিউটারের জন্য আবশ্যিক বা অপরিহার্য সফটওয়্যার কোনটি?
উত্তর: অপারেটিং সিস্টেম।
৭৪। উইনডোজ অপারেটিং সিস্টেম কোন কোম্পানির তৈরী?
উত্তর: মাইক্রোসফ্ট করপোরেশন।
৭৫। কম্পিউটারের কর্মক্ষেত্র-
উত্তর: RAM
৭৬। অপারেটিং সিস্টেমের কেন্দ্রীয় অংশকে বলে-
উত্তর: কারনেল
৭৭। Which is Presentation Software-
উত্তর: MS Power Point
৭৮। Software কত প্রকার?
উত্তর: ২ প্রকার।
৭৯। Software কম্পিউটারের-
উত্তর: প্রাণ
৮০। Intel কোন দেশের কোম্পানি?
উত্তর: যুক্তরাষ্ট্র
৮১। কত সালে ট্রানজিস্টার উদ্ভাবন করা হয়?
উত্তর: ১৯৪৮ সালে।
৮২। OCR- এর পূর্ণরুপ কী?
উত্তর: Optical Character Reader
৮৩। BIOS- পূর্ণরুপ কী?
উত্তর: Basic Input Output System
৮৪। OS কী?
উত্তর: Operating System
৮৫। প্রথম গণনা যন্ত্র-
উত্তর: অ্যাবাকাস
৮৬। IBM- এর পূর্ণরুপ কী?
উত্তর: International Business Machine
৮৭। আইবিএম পিসি নামক মাইক্রো কম্পিউটার কবে বাজারজাত করা হয়
উত্তর: ১৯৮১ সালে
৮৮। IC- এর পূর্ণরুপ কী?
উত্তর: Integrated Circuit
৮৯। মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা-
উত্তর: বিল গেটস
৯০। প্রথম কম্পিউটার প্রোগামার-
উত্তর: লেডি অ্যাডা অগাস্টা
৯১। প্রথম প্রজন্মের কম্পিউটারে ইনপুট ও আউটপুট- হিসেবে কী ব্যবহার করা হয়?
উত্তর: পাঞ্চকার্ড
৯২। মাইক্রোপ্রসেসর- এর কাজ কী?
উত্তর: তথ্য প্রক্রিয়াকরণ করা
৯৩। প্লটার কী?
উত্তর: এক ধরনের প্রিন্টার
৯৪। পি.সি (PC) অর্থ-
উত্তর: পার্সোনাল কম্পিউটার
৯৫। কোন প্রতিষ্ঠান প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে?
উত্তর: অ্যাপল
৯৬। মাইক্রোপ্রসেসর আবিস্কৃত হয়-
উত্তর: ১৯৭১ সালে
৯৭। বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের নাম কী?
উত্তর: IBM-1620 মেইনফ্রেম
৯৮। CPU- এর পূর্ণরুপ কী?
উত্তর: Control Processing Unit
৯৯। সবচেয়ে শক্তিশালী কম্পিউটার-
উত্তর: সুপার কম্পিউটার
১০০। কম্পিউটার শব্দের অর্থ কী?
উত্তর: গণনাকারী যন্ত্র