COMMONWEALTH PROFESSIONAL FELLOSHIPS – 2026:
যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ কমিশন ২০২৬ সালের জন্য প্রফেশনাল ফিলোশিপ ঘোষনা করেছে। কমনওয়েলথ প্রফেসনাল ফিলোশিপ হলো নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলির পেশাদারদের জন্য ক্যারিয়ার-মধ্যবর্তি পেশাদারিত্ব উন্নয়নের একটি প্রোগ্রাম। পেশাদারদের তাদের নির্দিষ্ট ক্ষেত্রে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির সুযোগ প্রদান এবং কর্মক্ষেত্রে অনুঘটক প্রভাব ফেলাই এর প্রধান উদ্দেশ্য।
আর্থিক সুযোগ সুবিধা:
যুক্তরাজ্যে যাওয়া এবং ফেলোর নিজ দেশে অনুমোদিত ফেরত বিমান ভাড়া।
ভিসা প্রসেসিং ফি পরিশোধ করা হবে।
লিভিং এলাউন্স হিসেবে মাসিক ২,১০৪ ব্রিটিশ পাউন্ড অথবা মেট্রোপলিটন এলাকায় থাকলে ২,৬০০ ব্রিটিশ পাউন্ড।
উষ্ণ পোশাক এবং আগমন ভাতা হিসেবে পাবেন ১,১৮৩.২০ ব্রিটিশ পাউন্ড।
সংক্ষিপ্ত কোর্স/ সন্মেলনে যোগ দেওয়ার জন্য পাবেন ২,০০০ ব্রিটিশ পাউন্ড।
এছাড়াও আরো বিভিন্ন ভাতা রয়েছে।
সুবিধাভোগী:
কমনওয়েলথ দেশগুলির মধ্যকার প্রফেশনাল নিজস্ব ক্ষেত্রে পাঁচ বছর অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিগণ আবেদন করতে পারবে।
ফেলোশিপের আওতাভুক্ত বিষয়:
- Science and Technology for development
- Strengthening health systems and capacity
- Promoting innovation and entrepreneurship
- Strengthening global peace, security and governance
- Strengthening resilience and response to crises
- Access, inclusion and opportunity
প্রফেসনাল ফিলোশিপ ২০২৬:
২০২৬ সালের প্রফেসনাল ফিলোশিপ ফ্রেবুয়ারির মাঝামাঝি থেকে মার্চ পর্যন্ত শুরু হবে এবং ছয় সপ্তাহ বা তিন মাস ধরে চলবে।
কিভাবে আবেদন করবেন:
২০২৬ সালের প্রফেশনাল ফিলোশিপের আবেদন চলমান রয়েছে। আবেদন করতে হবে ২২ আগস্ট ২০২৫, ০৪ ঘটিকার মধ্যে।
আবেদন লিংক: