কালো মেঘ
মোঃ রফিকুল হক
মনের সাধ কালো মেঘ উড়ে যায় আকাশে ,
যেন এক ঝাঁক বলকা ।
কালো কালো পাখা নেড়ে;
পত্-পত্ শব্দে;
কালো মেঘ উড়ে যায় আকাশে,
কোথা হতে এলো সে
কোথা পেল পাখা।
রুপহীন কায়া তার ছায়া বিহীন মায়া।
উড়ে এলো মুক্ত বাতাসে,
আষারে মেঘ যেন ছুটে চলে চারদিকে-
বর্ষন করাতে।
কালো মেঘ উড়ে যায় আকাশে,
শাউনে এলো মেঘ ঝম্ ঝম্ বৃষ্টিতে;
অহরহ ছুটে চলে চারিদিকে-
ভাদ্রে এলো সে রিনি ঝিনি কঙকন বাজেরে।
প্রথম প্রকাশ- কথামালা, বাংলাদেশ রেডিও বেতার রংপুর।
প্রচারের তাং-০১-০৮-১৯৯২ খ্রী:





