বাংলাদেশ বিমান বাহিনীতে (অফিসার ক্যাডেট) হিসেবে যোগ দিন।
94 BAFA Course: ৯৪ বিএএফ কোর্স:
বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১০ সপ্তাহসহ বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে ৩ বছর মেয়াদি প্রশিক্ষণ শেষে ‘ফ্লাইং অফিসার’ পদবিতে নিয়মিত কমিশন প্রদান করা হবে। কমিশন প্রাপ্তির পরবর্তী ১ বছর সহ মোট ৪ বছর মেয়াদি স্নাতক(সন্মান) ডিগ্রি প্রদান করা হবে।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর অধীনে বিএসসি (সন্মান) অ্যারোনেটিক্স/ বিবিএ ডিগ্রি অর্জন।
সুযোগ-সুবিধা:
প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের ১০,০০০.০০ এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে সরকার কর্তৃক জারিকৃত বেতন ও ভাতাদি প্রাপ্ত হবেন।
বৈজ্ঞানিক হিসেবে প্রতিষ্ঠিত হবার সুযোগ। এছাড়াও এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং এয়ার ডিফেন্স উইপন কন্ট্রোলার হিসেবে প্রতিষ্ঠিত হবার সুযোগ।
পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশে গমনের সুযোগ।
দেশে বিদেশে উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ।
বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সমূহে সামরিক/ সহকারী সামরিক উপদেষ্টা পদে নিয়োগের সুযোগ।
সুসজ্জিত বাসস্থান ও ভর্তুকি মূল্যে রেশনপ্রাপ্তির সুযোগ।
সন্তানদের অধ্যয়নগত সুযোগ/ সুবিধা প্রদান।
বিমান বাহিনীর এক ঘাটি থেকে আরেক ঘাটিতে সপরিবারে বিমান বা হেলিকপ্টার যোগে যাতায়াতের সুযোগ।
চিকিৎসা সুবিধা প্রদান।
হুঁশিয়ারি:
ভর্তির বিষয়ে কোন অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ বা আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না।
বিমান বাহিনীতে ভর্তি প্রক্রিয়ায় কোন প্রকার সুপারিশ বা অবৈধ লেনদেন দ্বারা সফলতা পাওয়ার কোন সুযোগ নেই।
যে কোনো সুপারিশ/ তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।
শিক্ষাগত যোগ্যতা:
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখা ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড-’এ’
এটিসি/ এডিডব্লিউ প্রার্থীদের উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখা ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড-’এ’
নাগরিকত্ব: বাংলাদেশি নাগরিক
বৈবাহিক অবস্থা:
অবিবাহিত/ অবিবাহিতা (বিপত্নীক/ বিধবা/ বিবাহ বিচ্ছেদকারী/ তালাকপ্রাপ্ত নয়)।
বয়স:
২৩জুন, ২০২৬ তারিখে ১৬ বছর ৬ মাস।
উচ্চতা:
পুরুষ প্রার্থী: কমপক্ষে ৬৪ ইঞ্চি
মহিলা প্রার্থী: জিডিপি কমপক্ষে ৬৪ ইঞ্চি অন্যান্য: ৬২ ইঞ্চি।
বুকের মাপ:
পুরুষ প্রার্থী কমপক্ষে ৩২ ইঞ্চি। প্রসারণ: ২ ইঞ্চি।
মহিলা প্রার্থী: কমপক্ষে ২৮ ইঞ্চি। প্রসারণ: ২ ইঞ্চি।
অনলাইনে আবেদনের সময়সীমা:
২৮ সেপ্টেম্বর ২০২৫ থেকে ৩১ অক্টোবর ২০২৫।
আবেদন লিংক: https://joinairforce.baf.mill.bd
বিস্তারিত বিজ্ঞপ্তি: