February 5, 2025 3:00 pm
25310972
25310960

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন:

Collins English Dictionary -তে নৈতিকতা সর্ম্পকে বলা হয়েছে, “ Morality is concerned with on negating to human behavior, esp. the distinction between good and bad and right and wrong behaviour.”

সর্ম্পকিত তথ্য:

সুশাসন শব্দের ইংরেজি প্রতিশব্দ- Good Governance

সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো: মৌলিক অধিকারের সংরক্ষণ।

সুশাসন ধারণাটির উদ্ভাবক- বিশ্বব্যাংক

”সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশিল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সর্ম্পক বোঝায়”- ম্যাককরনি।

সুশাসনের পূর্বশর্ত হলো- মত প্রকাশের স্বাধীনতা।

শাসন শব্দটির ইংরেজি প্রতিশব্দ- Governance

E- Governance এর পূর্ণরুপ – Electronic Governance

UNDP সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে- ৯টি। ১। অংশীদারিত্ব ২। আইনের শাসন ৩। স্বচ্ছতা ৪। সংবেদনশীলতা ৫। সংখ্যাগরিষ্ঠের মতামতের প্রাধান্য ৬। সমতা ৭। কর্যকরিতা ও দক্ষতা ৮। জবাবদিহিতা এবং ৯।  কৌশলগত লক্ষ।

‘Power Corrupts, absolute Power tends to corrupt absolutely’ উক্তিটি বলেছেন- লর্ড এ্যাক্টন।

’যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তিই আইন’- এরিস্টটল।

রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়- সংবাদ মাধ্যমকে।

সুশাসন শব্দটি প্রথম সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে- UNDP

সুশিল সমাজ হচ্ছে- রাজনীতি সচেতন মধ্যবিত্ত শ্রেণি।

সুশাসনের উপাদান/ বৈশিষ্ট: স্বচ্ছতা, দক্ষতা, বৈধতা, দায়িত্বশীলতা, আইনের শাসন, জবাবদিহিতা, অংশগ্রহণমূলক প্রক্রিয়া, নৈতিক মূল্যবোধ, প্রচার মাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা ইত্যাদি।

সুশাসনের অন্তরায়: আইনের শাসনের অভাব, বাক স্বাধীনতার অভাব, দুর্নীতি, স্বজনপ্রীতি, রাজনৈতিক অস্থিতিশীলতা, আমলাতান্ত্রিক অদক্ষতা ইত্যাদি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *