নদ-নদী:
- পৃথিবীর দীর্ঘতম নদী- নীলনদ (দৈর্ঘ: ৬৮২৫ কিলোমিটার)।
- নীলনদ প্রবাহিত হচ্ছে- ১১টি দেশের মধ্যদিয়ে। দেশগুলো হলো: মিশর, কঙ্গো, ইথিওপিয়াা, ইরিত্রিয়া, সুদান, দক্ষিণ সুদাণ, রুয়ান্ডা, তানজানিয়া, বুরুন্ডি, কেনিয়া ও উগান্ডা।
- নীলনদ কোন মহাদেশে অবস্থিত- আফ্রিকা।
- নীলনদের উৎপত্তিস্থল কোথায়- ভিক্টোরিয়া হ্রদ।
- নীলনদ পতিত হয়েছে- ভিক্টোরিয়া হ্রদে।
- নীলনদের দান বলা হয়- মিসরকে।
- মিসরের পানি চাহিদার কত শতাংশ নীলনদ থেকে মিটে- ৯৭ শতাংশ।
- বিশ্বের প্রশস্ততম নদী- আমাজন।
- যে নদী দিয়ে বেশি পানি প্রবাহিত হয়- আমাজন।
- দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী- আমাজন।
- আমাজন নদীর উৎপত্তিস্থল- আন্দিজ পর্বতমালা।
- আমাজন নদী পতিত হয়েছে- আটলান্টিক মহাসাগরে।
- এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী- ইয়াংসিকিয়াং (৬৩৮০ কিমি)।
- ইয়াংসিকিয়াং নদীর উৎপত্তিস্থল- তিব্বতের মালভূমি
- ইয়াংসিকিয়াং নদী পতীত হয়েছে- পূর্বচীন সাগরে।
- আর্ন্তজাতিক নদী বলা হয়- দানিয়ুব নদীকে (দৈর্ঘ: ২৮৪২ কিমি)।
- দানিয়ুব নদী অবস্থিত- ইউরোপ মহাদেশে।
- দানিয়ুব নদীর উৎপত্তিস্থল- ব্ল্যাক ফরেস্ট।
- দানিয়ুব পতিত হয়েছে- কৃষ্ণ সাগরে।
- মারে ডার্লিং নদী অবস্থিত- অস্ট্রোলিয়া মহাদেশে।
- অস্ট্রোলিয়ার দীর্ঘতম নদী- মারে ডার্লিং।
- মারে ডার্লিং নদীর উৎপত্তিস্থল- মাউন্ট কোসিয়াস্কো পর্বত।
- মারে ডার্লিং পতিত হয়েছে- ভারত মহাসাগরে।
- উত্তর আমেরিকার দীর্ঘতম নদী- ম্যাকেন্জি।
- ম্যাকেন্জি নদীর উৎপত্তিস্থল- কানাডার গ্রেট শ্লেভ হ্রদ।
- ম্যাকেন্জি পতিত হয়েছে- আর্কটিক মহাসাগরে।
- হোয়াংহো নদী অবস্থিত- চীনে।
- হোয়াংহো নদীর উৎপত্তিস্থল- কুয়েনলুন পর্বত।
- হোয়াাংহো নদী পতিত হয়েছে- পীত সাগরে।
- পৃথিবীর ক্ষুদ্রতম নদী- ডি রিভার (যুক্তরাষ্ট্র)।
- লন্ডনের টেমস নদীর দৈর্ঘ- ৫৪৪ কিমি।
- কঙ্গো নদী অবস্থিত- আফ্রিকা মহাদেশে।
- কঙ্গো নদীর উৎপত্তি স্থল: মালাওয়ে ও তান্জানিয়া
- কঙ্গো পতিত হয়েছে- আটলান্টিক মহাসাগরে।
- ভলগা নদী অবস্থিত- রাশিয়া
- ভলগা নদীর উৎপত্তিস্থল- ভলদাই পাহাড়।
- ভলগা নদী পতিত হয়েছে- কাস্পিয়ান সাগর
- ইরাবতী নদী অবস্থিত- মিয়ানমারে।
- ইরাবতী নদীর উৎপত্তিস্থল- তিব্বতের মালভূমি।
- ইরাবতী পতিত হয়েছে- মার্তাবান উপসাগরে।
- নিউইয়র্ক শহর অবস্থিত- হাডসন নদীর তীরে।
- ভারতের জাতীয় নদী- গঙ্গা।
- গঙ্গা নদীর উৎপত্তিস্থল- হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহে।
- গঙ্গা নদী পতিত হয়েছে- বঙ্গোপসাগরে।
- সিন্ধু নদ অবস্থিত- এশিয়া মহাদেশে।
- সিন্ধু নদের উৎপত্তিস্থল- তিব্বতের মালভূমি।
- সিন্ধু নদ পতিত হয়েছে- আরব সাগরে।
- টাইগ্রিস নদী প্রবাহিত হয়েছে- ইরাকের মধ্যদিয়ে।
- টাইগ্রিসের উৎপত্তিস্থল- আর্মেনিয়া উচ্চভূমি।
- টাইগ্রিস পতিত হয়েছে- পারস্য উপসাগরে।
- মিসিসিপি-মিসৌরি নদী অবস্থিত- উত্তর আমেরিকা মহাদেশে।
- মিসিসিপি মিসৌরি নদীর উৎপত্তিস্থল- কানাডার মিনেসোটার হ্রদ।
- মিসিসিপি- মিসৌরি নদী পতিত হয়েছে- মেক্সিকো উপসাগরে।
- টাইগ্রিস নদীর পূর্বনাম ছিল-দজলা।
- ইউফ্রেটিস নদীর পূর্বনাম ছিল- ফোরাত।
- নদীবিহীন দেশ- সৌদি- আরব, বাহরাইন, নাউরু, মালদ্বীপ।
মরুভূমি:
- পৃথিবীর বৃহত্তম মরুভূমি- সাহারা মরুভূমি।
- সাহারা মরুভূমিকে বলা হয়- আফ্রিকার দু:খ।
- সাহারা মরুভূমি অবস্থিত- আফ্রিকা মহাদেশে (শাদ, আলজারিয়া, মিশর, সুদান, মরক্কো, তিউনিশিয়া, মৌরিতানিয়া, লিবিয়া, নাইজার, মালি)
- সাহারা মরুভূমির আয়তন- ৩৩,২০,০০০ বর্গমাইল।
- কালাহারি মরুভূমি অবস্থিত- বতসোয়ানা, দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া।
- কালাহারি মরুভূমির আয়তন- ৩,৬০,০০০ বর্গমাইল।
- থর মরুভূমি অবস্থিত- ভারত ও পাকিস্তানে।
- থর মরুভূমির আয়তন- ৭৭,০০০ বর্গমাইল।
- আরব মরুভূমি অবস্থিত- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ইরাক, জর্ডান, ওমান, ইয়েমেন।
- আরব মরুভূমির আয়তন- ৯,০০,০০০ বর্গমাইল।
- লাদাখ কোন প্রকৃতির মরুভূমি- শীতল।
- লাদাখ মরুভূমি অবস্থিত- জম্মু ও কাশ্মিরে।
- গোবি মরুভূমি অবস্থিত- মঙ্গোলিয়ায়।
- গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি অবস্থিত- অস্ট্রোলিয়া।
- গ্রেট ভিক্টোরিয়া মরুভূমির আয়তন- ২,৫০,০০০ বর্গমাইল।
- সিরিয়ান মরুভূমির আয়তন- ২,০০,০০০ বর্গমাইল।