যান্ত্রিক দক্ষতা:
01. স্ক্র ও ঘড়ির কাঁটার ঘূর্ণন গতির দিক- [ ৪১ তম বিসিএস লিখিত]
(ক) একই দিকে (খ) উল্টো দিকে
(গ) উলম্ব রেখায় (ঘ) সামান্তরালে
উত্তরঃ একই দিকে
02. একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্র- ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্রু- কে কাঠবোর্ডের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে ? [ ৩৭তম বিসিএস লিখিত]
(ক) মোটা হাতলের ড্রাইভারকে বেশী বার ঘুরাতে হবে
(খ) চিকন হাতলের ড্রাইভারকে বেশী বার ঘুরাতে হবে
(গ) দুটিকে একই সংখ্যক বার ঘুরাতে হবে
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ দুটিকে একই সংখ্যক বার ঘুরাতে হবে
03. কোন নৌকাকে বেশি গতিতে চালাতে হবে, বৈঠা ব্যবহার করতে হবে – [ ৩৭তম বিসিএস লিখিত]
(ক) পিছনে (খ) সামনে
(গ) ডান পার্শ্বে (ঘ) বাম পার্শ্বে
উত্তরঃ পিছনে
04. রাস্তা সমান করার রোলার সরাবার জন্য সহজ হবে, যদি রোলারকে – [ ৪০ তম বিসিএস লিখিত]
(ক) ঠেলে নিয়ে যাওয়া হয় (খ) টেনে নিয়ে যাওয়া হয়
(গ) সমান সহজ হয় (ঘ) তুলে নিয়ে যাওয়া হয়
উত্তরঃ টেনে নিয়ে যাওয়া হয়
05. রাস্তা ভাঙ্গার কাজে ব্যবহৃত হাইড্রলিক যন্ত্রে ব্যবহার করা হয় – [ ৪০ তম বিসিএস লিখিত]
(ক) বাতাস (খ) পানি
(গ) তৈল (ঘ) বিদ্যুৎ
উত্তরঃ পানি
06. একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার বেশি কষ্ট হবে ? [ ৩৭তম বিসিএস লিখিত]
(ক) টেনে নেয়া ব্যক্তির (খ) ঠেলে নেয়া ব্যক্তির
(গ) কোনটিই নয় (ঘ) দু’জনের সমান কষ্ট হবে
উত্তরঃ ঠেলে নেয়া ব্যক্তির
07. পিস্টনের আয়তন যতো বড়ো ইঞ্জিনের শক্তি ততো বাড়ে । [ ৪০ তম বিসিএস লিখিত]
(ক) সত্য (খ) মিথ্যা
(গ) আংশিক সত্য (ঘ) সম্পর্কহীন
উত্তরঃ সত্য
08. If a car’s speed doubles , what would be the increase or decrease its momentum ?/ / যদি একটি গাড়ির গতি দ্বিগুন হয়, তবে গাড়িটির গতিশক্তি কি পরিমাণ বাড়বে, বা কমবে ?
(a) Double decrease (b) Double increase
(c) Fourfold increase (d) Triple increase
ans: Fourfold increase
09. পিস্টন ব্যবহার করা হয় কোন ইঞ্জিনে ? [ ৪০ তম বিসিএস লিখিত]
(ক) জেট ইঞ্জিন (খ) বন্দুকে
(গ) ডিজেল ইঞ্জিনে (ঘ বৈদ্যুতিক ইঞ্জিনে
উত্তরঃ ডিজেল ইঞ্জিনে
10. হাইব্রীড গাড়ি অতিরিক্ত শক্তি পায়-[ ৪০ তম বিসিএস লিখিত]
(ক) যান্ত্রিক ভাবে (খ) বৈদ্যুতিকভাবে
(গ) গ্যাসের মাধ্যমে (ঘ) অন্যভাবে
উত্তরঃ বৈদ্যুতিক ভাবে
11. আন্তঃ মহাদেশীয় গাইডেড মিসাইল ব্যবহার করে -[ ৪০ তম বিসিএস লিখিত]
(ক) মহাকর্ষীয় রশ্মি (খ) লেজার রশ্মি
(গ) আণবিক শক্তি (ঘ) আইসোটোপ
উত্তরঃ লেজার রশ্মি
12. প্রপেলর ইঞ্জিনে প্লেন চালাতে প্রয়োজন হয় – [ ৪০ তম বিসিএস লিখিত]
(ক) গ্যাসোলিন (খ) বেশি আদ্রতা
(গ) মাধ্যাকর্ষণ বল (ঘ) বাতাস
উত্তরঃ বাতাস
সিদ্ধান্ত গ্রহণ:
01. মনে করুন আপনি লটারিতে ১০ লক্ষ টাকা জিতলেন । আপনি কি করবেন ? [ ২৭ তম বিসিএস লিখিত]
(ক) একটি গাড়ী কিনবেন
(খ) আপনার মনিবকে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলে কাজে ইস্তফা দিবেন
(গ) ভাগ্য পরীক্ষার জন্য রেস খেলা শুরু করবেন
(ঘ) সঞ্চয়পত্রে টাকা লাগাবেন
উত্তরঃ সঞ্চয় পত্রে টাকা লাগাবেন
02. কোনো বিয়ের অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি বিশ্রীভাবে ছিঁড়ে নষ্ট হয়ে গেল। এ অবস্থায় কি করবেন [ ৩৫ তম বিসিএস লিখিত]
(ক) ছেঁড়া অংশটুকু ধরে রাখার চেষ্টা করবেন
(খ) আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নিবেন
(গ) পোশাকের ছেঁড়া অংশটুকু যেভাবে আছে সে ভাবে রাখবেন
(ঘ) বিয়ে বাড়ি ছেড়ে চলে যাবেন
উত্তরঃ আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নিবেন ।
03. When you see a blind man trying to cross the road , you / যখন একচি অন্ধ মানুষ রাস্তা পার হওয়ার চেষ্ঠা করছে দেখে, আপনে কী করবেন । [Bangladesh Bank Cash Officer: 16]
(a) go and help him
(b) ignore and move on
(c) wait till he crosses the road
(d) ask someone to help him
ans: go and help him
04. ইদানীং আপনার মনে হচ্ছে সংসারে আপনার গুরুত্ব হ্রাস পাচ্ছে। আপনি এমন অবস্থায়-[ ৩৫ তম বিসিএস লিখিত]
(ক) খুবই হতাশাবোধ করবেন
(খ) বন্ধুদের সাথে বিষয়টি আলাপ করবেন
(গ) ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে মন খারাপ করবেন
(ঘ) সংসারের প্রতি গভীর মনোযোগ করবেন
উত্তরঃ সংসারের প্রতি গভীর মনোযোগ করবেন।
05. দর্শক পরিপূর্ণ হলরুমে নাটক অভিনীত হচ্ছে। তুমি একটি বিশেষ চরিত্রে অভিনয় করছো। হঠাৎ সংলাপ ভুলে গেলে। কিছুতেই মনে পড়ছে না। এই মূহূর্তে তুমি কি করবে ? [ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় (ইউনিট সি- ৫) নাটক ও নাট্যতত্ত্ব: ১৫-১৬]
(ক) সংলাপ না বলে মঞ্চ থেকে বেরিয়ে পরবে
(খ) দর্শকের কাছে ক্ষমা চাইবে
(গ) দর্শকদের বুঝতে না দিয়ে নাট্যপরিস্থিতির সাথে সঙ্গতিপূর্ণ সংলাপ বানিয়ে বলবে
(ঘ) চুপচাপ দাড়িয়ে থাকবে
উত্তরঃ দর্শকদের বুঝতে না দিয়ে নাট্যপরিস্থিতির সাথে সঙ্গতিপূর্ণ সংলাপ বানিয়ে বলবে
06. What would be the most useful thing to do, first of all, if you see your neighbours house on fire? [ ২৬ তম বিসিএস লিখিত]
(a) Run away for personal safety
(b) Shout, help help
(c) Telephone for the fire brigade and meanwhile help the inmates out
(d) Don’t involve yourself unnecessarily, for the fire is not likely to spread to your house
ans: Telephone for the fire brigade and meanwhile help the inmates out
৬. Suppose you are a good footballer but you were not selected as the captain of your team what will you do? [২৭ তম বিসিএস লিখিত]
(a) Start a campaign against the boy so selected
(b) Approach the game secretary to persuade him to reconsider your case
(c) decide to take part cooperate with the captain
(d) Refuse to play
ans: decide to take part cooperate with the captain