সরকারী আবাসন পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিঃ ২০২৫
সরকারী আবাসন পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন্যাস্ত সরকারী আবাসন পরিদপ্তরে রাজস্ব খাতভুক্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত শর্তশাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা হয়েছে।
পদের নাম, পদসংখ্যা, গ্রেড বিস্তারিতঃ
০১। পদের নামঃ সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
গ্রেড- ১৪
পদসংখ্যাঃ ০৩টি
০২। পদের নামঃ অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
গ্রেড- ১৬
পদসংখ্যাঃ ২৭টি
০৩। পদের নামঃ সহকারী হিসাব রক্ষক
গ্রেড- ১৬
পদসংখ্যাঃ ০২টি
০৪। পদের নামঃ সহকারী কেয়ার টেকার
গ্রেড- ১৬
পদসংখ্যাঃ ০১টি
০৫। পদের নামঃ সহকারী উপ-পরিদর্শক
গ্রেড- ১৬
পদসংখ্যাঃ ০২টি
০৬। পদের নামঃ বাবুর্চি
গ্রেড- ১৯
পদসংখ্যাঃ ০২টি
০৭। পদের নামঃ অফিস সহায়ক
গ্রেড- ২০
পদসংখ্যাঃ ০৯টি
০৮। পদের নামঃ নিরাপত্তা প্রহরী
গ্রেড- ২০
পদসংখ্যাঃ ১৫টি
০৯। পদের নামঃ মালী
গ্রেড- ২০ পদসংখ্যাঃ ০১টি
১০। পদের নামঃ পরীচ্ছন্নতাকর্মী
গ্রেড- ২০
পদসংখ্যাঃ ১৮টি
১১। পদের নামঃ কামরা বাহক
গ্রেড- ২০
পদসংখ্যাঃ ০১টি
অন্যান্য শর্তাবলিঃ
০১। ৩০-১১-২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ১৮ হতে ৩২ বছর হতে হবে।
০২। সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে।
০৩। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের http/doga.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন পত্র পূরণ করতে পারবেন।
০৪। অনলাইনে আবেদন পত্র পূরণ শুরুঃ ০৩-১২-২০২৫ ইং
০৫। অনলাইনে আবেদন পত্র পূরণ শেষঃ ৩১-১২-২০২৫ইং
বিস্তারিত বিজ্ঞপ্তিঃ







