November 18, 2024 3:03 pm

01. আপনার কাকার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার….[৩২ তম লিখিত]

ক. ভাগ্নে খ. ভাতিজা

গ. ভাই ঘ. মামা
উত্তর: ভাই

02. রুনা আছিয়ার মেয়ে। রুনার দাদীর মেয়ের মেয়ের একজনই মামা আছে। আছিয়ার সাথে ঐ মামার সর্ম্পক কী? [চট্টগ্রাম বিশ^বিদ্যালয় (ডি ইউনিট: ১৯-২০)]

ক. স্বামী খ. ফুফা
গ. কাকা ঘ. পিতা
উত্তর: স্বামী।

03. জামাল, জাহাঙ্গীর ও সুমনের একমাত্র খালাতো ভাই মানিক, জামালের কাছে জানতে চাইলো তার নানার মেয়ের একমাত্র ছেলের নাম কী? [জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয় (সি ইউনিট: ১৮-১৯)]
ক. মানিক খ. জামাল
গ. জাহাঙ্গীর ঘ. সুমন
উত্তর: মানিক।

04. মিলির সামনে অতি চমৎকার চেহারায় একটি মেয়ের ফটোগ্রাফ রয়েছে। সে বলছে, ”আমার বাবার একমাত্র সন্তান আমি। আর ফটোগ্রাফের মেয়েটির মা আমার বাবার মেয়ে।” তাহলে ফটোগ্রাফটি কার? [জগন্নাথ বিশ^বিদ্যালয় (মানবিক বিভাগ. সেট: রাজহংস): ১৯-২০]
ক. মিলির মেয়ে খ. মিলির বোন
গ. মিলির মা ঘ. মিলির খালা
উত্তর: মিলির মেয়ে।

05. একজন মহিলা একজন পুরুষকে ইঙ্গিত করে বললেন, ঐ পুরুষের পিতা হলেন আমার শ^শুর। পুরুষটির সাথে মহিলার সর্ম্পক কি? [৩৫তম লিখিত]
ক. পিতা খ. পুত্র
গ. জামাই ঘ. স্বামী
উত্তর: স্বামী।

06. একটি ছবি দেখিয়ে হারুন নামের একটি ছেলে বললো, সে আমার মায়ের একমাত্র ছেলের ছেলে। সর্ম্পকে হারুন ঐ ছেলেটির কি হয়? [৪১ তম লিখিত]
ক. দাদা খ. বাবা
গ. চাচা ঘ. ভাই
উত্তর: বাবা।
ব্যাখ্যা: হারুনের মায়ের একমাত্র ছেলে অর্থাৎ হারুন নিজে
07. একজন মহিলা একজন পুরুষকে তার মায়ের ভাইয়ের পুত্র পরিচয় করালো। লোকটি মহিলাটির সাথে কীভাবে সর্ম্পকিত? [চট্টগ্রাম বিশ^বিদ্যালয় (ইউনিট ডি): ১৭-১৮]
ক. চাচাতো ভাই খ. নাতী
গ. মামাতো ভাই ঘ. পুত্র
উত্তর: মামাতো ভাই।

08. ক, খ এর বোন। গ, খ এর মা। ঘ, গ এর বাবা। ঙ, ঘ এর মা। ক, ঘ এর….।
ক. দাদা খ. দাদি গ. নাতনী
ঘ. নাতি ঙ. কোনটিই নয়
উত্তর: নাতনী

09. ক ও খ, গ এর সন্তান। গ, ক এর পিতা কিন্তু খ, গ এর ছেলে নয়। খ, গ এর কি হয়? [সুপ্রীম কোর্টের প্রটোকল অফিসার :২৩]
ক. মেয়ে খ. বোন
গ. চাচা ঘ. নাতি
10. একজন মহিলা একজন পুরুষের দিকে ইঙ্গিত করে বললেন, ” তিনি আমার বাবার একমাত্র কন্যার স্বামী”। মহিলাটি পুরুষটির কী হন? [চট্টগ্রাম বিশ^বিদ্যালয় সমাজ বিজ্ঞান অনুষদ (ডি ইউনিট: ২০-২১)]
ক. স্ত্রী খ. বোন
গ. মা ঘ. খালা
উত্তর: স্ত্রী।

11. মৌসুমি তোমার বাবার মায়ের নাতির মেয়ে। সুতরাং মৌসুমি তোমার…। [চট্টগ্রাম বিশ^বিদ্যালয় সমাজ বিজ্ঞান অনুষদ (ডি ইউনিট: ১৬-১৭)]

ক. খ.
গ. ঘ.
উত্তর:

12. রিপন: বাবা, আজ তোমাকে বলতে হবে রিহা কে? কেন তুমি তোমার সম্পত্তির এক তৃতীয়াংশ রিহার নামে লিখে দিয়েছ?
বাবা: (কিছুক্ষণ নিশ্চুপ। তারপর কেশে গলা পরিষ্কার করে ধীরে ধীরে বলতে শুরু করেন।) সঙ্গত কারণে রিহার পরিচয় এতদিন তোমার কাছে গোপন রাখা হয়েছিল। আজ থেকে কুড়ি বছর আগে আমার পিতা গফুর শেঠের মেজো কন্যা হালিমা খাতুনের স্বামী সোলায়মান মিয়ার একমাত্র শ্যালক গোপনে দ্বিতীয় বিবাহ করেন। সেই দ্বিতীয় স্ত্রীর কন্যার নাম রিহা।- রিহা রিপনের কে হয়?
ক. ফুফাতো বোন খ. খালা
গ. সৎ ফুফু ঘ. সৎ বোন

উত্তর: সৎ বোন।

13. একটি ছবি দেখিয়ে তিন্নী বললো, ’সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে’ ছবির ছেলেটির সাথে তিন্নীর সর্ম্পক কি? [৪৩তম প্রিলিমিনারী]
ক. ভাই খ. চাচা
গ. ছেলে ঘ. কোন সর্ম্পক নেই।
উত্তর: ভাই।

14. জামান হলো সুমন ও রিংকির পিতা। সুমন জামানের ছেলে কিন্তু রিংকি জামালের ছেলে নয়। রিংকি ও জামানের সর্ম্পক কি? [জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয় (বি ইউনিট: ১৬-১৭)]

ক. জামাই খ. মা
গ. কন্যা ঘ. ভাগ্নি
উত্তর: কন্যা।
15. ঘ- এর মাতা গ। ঘ- গ- এর কন্যা নয় । অতএব, ঘ ও গ- এর মধ্যকার সর্ম্পক কি? [৩৫তম লিখিত]
ক. ঘ, গ- এর ছেলে খ. ঘ ও গ ভাই
গ. ঘ, গ- এর দাদা ঘ. কোন সর্ম্পক নেই।
উত্তর: ঘ, গ- এর ছেলে।
16. ক খ এর পুত্র। খ ও গ পরস্পর ভাই। ঘ হচ্ছে গ এর মা। চ ঘ এর কন্যা। সর্ম্পকে চ ক এর কী হয়? [৩৬তম লিখিত]
ক. খালা খ. দাদী
গ. নানী ঘ. ফুফু
উত্তর: ফুফু।

17. রওশনের বাবা হাফিজ। রওশনের দাদুর মেয়ের ছেলের একজনই মামা আছেন। রওশনের সাথে ঐ মামার সর্ম্পক কী? [চট্টগ্রাম বিশ^বিদ্যালয় (ডি ইউনিট: ১৯-২০)]
ক. বাবা খ. ভাই
গ. কাকা ঘ. কোন সর্ম্পক নেই
উত্তর: বাবা।

18. একজন পুরুষ একজন মহিলার দিকে ইঙ্গিত করে বললেন, ”তার বাবা আমার একমাত্র পুত্র।” পুরুষটি মহিলার কি হয়? [চট্টগ্রাম বিশ^বিদ্যালয় সমাজ বিজ্ঞান অনুষদ (ডি ইউনিট: ২০-২১)]
ক. ভাই খ. পুত্র
গ. দাদা ঘ. বাবা
উত্তর: দাদা।

19. ক, খ ও গ একই বিছানায় শায়িত। খ ও গ পরস্পর ভাই। ক, গ এর মায়ের ভগ্নিপতি এবং খ এর পিতা। খ, গ এর কোন সর্ম্পকীয় ভাই? [জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয় (সি ইউনিট: ১৭-১৮)]
ক. মামাতো খ. চাচাতো
গ. খালতো ঘ. ফুফাতো
উত্তর: খালাতো।

20. ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ এর মা এবং চ, ঘ এর পুত্র। চ এর সঙ্গে ক এর সর্ম্পক কি? [৩৪তম বিসিএস (মনস্তাত্ত্বিক)]
ক. ক এর মামা চ খ. ক এর খালু চ
গ. চ এর নানা ক ঘ. ক এর চাচা চ
উত্তর: ক এর মামা চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *