November 21, 2024 6:37 am

ব্যকরণ:
০১. ’খাতক’ শব্দের বিপরীত শব্দ কী?
উত্তর: মহাজন।
০২. ’নিমরাজি’ এখানে ’নিম’ কোন উপসর্গ।
০৩. বাংলা ভাষায় মৌলিক স্বরধনি কয়টি?
উত্তর: ৭টি।
০৪. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি?
উত্তর: ১০ টি।
০৫. বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?
উত্তর: চার্লস উইলকিন্স।
০৬. ’খাসমহল’ শব্দে ’খাস’ উপসর্গটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর: আরবি।
০৭. ’পেরেশান’ কোন ভাষার শব্দ?
উত্তর: ফারসি শব্দ।
০৮. ’আদালত’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর: আরবি।
০৯. যে নারী প্রিয় কথা বলে-
উত্তর: প্রিয়ংবদা।
১০. ’হজযাত্রা’ কোন সমাসের উদাহরণ?
উত্তর: ৪র্থী তৎপুরুষ সমাস।
১১. ’অহরহ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তর: অহ: + অহ।
১২. ’আমার জ¦র জ¦র লাগছে।’ এটি কোন ধরণের বাক্য?
উত্তর: সরল বাক্য।
১৩. চবৎংড়হহবষ- এর পারিভাষিক অর্থ কি?
উত্তর: কর্মীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *