জনপদের নাম: | সীমানা: |
পূণ্ড্র | বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলার কিছু অংশ। |
বঙ্গ | ঢাকা, বৃহত্তর ময়মনসিংহ, বরিশাল, যশোর, কুষ্টিয়া, নদীয়া ও পটুয়াখালি। |
গৌড় | রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পশ্চিম দিনাজপুর ও মালদহ। |
বরেন্দ্র | বগুড়া, পাবনা ও রাজশাহীর কিছু অংশ। |
রাঢ় | ভাগীরথী নদীর পশ্চিমাঞ্চল, কলকাতার দক্ষিণাঞ্চল এবং বাকুড়া জেলা। |
সমতট | কুমিল্লা ও নোয়াখালি |
হরিকেল | সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও ত্রিপুরা। |
বিক্রমপুর | মুন্সিগঞ্জ ও এর পাশ্ববর্তী অঞ্চল। |
চন্দ্রদ্বীপ | খুলনা, বরিশাল, বাগেরহাট, পটুয়াখালী, পিরোজপুর, গোপালগঞ্জ। |
আরাকান | কক্সবাজার, বার্মার কিয়দংশ, কর্ণফুলী নদীর দক্ষিণাঞ্চল। |
কামরুপ | আসামের কামরুপ জেলা, জলপাইগুড়ি ও রংপুর। |
বাঙলা | খুলনা, বরিশাল ও পটুয়াখালী। |
সপ্তগাঁও | খুলনা এবং সমুদ্র তীরবর্তী অঞ্চল |
আরো তথ্য:
- এ পর্যন্ত আবিস্কৃত জনপদের সংখ্যা- ১৬ টি।
- সর্বাপেক্ষা প্রাচীন জনপদ- পুণ্ড্র।
- পুণ্ড্র রাজ্যের রাজধানী ছিল- পুণ্ড্রবর্ধণ/ পুণ্ড্রনগর।
- পুণ্ড্রবর্ধন শব্দটি এসেছে- পৌন্দ্রিক থেকে যার অর্থ আখ/ চিনি।
- আবুল ফজলের আইন-ই আকবরী গ্রন্থে উল্লেখ আছে- বঙ্গ নামের।
- বঙ্গ জনপদের ভাষা ছিল- অস্ট্রিক।
- সমতটের রাজধানী ছিল- কুমিল্লা জেলার বড় কামতা।
- হরিকেলের বর্ণনা পাওয়া যায়- চীনা পর্যটক ইসিং এর বর্ণনা থেকে।
- চন্দ্রদ্বীপ অঞ্চল ছিল- বালেশ্বর ও মেঘনা নদীর মধ্যবর্তী স্থানে।
- তাম্রলিপ্ত জনপদের অবস্থান- হরিকেলের দক্ষিণে।