বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বিসিএস প্রশাসন একাডেমির রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তির শুধুমাত্র ‘কম্পিউটার অপারেটর’ পদের বেতন গ্রেড ১১ তম এর পরিবর্তে ১৩তম গ্রেড হিসেবে নিম্নরূপ সঃশোধন করা হলো। উল্লেখ্য, অনলাইন ব্যতীত অন্য কোন উপায়ে আবেদন গ্রহণ করা হবে না।
পদের নাম, গ্রেড, পদের সংখ্যা
১। পদের নামঃ কম্পিউটার অপারেটর( গ্রেড-১৩)
বেতন স্কেলঃ ১১,০০০-২৬,৫৯০/-
পদের সংখ্যাঃ ০১(এক)
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রাথীগণ http://bcsaa.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
I. Online-এ আবেদনজত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৭/১২/২০২৫ খ্রি. তারখি সকাল ১০.০০ ঘটিকা
II. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৬/০১/২০২৬ খ্রি. বিকাল ০৫.০০ ঘটিকা
উক্ত সময়ের মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online- এ আবদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘটিকার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
বিস্তারিত বিজ্ঞপ্তি:






