বাংলাদেশ পুলিশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
ইন্ডাস্ট্রিয়ল পুলিশ হেডকোয়ার্টার্সের নিম্নবর্ণিত শূন্য পদসমূহে বিধি মোতাবেক সরাসরি নিয়োগের জন্য পদের পাশ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলইনে (http://iphq.teletalk.com.bd ওয়েবসাইটে) পূরণৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।
পদের নাম, গ্রেড, পদের সংখ্যা
১। পদের নামঃ অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ( গ্রেড-১৬)
বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/-
পদের সংখ্যাঃ ০৪(চার)
২। পদের নামঃ ক্যাশিয়ার ( গ্রেড-১৬)
বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/-
পদের সংখ্যাঃ ০১(এক)
(ক) ০১-১২-২০২৫ খ্রি. তারিখে প্রার্থীর বয়স ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
(খ) অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী, শর্তাবলী, করণীয় সংক্রান্তে এবং পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://iphq.teletalk.com.bd এই ওয়েবনাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়:
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যাক্তি http://iphq.teletalk.com.bd এই ওয়েবসাইট আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরুপ:
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১০/১২/২০২৫ খ্রি. সকাল ১০:০০ ঘটিকা।
(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ৩০/১২/২০২৫ খ্রি. বিকাল ০৫:০০ ঘটিকা। উক্ত সময়সীমা মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
বিস্তারিত বিজ্ঞপ্তি:






