বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ঃ
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএসিসি) অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোভূক্ত রাজস্ব খাতের নিম্নেবর্ণিত স্থায়ী শূন্য পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি উদ্দেশ্যে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নোক্ত শর্তে https://bncc.teletalk.com.bd ওয়েবনাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে (Online) দরখাস্ত আহবান করা হচ্ছে:
পদের নাম, গ্রেড, পদের সংখ্যা
১। পদের নামঃ সুপারিনটেনডেন্ট (গ্রেডঃ ১২)
বেতন স্কেলঃ ১১,৩০০-২৭,৩০০/-
পদের সংখ্যাঃ ০১
২। পদের নামঃ ড্রাফটসম্যান (গ্রেডঃ ১৪)
বেতন স্কেলঃ ১০,২০০-২৪,৬৮০/-
পদের সংখ্যাঃ ০১
৩। পদের নামঃ অফিস সহকারী (গ্রেডঃ ১৬)
বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/-
পদের সংখ্যাঃ ১৩
৪। পদের নামঃ অফিস সহায়ক (গ্রেডঃ ২০)
বেতন স্কেলঃ ৮,২৫০-২০০১০/-
পদের সংখ্যাঃ ০৯
৫। পদের নামঃ মালী (গ্রেডঃ ২০)
বেতন স্কেলঃ ৮,২৫০-২০০১০/-
পদের সংখ্যাঃ ০২
৬। পদের নামঃ নিরাপত্তা প্রহরী (গ্রেডঃ ২০)
বেতন স্কেলঃ ৮,২৫০-২০০১০/-
পদের সংখ্যাঃ ০৮
৭। পদের নামঃ পরিচ্ছন্নতাকর্মী (গ্রেডঃ ২০)
বেতন স্কেলঃ ৮,২৫০-২০০১০/-
পদের সংখ্যাঃ ০৩
- সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই ০১/১১/২০২৫ খ্রি. তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
- সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রর্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে মর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।
- চাকুরির আবদন ফরমে (Applicants Copy) সর্বশেষ শিক্ষাগত যোদ্রতাসহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকুরির জন্য নির্বাচিত হলে চাকুরির আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকুরির আবদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপদ্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।
- আবেদনপত্রের তথ্য
- পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://bncc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
- i) Online- এ আবদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০১/১২/২০২৫ খ্রি. সকাল ১০:০০ টা।
- ii)Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২১/১২/২০২৫ খ্রি: বিকাল ০৫:০০ টা। উক্ত সময়সীমার মধ্যে USER ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে Teletalk Pre-paid mobile নম্বর থেকে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
বিস্তারিত বিজ্ঞপ্তি:






