১। বাংলাদেশের ভৌগলিক অবস্থান কোথায়?
উত্তর: দক্ষিণ এশিয়ায়। ২০০৩৪‘ থেকে ২৬০৩৮‘ উত্তর অক্ষরেখা এবং৮৮০০১‘ থেকে ৯২০৪১‘ পূর্ব দ্রাঘিমারেখার মধ্যবর্তী স্থানে। গ্রিনিচ মান সময় থেকে বাংলাদেশের সময় ৬ ঘণ্টা আগে।
২। কোন বিখ্যাত রেখাটি বাংলাদেশের মধ্যবর্তী স্থানদিয়ে অতিক্রম করেছে?
উত্তর: কর্কটক্রান্তি রেখা।
৩। পূর্ব -পশ্চিমে বাংলাদেশের সর্বোচ্চ বিস্তৃতি কত?
উত্তর: ৪৪০ কিলোমিটার।
৪। বাংলাদেশের উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্ব প্রান্ত পর্যন্ত সর্বোচ্চ বিস্তৃতি কত কিলোমিটা?
উত্তর: ৭৬০ কিলোমিটার।
৫। ঢাকার প্রতিপাদ স্থান কোথায়?
উত্তর: চিলির নিকট প্রশান্ত মহাসাগরে।
৬। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা-
উত্তর: পঞ্চগড়।
৭। বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা-
উত্তর: তেতুলিয়া।
৮। বাংলাদেশের সর্ব উত্তরের স্থান-
উত্তর: জায়গীরজোত/ বাংলাবান্ধা।
৯। বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা-
উত্তর: কক্সবাজার।
১০। বাংলাদেশের সর্ব দক্ষিণের উপজেলা-
উত্তর: টেকনাফ।
১১। বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান-
উত্তর: ছেঁড়াদ্বীপ/ সেন্টমার্টিন দ্বীপ।
১২। সেন্টমার্টিনের স্থানীয় নাম কী?
উত্তর: নারিকেল জিঞ্জিরা।
১৩। বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়ন-
উত্তর: সেন্টমার্টিন।
১৪। বাংলাদেশের সর্ব-পূর্বের গ্রাম/ স্থান-
উত্তর: আখাইনঠং।
১৫। বাংলাদেশর সর্ব পূর্বের উপজেলা-
উত্তর: থানচি
১৬। বাংলাদেশের সর্ব পূর্বের জেলা-
উত্তর: বান্দরবান।
১৭। বাংলাদেশের সর্ব পশ্চিমের গ্রাম-
উত্তর: মনাকষা
১৮। বাংলাদেশের সর্ব পশ্চিমের উপজেলা-
উত্তর: শিবগঞ্জ
১৯। বাংলাদেশের সর্ব পশ্চিমের জেলা-
উত্তর: চাঁপাইনবাবগঞ্জ।
২০। সর্ব পশ্চিমের বিভাগ-
উত্তর: রাজশাহী
২১। সর্ব পূর্বের বিভাগ-
উত্তর: চট্টগ্রাম
২২। সর্ব উত্তরের বিভাগ-
উত্তর: রংপুর
২৩। সর্ব দক্ষিণের বিভাগ-
উত্তর: চট্টগ্রাম
২৪। বাংলাদেশের সর্ব উত্তর-পূর্বের উপজেলা-
উত্তর: জকিগঞ্জ।
২৫। সর্ব উত্তর-পূর্বের জেলা-
উত্তর: সিলেট
২৬। সর্ব উত্তর-পূর্বের বিভাগ-
উত্তর: সিলেট
২৭। বাংলাদেশের দক্ষিণ-পূর্বের উপজেলা-
উত্তর: টেকনাফ
২৮। বাংলাদেশের দক্ষিণ- পূর্বের জেলা-
উত্তর: কক্সবাজার
২৯। বাংলাদেশের সর্ব দক্ষিণ- পশ্চিমের উপজেলা-
উত্তর: শ্যামনগর
৩০। সর্ব দক্ষিণ-পশ্চিমের জেলা-
উত্তর: সাতক্ষিরা
৩১। বাংলাদেশের সর্ব দক্ষিণ- পশ্চিমের বিভাগ-
উত্তর: খুলনা
৩২। বাংলাদেশর সর্ব দক্ষিণ- পূর্ব বিভাগের নাম কী?
উত্তর: চট্টগ্রাম।
৩৩। বাংলাদেশের দ্বীপ জেলা-
উত্তর: ভোলা।
৩৪। বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ-
উত্তর: সুন্দরবন।
৩৫। বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ-
উত্তর: ভোলা
৩৬। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ-
উত্তর: মহেশখালী
৩৭। বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় কোথায়?
উত্তর: নাটোরের লালপুর।
৩৮। বাংলাদেশের উষ্ণতম স্থান- উত্তর: নাটোরের লালপুর।