February 23, 2025 12:39 pm
25310972
25310960

বাংলাদেশের নাটক:

আব্দুল্লাহ আল মামুন:

জন্ম: ১২ জুলাই, ১৯৪৩ খ্রিষ্টাব্দ; জামালপুর।
মৃত্যু: ২১ আগস্ট, ২০০৮।

নাটক: সুবচন নির্বাসনে, চারদিকে যুদ্ধ, এখনও ক্রিতদাস, অরক্ষিত মতিঝিল, এবার ধরা দাও, শাহাজাদীর কালো নেকাব, ক্রসরোড ক্রসফায়ার, এখন দু:সময়, আয়নায় বন্ধুর মুখ, তোমরাই, সেনাপতি, কোকিলারা, আমাদের সন্তানেরা।

মামুনুর রশীদ:

জন্ম: ২৯ ফেব্রুয়ারি, ১৯৪৮ সাল; টাঙ্গাইলের ঘাটাইলে।

নাটক: গিনিপিগ, ইবলিশ, জয় জয়ন্তী, সমতট, নীলা, লেবদেফ, মে দিবস, এখানে নোঙর, অববাহিকা, খোলা দুয়ার, ওরা কদম আলী, ওরা আছে বলেই।

নুরুল মোমেন:

জন্ম: ১৯০৬ খ্রিষ্টাব্দ; ফরিদপুুরের আলফাডাঙ্গায়।
মৃত্যু: ১৯৮৯ খ্রিষ্টাব্দ।

পুরষ্কার: বাংলা একাডেমি পুরষ্কার (১৯৬১)। একুশে পদক (১৯৭৮)।

বিখ্যাত নাটক: ’নেসেসিস’।

নাটক: আলো ছায়া, নেমেসিস, যদি এমন হত, নরসুন্দর, রুপান্তর, নয়া খান্দান, আইনের অন্তরালে, শতকরা আশি।

কবীর চৌধুরী:

জন্ম: ৯ ফেব্রুয়ারি, ১৯২৩; ব্রাহ্মণবাড়িয়া।
মৃত্যু: ১৩ ডিসেম্বর, ২০১১; নয়াপল্টন, ঢাকা।

ডাক নাম: মানিক।
পুরো নাম: আবুল কালাম মোহাম্মদ কবীর।

পারিবারীক ব্যক্তিত্ব: মুনীর চৌধুরী ও অভেনেত্রী ফেরদৌসি মজুমদারের বড় ভাই।

পুরষ্কার: বাংলা একাডেমি পুরষ্কার (১৯৭৩), একুশে পদক (১৯৯১), স্বাধীনতা দিবস পুরষ্কার (১৯৯৭), জাতীয় অধ্যাপক পদ (১৯৯৮), বঙ্গবন্ধু স্বর্ণপদক (২০১১)।

নাটক: শহীদের প্রতীক্ষায়, আহ্বান, ছায়া বাসনা, শত্রু, অচেনা, পাঁচটি একাঙ্কিা, অমা রজনীর পথে, প্রাণের চেয়ে প্রিয়, সেই নিরালা প্রান্তর, লিসিসস্ট্রাটা, সম্রাট জোনস, হেক্টর।

সেলিম আল দীন:

জন্ম: ১৮ আগস্ট, ১৯৪৮ খ্রিষ্টাব্দ; ফেনী জেলার, সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রাম।
মৃত্যু: ১৪ জানুয়ারি, ২০০৮; ঢাকা।

প্রকৃত মূল নাম: মঈনউদ্দিন আহমেদ।
প্রতিষ্ঠাতা: ঢাকা থিয়েটার (সহ), বাংলাদেশ গ্রাম থিয়েটার।

পুরষ্কার: বাংলা একাডেমি পুরষ্কার (১৯৮৪), একুশে পদক (২০০৭)।

নাটক: জন্ডিস ও বিবিধ বেলুন, হাত হদাই, মুনতাসীর ফ্যান্টাসী, চাকা, শকুন্তলা, কেরামত মঙ্গল, চড়কাকড়ার ডকুমেন্টারী, বন পাংশুল, এক্সপ্লোসিড ও মূল সমস্যা, যৈবতী কন্যার মন, হরগজ, সর্প বিষয়ক গল্প, কীর্তনখোলা।

নাটক অবলম্বনে চলচিত্র: কীর্তনখোলা (২০০২ সালে জাতীয় চলচিত্র পুরষ্কার প্রাপ্ত) Ñপরিচালক আবু সাইয়ীদ।

আ.ন.ম. বজলুর রশীদ:

জন্ম: ৮ ফেব্রুয়ারি, ১৯১১ খ্রিষ্টাব্দ; ফরিদপুর।
মৃত্যু: ১৯৮৬ খ্রিষ্টাব্দ।

পুরষ্কার: নাটকে অবদানের জন্য ’বাংলা একাডেমি পুরষ্কার (১৯৬৭)।

নাটক: ঝড়ের পাখি, উত্তর ফাল্গুনী, ধানকমল, একে একে এক, ত্রিমাত্রিক।

জিয়া হায়দার:

জন্ম: ১৮ নভেম্বর, ১৯৩৬ খ্রিষ্টাব্দ; পাবনা জেলার দোহার পাড়া গ্রাম।
মৃত্যু: ০২ সেপ্টেম্বর, ২০০৮ খ্রিষ্টাব্দ।

প্রতিষ্ঠাতা: নাগরিক নাট্য সম্প্রদায়, বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস (বিটা)।
পুরষ্কার: বাংলা একাডেমি পুরষ্কার (১৯৭৭), একুশে পদক (২০০১)।

নাটক: সাদা গোলাপে আগুন, তাইরে নাইরে না, শুভ্রা সুন্দর কল্যাণী আনন্দ, প্রজাপতি নির্বন্ধ, এলেবেলে, পংকজ বিভাস, দ্বাররুদ্ধ।
কাব্যগ্রন্থ: একতারাতে কান্না, কৌটোর ইচ্ছেগুলো।
অনুদিত নাটক: ডক্টার ফস্টাস, অ্যান্টিগোনে।

বিগত বিভিন্ন পরীক্ষায় আসা সর্ম্পকিত প্রশ্ন:

০১। ’জন্ডিস ও বিবিধ বেলুন, এক্সপ্লোসিড ও মূল সমস্যা, চরকাকড়ার ডকুমেন্টারী’ – প্রভৃতি নাটকের নাট্যকার- [সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক-২০০৮]

ক) সৈয়দ শামসুল হক   খ) সেলিম আল দীন

গ) আবদুল্লাহ আল মামুন  ঘ) মুনীর চৌধুরী

উত্তর: সেলিম আল ‍দীন 

০২। কোন নাটকটি সেলিম আল দীনের-  [২৬তম বিসিএস]

ক) মুনতাসীর ফ্যান্টাসী   খ) পায়ের আওয়াজ পাওয়া যায়

গ) কবর      ঘ) বহুব্রিহী

উত্তর: মুনতাসীর ফ্যান্টাসী

০৩। ’সুবচন নির্বাসনে’ নাটকটির রচয়িতা কে?- [ প্রাথমিক সহকারী শিক্ষক-২০১০]

ক) নূরুল মোমেন   খ) আবদুল্লাহ আল মামুন

গ) মুনীর চৌধুরী  ঘ) আসকার ইবনে সাইখ

উত্তর: আবদুল্লাহ আল মামুন

০৪। ’মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি? [৪১তম বিসিএস]

ক) ছেঁড়াতার   খ) চাকা

গ) বাকী ইতিহাস  ঘ) কী চাহ হে শঙ্খচিল

উত্তর: কী চাহ হে শঙ্খচীল

০৫। ’নেমেসিস’ কোন জাতীয় রচনা- [২৬তম বিসিএস]

ক) কাব্য   খ) নাটক

গ) উপন্যাস   ঘ) গীতি কবিতা

উত্তর: নাটক

০৬। বাংলাদেশে ‘গ্রাম থিয়েটারের’ প্রবর্তক কে? [৩৭তম বিসিএস]

ক) মমতাজ উদদীন আহমেদ   খ) আব্দুল্লাহ আল মামুন

গ) সেলিম আল দীন  ঘ) রামেন্দু মজুমদার

উত্তর: সেলিম আল দীন

০৭। ’কিত্তনখোলা’ নাটকটির রচয়িতা কে? [সরকারি প্রাথমিক শিক্ষক-২০১০]

ক) জিয়া হায়দার   খ) সেলিম আল দীন

গ) দীনবন্ধু মিত্র  ঘ) ইব্রাহীম খলিল

উত্তর: সেলিম আল দীন

০৮। ’ওরা কদম আলী’ নাটকের রচয়ীতা কে?

ক) মামুনুর রশীদ   খ) সেলিম আল দীন

গ) আবদুল্লাহ আল মামুন  ঘ) মুনীর চৌধুরী

উত্তর: মামুনুর রশীদ

০৯। ’চাকা’ – নাটকটির রচয়িতা-

ক) সৈয়দ শামসুল হক   খ) সেলিম আল দীন

গ) প্রমথ চৌধুরী  ঘ) মুনীর চৌধুরী

উত্তর: সেলিম আল ‍দীন 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *