নভোথিয়েটার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী নিয়োগ বিজ্ঞপ্তি:
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পরিপ্রেক্ষিতে নভোথিয়েটারের রাজস্বখাতের (স্থায়ী/ অস্থায়ী) নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://novothreatre.teletalk.com.bd) পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতিত কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
পদের নাম, গ্রেড, পদের সংখ্যা
০১। পদের নাম: টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল) (স্থায়ী-০১ ও অস্থায়ী-০১)
গ্রেড: ১১ তম
পদ সংখ্যা: ০২ (দুই) টি
০২। পদের নাম: কম্পিউটার অপারেটর (স্থায়ী-০২ ও অস্থায়ী-০১)
গ্রেড: ১৩ তম
পদ সংখ্যা: ০৩ (তিন) টি
০৩। পদের নাম: সেলার (স্থায়ী-০১ ও অস্থায়ী-০১)
গ্রেড: ১৩ তম
পদ সংখ্যা: ০২ (দুই) টি
০৪। পদের নাম: রাইড সিমুলেটর অপারেটর (অস্থায়ী-০১)
গ্রেড: ১৪ তম
পদ সংখ্যা: ০১ (এক) টি
০৫। পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর (অস্থায়ী-০১)
গ্রেড: ১৬ তম
পদ সংখ্যা: ০১ (এক) টি
০৬। পদের নাম: টিকেট চেকার (অস্থায়ী-০১)
গ্রেড: ১৬ তম
পদ সংখ্যা: ০১ (এক) টি
০৭। পদের নাম: অফিস সহায়ক (স্থায়ী-০৪ ও অস্থায়ী-০২)
গ্রেড: ২০ তম
পদ সংখ্যা: ০৬ (এক) টি
উৎস: অফিসিয়াল ওয়েবসাইট
আবেদনের শুরুর তারিখ: ২০/০৯/২০২৫
আবেদনের শেষ তারিখ: ১১/১০/২০২৫
বিস্তারিত বিজ্ঞপ্তি: