দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ঃ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মোতাবেক দুর্যোগ ব্যস্থাপনা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত ১৩ তম হতে ২০ গ্রেহভুক্ত শূন্য পদে সরাসরি নেয়োগের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে পূরনের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তে https://ddmr.teletalk.com.bd অনলাইন (Online)-এ আবেদন আহবান করা যাচ্ছে।
পদের নাম, গ্রেড, পদের সংখ্যা
১। পদের নামঃ কম্পিউটার অপারেটর( গ্রেড-১৩)
বেতন স্কেলঃ ১১,০০০-২৬,৫৯০/-
পদের সংখ্যাঃ ০১(এক)
২। পদের নামঃ ক্যাশিয়ার( গ্রেড-১৪)
বেতন স্কেলঃ ১০,২০০-২৪,৬৮০/-
পদের সংখ্যাঃ ০২(দুই)
৩। পদের নামঃ ওয়্যারলেস অপারেটর( গ্রেড-১৫)
বেতন স্কেলঃ ৯,৭০০-২৩,৪৯০/-
পদের সংখ্যাঃ ১৯(উনিশ)
৪। পদের নামঃ অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক( গ্রেড-১৬)
বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/-
পদের সংখ্যাঃ ১১৮(একশত আঠারো)
৫। পদের নামঃ সার্ভেয়ার (গ্রেড-১৬)
বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/-
পদের সংখ্যাঃ ০২(দুই)
৬। পদের নামঃ গাড়িচালক( গ্রেড-১৬)
বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/-
পদের সংখ্যাঃ ১১(এগারো)
৭। পদের নামঃ অফিস সহায়ক( গ্রেড-২০)
বেতন স্কেলঃ ৮,২৫০-২০,০১০/-
পদের সংখ্যাঃ ১৭(সতেরো)
৮। পদের নামঃ নিরাপত্তা প্রহরী( গ্রেড-১৩)
বেতন স্কেলঃ ৮,২৫০-২০,০১০/-
পদের সংখ্যাঃ ১৮(আঠারো)
অনলাইনে আবেদন করার ক্ষেত্রে প্রর্থীদের নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে:
০১. (ক) ০৯-০১-২০২৬ খ্রি. তারিখে প্রার্থীর বয়স ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
(খ) বিভার্গীয় প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র ৪নং ক্রমিকের ক্ষেত্রে বয়সসীমা ৪০ (চল্লিশ) বছর পর্যন্ত শিথিলযোগ্য। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর রাজস্ব খাতে সৃষ্ট পদে অন্যুন ২ (দুই) বছর স্থায়ী বা অস্থাযীভাবে চাকুরিরত প্রর্থীগণ বিভাগীয় প্রার্থী হিসেবে গন্য হবেন।
(গ) দুযোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রধান কার্যালয়, জেলা ও উপজেলা কার্যালয়ে চাকুরিরত কর্মচারী বিভাগীয় প্রার্থীর সকল শর্ত পূরণ সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে পারবেন। বিভার্গীয় প্রার্থীর ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তির ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে।
২. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষঅর সময় নিয়োগকারী কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তির ছাড়পত্রের শূল কপি জমা দিতে হবে।
৩. এ নিয়োগের ক্ষেত্রে তোটা সংরক্ষণ বিয়য়ে সরকারের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করা হবে।
আবেদন করার সময়সীমা:
i. Online-এ আবেদন ফরম পুরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১০-১২-২০২৫ খ্রি. সকাল ১০:০০ টা হতে।
ii. Online-এ আবেদন জমাদানের শেষ তারিখ ও সময়: ০৯-০১-২০২৬ খ্রি. বিকাল ০৫:০০ টা পর্যন্ত।
iii. উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদন Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে যে কোনো Teletalk Pre-paid mobile থেকে এসএমএস করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
বিস্তারিত বিজ্ঞপ্তি:






