টেলিটক বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি: 2025
টেলিটক নিয়োগ বিজ্ঞপ্তি: টেলিটক বাংলাদেশ লিমিটেড-এর ইন্টারনেট প্রটোকল সেন্টার (আইপিসিসি) (হেল্প লাইন নম্বর ১২১)-এ ২৪ ঘন্টা/ ০৭ দিন ভিত্তিতে ঘন্টাপ্রতি প্রদেয় মজুরিতে সম্পূর্ণ অস্থায়ী হিসেবে চুক্তিভিত্তিক ইনবাউন্ড কল গ্রহণ এবং আউটবাউন্ড কল প্রদানের মাধ্যমে গ্রাহকসেবা প্রদানের নিমিত্ত যোগ্যতাসম্পন্ন আগ্রহী বাংলাদেশী নাগরিকগণের নিকট হতে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন সম্পন্ন করবেন।
পদের নাম, পদসংখ্যা, গ্রেড বিস্তারিত:
০১। পদের নাম: সুপারভাইজার
বয়স: ২৬/১০/২০২৫ তারিখে অনুর্ধ্ব ৩৫ বছর।
মজুরির পরিমাণ: চুক্তিভিত্তিক ঘণ্টা প্রতি ৯৫/- (সপ্তাহে সর্বোচ্চ ৪০ ঘণ্টার অধিক নয়)
০২। পদের নাম: আইটি এক্সিকিউটিভ
বয়স: ২৬/১০/২০২৫ তারিখে অনুর্ধ্ব ৩৫ বছর।
মজুরির পরিমাণ: চুক্তিভিত্তিক ঘণ্টা প্রতি ৯৫/- (সপ্তাহে সর্বোচ্চ ৪০ ঘণ্টার অধিক নয়)
০৩। পদের নাম: এজেন্ট
বয়স: ২৬/১০/২০২৫ তারিখে অনুর্ধ্ব ৩৫ বছর।
মজুরির পরিমাণ: চুক্তিভিত্তিক ঘণ্টা প্রতি ৭০/- (সপ্তাহে সর্বোচ্চ ৪০ ঘণ্টার অধিক নয়)
শর্তাবলী:
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি (https://tblsm.teletalk.com.bd) আবেদনপত্র পূরণ করতে হবে।
Online আবেদনপত্র পূরণ ও জমাদান শুরু: ২৮/১০/২০২৫
Online আবেদনপত্র পূরণ ও জমাদান শেষ: ০৩/১১/২০২৫
অন্যান্য শর্তাবলী:
১) নির্বাচিত প্রার্থীরা কর্মে নিযুক্তির পর কোন অবস্থাতেই টেলিটক বাংলাদেশ লিমিটেড-এর কর্মচারী হিসেবে গণ্য হবেন না এবং ভবিষ্যতে টেলিটকে চাকরির নিশ্চয়তা বা দাবি করার সুযোগ থাকবে না।
২) উক্ত চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ হবে ০৩ (তিন) মাস (নবায়নযোগ্য)
৩) পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোন প্রকার টিএ/ ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত বিজ্ঞপ্তি:







