৫০তম বি.সি.এস বিজ্ঞপ্তি
৫০তম বি.সি.এস বিজ্ঞপ্তি প্রকাশ: বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের শূন্য পদসমূহ প্রতিযোগিতামূলক ৫০তম বি.সি.এস. পরীক্ষা-২০২৫ এর মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র প্রকাশ করেছে।
সাধারণ ক্যাডারসমূহ ও শুন্য পদসমূহ:
০১। বি.সি.এস. (প্রশাসন)
পদের নাম: সহকারী কমিশনার
শূন্য পদসংখ্যা– ২০০
০২। বি.সি.এস. (পররাষ্ট্র বিষয়ক)
পদের নাম: সহকারী সচিক
শূন্য পদসংখ্যা– ১৫
০৩। বি.সি.এস. (পুলিশ)
পদের নাম: সহকারী পুলিশ সুপার
শূন্য পদসংখ্যা– ৫০
০৪। বি.সি.এস. (আনসার)
পদের নাম: সহকারী পরিচালক/ সহকারী জেলা কমান্ডান্ট/সমমান
শূন্য পদসংখ্যা– ১৩
০৫। বি.সি.এস. (নিরীক্ষা ও হিসাব)
পদের নাম: সহকারী মহা-হিসাবরক্ষক
শূন্য পদসংখ্যা– ০৪
০৬। বি.সি.এস. (কর)
পদের নাম: সহকারী কর কমিশনার
শূন্য পদসংখ্যা– ৫৭
০৭। বি.সি.এস. (শুল্ক ও আবগারি)
পদের নাম: সহকারী কমিশনার (শুল্ক ও আবগারি)
শূন্য পদসংখ্যা– ৪০
০৮। বি.সি.এস. (সমবায়)
পদের নাম: সহকারী নিবন্ধক শূন্য
পদসংখ্যা– ০৯
০৯। বি.সি.এস. (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক)
পদের নাম: সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট
শূন্য পদসংখ্যা– ০১
১০। বি.সি.এস. (তথ্য)
পদের নাম: সহকারী পরিচালক/ তথ্য অফিসার/ গবেষণা কর্মকর্তা
শূন্য পদসংখ্যা– ০৫
সহকারী বার্তা নিয়ন্ত্রক- ০২
সহকারী পরিচালক (অনুষ্ঠান)-০৭
১১। বি.সি.এস. (ডাক) পদের নাম:
সহকারী পোস্টমাস্টার জেনারেল/ সমমানের পদ
শূন্য পদসংখ্যা– ০৮
১২। বি.সি.এস. (পরিবার পরিকল্পনা)
পদের নাম: পরিবার পরিকল্পনা কর্মকর্তা (সাধারণ)
শূন্য পদসংখ্যা– ৩৬
১৩। বি.সি.এস. (খাদ্য)
পদের নাম: সহকারী খাদ্য নিয়ন্ত্রক/সমমানের পদ
শূন্য পদসংখ্যা– ০৫
প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারের মোট শূন্য পদ: ১১২২
বি.সি.এস. (সাধারণ শিক্ষা)-১৩৯
বি.সি.এস. (সাধারণ শিক্ষা): সরকারি মাদ্রাসা-ই-আলিয়া-২৬
বি.সি.এস. (কারিগরি শিক্ষা): পলিটেকনিক ইনস্টিটিউট এবং গ্লাস এন্ড সিরামিক ইনস্টিটিউট এর জন্য- ২১
অনলাইনে ৫০তম বি.সি.এস. পরীক্ষা-২০২৫ এর আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু: ০৪ ডিসেম্বর, ২০২৫
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর, ২০২৫
বয়সসীমা:
০১ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সকল ক্ষেত্রে প্রার্থীর প্রার্থীর বয়স ২১ হতে ৩২ বছর।
বিস্তারিত বিজ্ঞপ্তি ও নীয়মাবলি:







