বিশ্বের বৃহত্তম:
বৃহত্তম মহাদেশ | এশিয়া মহাদেশ |
বৃহত্তম মহাসাগর | প্রশান্ত মহাসাগর |
বৃহত্তম সাগর | দক্ষিণ চীন সাগর |
বৃহত্তম উপসাগর | হাডসন উপসাগর (কানাডা) |
বৃহত্তম স্থল বেষ্টিত উপসাগর | মেক্সিকো উপসাগর |
বৃহত্তম পাখি | উটপাখি |
বৃহত্তম সামুদ্রিক পাখি | আলবাট্রস |
বৃহত্তম ফুল | রেফলেসিয়া (জাভা) |
বৃহত্তম অরণ্য | তৈগা |
বৃহত্তম প্রাণী | নীল তিমি |
বৃহত্তম স্থলজ প্রাণী | আফ্রিকান হাতি |
বৃহত্তম ঘড়ি | মক্কা ক্লক (সৌদি আরব) |
বৃহত্তম ঘণ্টা | মস্কোর ঘণ্টা |
বৃহত্তম সংবিধান | ভারতের সংবিধান |
বৃহত্তম মন্দির | এঙ্কর ভাট |
বৃহত্তম প্রাসাদ | ভ্যাটিকান (রোম) |
বৃহত্তম যাদুঘর | ব্রিটিশ মিউজিয়াম |
বৃহত্তম গ্রন্থাগার | লাইব্রেরি অব দি কংগ্রেস (ওয়াশিংটন) |
বৃহত্তম চলচিত্র প্রেক্ষাগৃহ | রক্সি (নিউইয়র্ক) |
বৃহত্তম ব-দ্বীপ (বনাঞ্চল) | সুন্দরবন |
বৃহত্তম মরুভূমি | সাহারা |
বৃহত্তম মরুভূমি (এশিয়ায়) | গোবি (মঙ্গোলিয়া) |
বৃহত্তম দ্বীপ | গ্রিনল্যান্ড |
বৃহত্তম উপদ্বীপ | ভারত |
বৃহত্তম হ্রদ | কাস্পিয়ান |
বৃহত্তম স্বাদু পানির হ্রদ | সুপিরিয়র (মার্কিন যুক্তরাষ্ট্র) |
বৃহত্তম লবণাক্ত পানির হ্রদ | কাস্পিয়ান সাগর |
বৃহত্তম কৃত্রিম হ্রদ | মীড হ্রদ (বোল্ডার বাঁধ) |
বৃহত্তম পার্ক | ইয়োলো স্টোন ন্যাশনাল পার্ক (যুক্তরাষ্ট্র) |
বৃহত্তম দ্বীপপুঞ্জ | ইন্দোনেশিয়া |
বৃহত্তম হীরক খনি | কিম্বার্লি |
বৃহত্তম শহর | টোকিও, জাপান। |
বৃহত্তম বন্দর | নিউইয়র্ক বন্দর |
বিশ্বের দীর্ঘতম:
দীর্ঘতম সমুদ্র সৈকত | কক্সবাজার |
নদী অববাহিকা | আমাজন অববাহিকা |
দীর্ঘতম খাল | গ্র্যান্ড খাল |
দীর্ঘতম রেল টানেল | গোথার্ড বেস টানেল |
দীর্ঘতম সাঁতারের পথ | ইংলিশ চ্যানেল |
দীর্ঘতম নদী | নীলনদ |
দীর্ঘতম গিরিখাত | মালাক্কা গিরিখাত |
দীর্ঘতম কৃত্রিম খাল | সুয়েজ খাল |
দীর্ঘতম রেলপথ | ট্রান্স সাইবেরিয়ান রেলপথ |
দীর্ঘতম প্রাচীর | চীনের গ্রেট ওয়াল |
দীর্ঘতম সড়ক সুরঙ্গ | মাউন্ট ব্লাঙ্ক সুরঙ্গ (ইতালি- ফ্রান্স) |
দীর্ঘতম গলাবিশিষ্ট প্রাণী | জিরাফ |
দীর্ঘতম লম্ফ প্রাণী | ক্যাঙ্গারু |
দীর্ঘতম বিরতিহীন ট্রেন | ফ্লাইং স্কটসম্যান |
দীর্ঘতম করিডোর | রামেশ্বর মন্দির করিডোর |
বিশ্বের উচ্চতম:
উচ্চতম প্রাণী | জিরাফ |
উচ্চতম দেশ | তিব্বত |
উচ্চতম শহর | ওয়েন চুয়ান (তিব্বত) |
উচ্চতম রাজধানী শহর | লাপাজ (বলিভিয়া) |
উচ্চতম পর্বতশৃঙ্গ | মাউন্ট এভারেস্ট (নেপাল) |
উচ্চতম জলপ্রপাত | এন্জেল জলপ্রপাত (ভেনিজুয়েলা) |
উচ্চতম মালভূমি | পামির মালভূমি |
উচ্চতম আগ্নেয়গিরি | কটাপেক্সি (ইকুয়েডর) |
উচ্চতম হ্রদ | টিটিকাকা (বলিভিয়া) |
উচ্চতম মূর্তি/ ভাস্কর্য | স্ট্যাচু অব ইউনিটি (ভারত) |
উচ্চতম মিনার | কুতুব মিনার (দিল্লী) |
উচ্চতম সড়ক সেতু | বেইপানজিয়াং (চীন) |
ক্ষুদ্রতম:
ক্ষুদ্রতম দেশ | ভ্যাটিক্যান |
ক্ষুদ্রতম মহাদেশ | ওশেনিয়া |
ক্ষুদ্রতম নদী | রো রিভার (যুক্তরাষ্ট্র) |
ক্ষুদ্রতম মহাসাগর | আর্কটিক মহাসাগর |
ক্ষুদ্রতম গ্রহ | বুধ |
ক্ষুদ্রতম পাখি | হার্মিং বার্ড |
ক্ষুদ্রতম সংবিধান | যুক্তরাষ্ট্র |
আরো তথ্য:
- গভীরতম হ্রদ- বৈকাল হ্রদ।
- স্বচ্ছতম হ্রদ- বৈকাল হ্রদ।
- গভীরতম সমুদ্রখাত- মারিয়ানা ট্রেঞ্চ।
- উচ্চতম অট্টালিকা- বুর্জ খলিফা, দুবাই।
- টুইন টাওয়ার অবস্থিত- মালেশিয়া।
- মক্কা রয়েল ক্লক টাওয়ার-এর উচ্চতা কত- ৬০১ মিটার।
- ওয়ার্ল্ড সেন্টার কোথায় অবস্থিত- লস এন্জেলস, যুক্তরাষ্ট্র।
- ফ্রান্সের প্যারিসের আইফেল টাওয়ারের উচ্চতা- ৩০০.০৮মিটার।
- দ্রুততম পাখি- সুইফট পাখি।
- উজ্জলতম নখত্র- লুদ্ধক।
- শীতলতম স্থান- ভারখয়ানস্ক (রাশিয়া)।
- উষ্ণতম স্থান- আজিজিয়া লিবিয়া।
- দীর্ঘজীবী প্রাণী- কচ্ছপ (190-200 বৎসর)
- সবচেয়ে কঠিন পদার্থ- হীরক।
- দ্রুততম প্রাণী- চিতা (ঘন্টায় 70 মাইল)
- সবচেয়ে বেশি বৃষ্টিপাতের স্থান- চেরাপুঞ্জি (ভারত)।
সর্ম্পকিত প্রশ্ন:
১। পৃথিবীর গভীরতম স্থান: [৪৫তম বিসিএস]
ক) ম্যারিয়ানা ট্রেঞ্চ খ) ডেড সী
গ) বৈকাল হ্রদ ঘ) লোহিত সাগর
উত্তর: ম্যারিয়ানা ট্রেঞ্চ।
২। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? [CGA জুনিয়র অডিটর-2022]
ক) নীলনদ খ) ইয়াং সিকিয়াং
গ) হোয়াংহো ঘ) টেমস
উত্তর: নীলনদ।
৩। বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? [প্রধানমন্ত্রী কার্যালয়ের সহকারী পরিচালক-১৭]
ক) যুক্তরাষ্ট্র খ) যুক্তরাজ্য
গ) রাশিয়া ঘ) কোনটি নয়
উত্তর: কোনটি নয় (সবচেয়ে বড় সংবিধান ভারতের)।
৪। বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি?
ক) অ্যাঞ্জেল জলপ্রপাত খ) টুজেলা
গ) ভিক্টোরিয়া জলপ্রপাত ঘ) নয়াগ্রা জলপ্রপাত
উত্তর: অ্যাঞ্জেল জলপ্রপাত।
৫। সর্বোচ্চ পর্বতশৃঙ্গ-
ক) কাঞ্চন জংঘা খ) অন্নপূর্ণা
গ) এভারেস্ট ঘ) নাঙ্গা পর্বত
উত্তর: এভারেস্ট।
৬। বিশ্বের বৃহত্তম বইমেলা অনুষ্ঠিত হয় কোথায়?
ক) কলকাতা খ) ফ্রাঙ্কফুট
গ) লন্ডন ঘ) নিউইয়র্ক
উত্তর: ফ্রাঙ্কফুট।
৭। পৃথিবীর গভীরতম খাল কোনটি? [দুদক- এর কোর্ট পরিদর্শক-২০২২]
ক) সুয়েজ খাল খ) পানামা খাল
গ) গ্র্যান্ড খাল ঘ) আমাজন
উত্তর: পানামা খাল।