বিশ্বের বিভিন্ন দেশের আইনসভার নাম:
দেশ | আইনসভার নাম: |
বাংলাদেশ | জাতীয় সংসদ |
ভারত | পার্লামেন্ট ( লোকসভা ও রাজ্যসভা) |
চীন | গণকংগ্রেস |
আফগানিস্তান | সুরা (লয়া জিরগা) |
পাকিস্তান | জাতীয় পরিষদ ও সিনেট |
ভুটান | পার্লামেন্ট |
নেপাল | কংগ্রেস |
শ্রীলঙ্কা | পার্লামেন্ট |
জাপান | ডায়েট |
মালদ্বীপ | মজলিশ |
মালয়েশিয়া | মজলিশ |
ইন্দোনেশিয়া | পার্লামেন্ট |
সিঙ্গাপুর | পার্লামেন্ট |
ইরান | মজলিশ |
ইরাক | পার্লামেন্ট |
তুরস্ক | গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বিলি |
মিশর | পার্লামেন্ট |
মঙ্গোলিয়া | স্টেট গ্রেট এসেম্বলি/ খুরাল |
নেদারল্যান্ড | স্টেটস জেনারেল |
যুক্তরাষ্ট্র | কংগ্রেস |
যুক্তরাষ্ট্র | পার্লামেন্ট |
কানাডা | পার্লামেন্ট |
অস্ট্রেলিয়া | পার্লমেন্ট |
ডেনমার্ক | ফোকেটিং |
গ্রীস | চেম্বার অব ডেপুটিস |
ফ্রান্স | পার্লামেন্ট |
আর্জেন্টিনা | চেম্বার অব ডেপুটিস |
রাশিয়া | ডুমা |
তাইওয়ান | উয়ান |
আয়ারল্যান্ড | ডেল আয়ান অ্যান |
পোল্যান্ড | সীম |
নরওয়ে | স্টটিং |
স্পেন | ক্রোটস্ |
সুইডেন | রিকস্ড্যাগ |
সার্বিয়া | কপাচিনা |
ইতালি | সিনেট |
ইসরাইল | নেসেট |
দ: আফ্রিকা | ন্যাশনাল অ্যাসেম্বিলি |
পূর্ব তিমুর | ন্যাশনাল পার্লামেন্ট |
তুর্কমেনিস্তান | মজলিশ |
মরক্কো | মজলিশ |
লুক্সেমবার্গ | চেম্বার অব ডেপুটিস |
রুমানিয়া | গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বিলি |
ফিজি | পার্লামেন্ট |
সিসেলিস | ন্যাশনাল অ্যাসেম্বিলি |
জিম্বাবুয়ে | ন্যাশনাল অ্যাসেম্বিলি |
মিয়ানমার | পিথু হুততাও/ অ্যামিয়াথা হুতথাও |
গুরুত্বপূর্ণ তথ্য:
দুই কক্ষ বিশিষ্ট আইনসভার দেশ:
- ভারত: লোকসভ সদস্য সংখ্যা- ৫৪৫, রাজ্যসভা সদস্য সংখ্যা- ২৫০।
- নেপাল: হাউস অব রিপ্রেজেন্টেটিভ-২৭৫, ন্যাশনাল এসেম্বলি-৫৯।
- আফগানিস্তান: লয়াজিরগা সদস্য সংখ্যা- ১০২, ওলেসি জিরগা সদস্য সংখ্যা- ২৫০।
- পাকিস্তান: সিনেট সদস্য সংখ্যা- ১০০, ন্যাশনাল এসেম্বলি সদস্য সংখ্যা- ২৫০।
- মায়ানমার: পিউ হুতথাও, এ্যামিয়াথা হুতথাও।
- ভুটান: ন্যাশনাল এসেম্বলি সদস্য সংখ্যা- ৪৭, ন্যাশনাল কাউন্সিল সদস্য সংখ্যা- ২৫।
- যুক্তরাষ্ট্র: সিনেট সদস্য সংখ্যা- ১০০, হাউস অব রিপ্রেজেন্টেটিভ সদস্য সংখ্যা- ৪৩৫।
- যুক্তরাজ্য: হাউস অব লর্ডস সদস্য সংখ্যা-৭৩৬, হাউস অব কমন্স সদস্য সংখ্যা- ৬৫০।
- ইতালি : চেম্বার অব ডেপুটিস সদস্য সংখ্যা-৬৩০, সিনেট সদস্য সংখ্যা- ৩২০।
- ফ্রান্স: সিনেট, ন্যাশনাল এসেম্বলি।
- জাপান: হাউস অব কাউন্সিলর সদস্য সংখ্যা-২৪২, হাউস অব রিপ্রেজেন্টিটিভস সদস্য সংখ্যা- ৪৮০।
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর:
১। নেপালের পার্লামেন্টের নাম কী? [১৯তম বিসিএস]
ক) সিনেট খ) পঞ্চায়েত
গ) কংগ্রেস ঘ) মজলিশ
উত্তর: কংগ্রেস।
২। ’লয়াজিরগা’ কোন দেশের আইন সভা? [৩৪তম বিসিএস]
ক) ফিজি খ) সিরিয়া
গ) লেবানন ঘ) আফগানিস্তান
উত্তর: আফগানিস্তান।
৩। ফোকেটিং (Folketing) কোন দেশের আইনসভা? [৩৯তম বিসিএস, বেসরকারী শিক্ষক নিবন্ধন স্কুল-১৯]
ক) বেলজিয়াম খ) নরওয়ে
গ) ফিনল্যান্ড ঘ) ডেনমার্ক
উত্তর: ডেনমার্ক।
৪। ভারতের লোকসভার সদস্য সংখ্যা কত? [শ্রম অধিদপ্তরের রেজিস্ট্রার-২০০০]
ক) ৫৫০ খ) ৫৪৫
গ) ৫৫২ ঘ) ৫৪৮
উত্তর: ৫৪৫
৫। কোন দেশের জাতীয় সংসদ দ্বি-কক্ষ বিশিষ্ট? [৩৯তম বিসিএস]
ক) মিয়ানমার খ) চীন
গ) সিঙ্গাপুর ঘ) ব্রুনাই
উত্তর: মিয়ানমার।
৬। ’সীম’ কোন দেশের পার্লামেন্টের নাম? [ATEO-05]
ক) মালয়েশিয়া খ) পোল্যান্ড
গ) সুইডেন ঘ) নেদারল্যান্ড
উত্তর: পোল্যান্ড।
৭। জাপানের পার্লামেন্টকে কী বলা হয়? [২৬তম বিসিএস, ১৫তম বেসরকারী শিক্ষক নিবন্ধন-১৯]
ক) সিনেট খ) ডায়েট
গ) উয়ান ঘ) কংগ্রেস
উত্তর: ডায়েট।
৮। বুন্ডেসট্যাগ কোন দেশের পার্লামেন্টের নাম? [স্থানীয় সরকার মন্ত্রণালয় সহকারী প্রকৌশলী(সিভিল)-১৭]
ক) রুমানিয়া খ) স্পেন
গ) বুলগেরিয়া ঘ) জার্মান
উত্তর: জার্মান।
৯। ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম? [১২তম শিক্ষক নিবন্ধন]
ক) জাপান খ) ইসরাইল
গ) ইন্দোনেশিয়া ঘ) ডেনমার্ক
উত্তর: জাপান।
১০। নেসেট কোন দেশের পার্লামেন্টের নাম? [ATEO-05]
ক) তুরস্ক খ) মিশর
গ) সিরিয়া ঘ) ইসরাইল
উত্তর: ইসরাইল।