November 2, 2024 9:14 am

বাংলা সাহিত্য:
০১. বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি –
উত্তর: লুই পা।
০২. বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন?
উত্তর: মৈথিলি ভাষা।
০৩. কত সালে চর্যাপদ আবিষ্কার হয়?
উত্তর: ১৯০৭ সালে।
০৪. ”মনোরমা” বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র?
উত্তর: মৃনালিনী।
০৫. বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে?
উত্তর: স্বর্ণকুমারী দেবী।
০৬. ”বৈকুণ্ঠের খাতা” রবীন্দ্রনাথের কোন ধরনের নাটক?
উত্তর: কৌতুক নাটক।
০৭. ’চক্রবাক’ গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম্
০৮. দীনবন্ধু মিত্রের ”নীল-দর্পন” নাটকটি প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
উত্তর: ঢাকা।
০৯. ”নদী ও নারী” উপন্যাসের রচয়িতা কে?
উত্তর: হুমায়ুন কবির।
১০. ”সবুজ পত্র” পত্রিকাটি প্রথম কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯১৪ সালে।
১১. ”চণ্ডিমঙ্গল” কাব্যের আদি কবি কে?
উত্তর: কানা হরিদত্ত।
১২. ”মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি” গানটির গীতিকার কে?
উত্তর: গোবিন্দ হালদার।
১৩. ’বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ : দলিলপত্র’ কে রচনা করেন?
উত্তর: হাসান হাফিজুর রহমান।
১৪. কোন কবির মাতাও একজন কবি?
উত্তর: জীবনান্দ দাশ।
১৫. ’উদাত্ত পৃথিবী’ কাব্যগ্রন্থের রচয়ীতা কে?
উত্তর: সুফিয়া কামাল।
১৬. ’সবুজ পত্র’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: প্রমথ চৌধুরি।
১৭. ”বেগম পত্রিকার”- প্রথম সম্পাদক কে ছিলেন?
উত্তর: সুফিয়া কামাল।
১৮. শামসুর রাহমানের আত্মজীবনী-
উত্তর: কালের ধুলোয় লেখা।
১৯. ’সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’- কে বলেছেন?
উত্তর: চণ্ডিদাস
২০. ’সকলের তরে সকলে আমরা /প্রত্যেকে আমরা পরের তরে’ – কে লিখেছেন?
উত্তর: কামিনী রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *