বাংলার প্রাচীন জনপদগুলোর অবস্থান ও সীমানা:
জনপদের নাম: | সীমানা: |
পূণ্ড্র | বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলার কিছু অংশ। |
বঙ্গ | ঢাকা, বৃহত্তর ময়মনসিংহ, বরিশাল, যশোর, কুষ্টিয়া, নদীয়া ও পটুয়াখালি। |
গৌড় | রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পশ্চিম দিনাজপুর ও মালদহ। |
বরেন্দ্র | বগুড়া, পাবনা ও রাজশাহীর কিছু অংশ। |
রাঢ় | ভাগীরথী নদীর পশ্চিমাঞ্চল, কলকাতার দক্ষিণাঞ্চল এবং বাকুড়া জেলা। |
সমতট | কুমিল্লা ও নোয়াখালি |
হরিকেল | সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও ত্রিপুরা। |
বিক্রমপুর | মুন্সিগঞ্জ ও এর পাশ্ববর্তী অঞ্চল। |
চন্দ্রদ্বীপ | খুলনা, বরিশাল, বাগেরহাট, পটুয়াখালী, পিরোজপুর, গোপালগঞ্জ। |
আরাকান | কক্সবাজার, বার্মার কিয়দংশ, কর্ণফুলী নদীর দক্ষিণাঞ্চল। |
কামরুপ | আসামের কামরুপ জেলা, জলপাইগুড়ি ও রংপুর। |
বাঙলা | খুলনা, বরিশাল ও পটুয়াখালী। |
সপ্তগাঁও | খুলনা এবং সমুদ্র তীরবর্তী অঞ্চল |
গুরুত্বপূর্ণ তথ্য:
- এ পর্যন্ত আবিস্কৃত জনপদের সংখ্যা- ১৬ টি।
- সর্বাপেক্ষা প্রাচীন জনপদ- পুণ্ড্র।
- সর্বপ্রথম ‘বঙ্গ’ নামের উল্লেখ পাওয়া যায়- ঐতরেয় আরণ্যক গ্রন্থে।
- ’রাজতরঙ্গিনী’ ইতিহাস গ্রন্থের রচয়িতা কে- কলহন।
- ’বাঙ্গালির ইতিহাস’ গ্রন্থের রচয়িতা- ড. নীহাররঞ্জন রায়।
- বাংলার প্রথম স্বাধীন রাজা ছিলেন- শশাঙ্ক।
- পুণ্ড্র রাজ্যের রাজধানী ছিল- পুণ্ড্রবর্ধণ/ পুণ্ড্রনগর।
- পুণ্ড্র বর্তমানে বাংলাদেশের কোন অঞ্চলকে বোঝায়- বগুড়া।
- পুণ্ড্রবর্ধন শব্দটি এসেছে- পৌন্দ্রিক থেকে যার অর্থ আখ/ চিনি।
- ’শীলাদেবীর ঘাট’ ’বেহুলা রখিন্দরের বাসর ঘর’ অবস্থিত- বগুড়া।
- আবুল ফজলের আইন-ই আকবরী গ্রন্থে উল্লেখ আছে- বঙ্গ নামের।
- বঙ্গ জনপদের ভাষা ছিল- অস্ট্রিক।
- বরেন্দ্রভূমি বলেতে বোঝায়- রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশ।
- সমতটের রাজধানী ছিল- কুমিল্লা জেলার বড় কামতা।
- হরিকেলের বর্ণনা পাওয়া যায়- চীনা পর্যটক ইসিং এর বর্ণনা থেকে।
- চন্দ্রদ্বীপ অঞ্চল ছিল- বালেশ্বর ও মেঘনা নদীর মধ্যবর্তী স্থানে।
- চন্দ্রদ্বীপ বলতে বর্তমানে কোন জেলাকে বোঝায়-বরিশাল।
- তাম্রলিপ্ত জনপদের অবস্থান- হরিকেলের দক্ষিণে।
- প্রাচীন রাঢ় জনপদের অপর নাম- সূক্ষ।
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর:
১। বাংলা (দেশ ও ভাষা) নামের উৎপত্তি বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে? [৩৬তম বিসিএস]
ক) আলমগীর নামা খ) আইন-ই-আকবরী
গ) আকবর নামা ঘ) তুজুক-ই-আকবরী
উত্তর: আইন-ই-আকবরী।
২। কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গেড়ে উঠেছে ? [২৮তম বিসিএস]
ক) দ্রাবিড় খ) নেগ্রিটো
গ) ভোটচীন ঘ) অস্ট্রিক
উত্তর: অস্ট্রিক।
৩। বাংলার আদী অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? [সিনিয়র স্টাফ নার্স (বাতিলকৃত)-১৭]
ক) সংস্কৃত খ) বাংলা
গ) অস্ট্রিক ঘ) হিন্দি
উত্তর: অস্ট্রিক।
৪। বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম কী? [৩৬তম, ৪১তম, ৪৩তম, ৪৪তম বিসিএস, দুদক সহকারী পরিচালক-২০]
ক) পুণ্ড্র খ) তাম্রলিপ্ত
গ) গৌড় ঘ) হরিকেল
উত্তর: পুণ্ড্র।
৫। চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু কে ছিলেন? [৩৫তম বিসিএস]
ক) অতীশ দিপঙ্কর খ) মাহুয়ান
গ) শিলভদ্র ঘ) মেগাস্থিনিস
উত্তর: শিলভদ্র।
৬। মহাস্থবীর শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন? [৩৫তম বিসিএস]
ক) আনন্দ বিহার খ) গোসিপো বিহার
গ) নালন্দা বিহার ঘ) সোমপুর বিহার
উত্তর: নালন্দা বিহার।
৭। প্রাচীন ’চন্দ্রদ্বীপ’ এর বর্তমান নাম- [১১তম, ৩০তম বিসিএস]
ক) মালদ্বীপ খ) সন্দ্বীপ
গ) বরিশাল ঘ) হাতিয়া
উত্তর: বরিশাল।
৮। বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি? [২৪তম বিসিএস(বাতিলকৃত)]
ক) ময়নামতি খ) পাহাড়পুর
গ) মহাস্থানগড় ঘ) সোনার গাঁ
উত্তর: মহাস্থানগড়।
৯। প্রাচীন পুণ্ড্রনগরের বর্তমান নাম কী? [১২তম, ১৩তম, ২৫তম বিসিএস]
ক) গৌড় খ) ময়নামতী
গ) মহাস্থানগড় ঘ) পাটালীপুত্র
উত্তর: মহাস্থানগড়।
১০। বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক-০১]
ক) আর্য খ) দ্রাবিড়
গ) মোঙ্গল ঘ) পুণ্ড্র
উত্তর: দ্রাবিড়।
১১। আর্যদের ধর্মগ্রন্থের নাম কী ছিল? [৪৩তম বিসিএস]
ক) মহাভারত খ) রামায়ণ
গ) গীতা ঘ) বেদ
উত্তর: বেদ।
১২। আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল? [শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মেডিকেল অফিসার-০৩]
ক) বাহরাইন খ) ইরাক
গ) মেক্সিকো ঘ) ইরান
উত্তর: ইরান।
১৩। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা- [৩৮তম বিসিএস]
ক) রাজশাহী খ) দিনাজপুর
গ) খুলনা ঘ) চট্টগ্রাম
উত্তর: চট্টগ্রাম।
১৪। ’ফা হিয়েন’ কার শাসনামলে বাংলায় আসেন? [নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স- ২১]
ক) দ্বিতীয় চন্দ্রগুপ্ত খ) আলাউদ্দিন হোসেন শাহ
গ) প্রথম চন্দ্রগুপ্ত ঘ) হর্ষবর্ধন
উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
১৫। ইবনে বতুতা কোন শতকে বাংলায় আসেন? [প্রাথমিক প্রধান শিক্ষক-০৯, ১২]
ক) চতুর্দশ খ) পঞ্চদশ
গ) ষষ্ঠদশ ঘ) অষ্ঠাদশ
উত্তর: চর্তুদশ।