জাতিসংঘ:
জাতিপুঞ্জ বা লীগ অব নেশনস দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে ব্যর্থ হলে বিশ্বকে যুদ্ধের হাত থেকে রক্ষা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গড়ে ওঠে জাতিসংঘ বা United Nations.
জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়?
জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ২৪ অক্টোবর ১৯৪৫ সালে।
জাতিসংঘ গঠনের ইতিহাস:
১৯৪১ থেকে ১৯৪৫ সালের মধ্যে বেশ কতগুলো সন্মেলন ও ঘোষণার মধ্য দিয়ে গড়ে ওঠে জাতিসংঘ। জাতিসংঘ গঠনের ধাপগুলো হলো:
লন্ডন ঘোষণা:
লন্ডন ঘোষণা জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ। ১৯৪১ সালের ১২ জুন জার্মানি ব্রিটেনের উপর আক্রমণ করে বসলে; ঐ মাসেই যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, ইউনিয়ন অব সাউথ আফ্রিকা, সহ ইউরোপীয় নয়টি প্রবাসী সরকার যথা: গ্রিস, ফ্রান্স, পোল্যান্ড, নরওয়ে, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, যুগোস্লাভিয়া, চেকোস্লাভিয়া ও বেলজিয়াম যুদ্ধ বন্ধ ও যুদ্ধ পরবর্তী সময়ে বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় লন্ডনের জেমস প্রাসাদে যে সিদ্ধান্ত গ্রহণ করে ও ঘোষণা দেয়, তাই লন্ডন ঘোষণা নামে পরিচিত।
আটলান্টিক সনদ:
১৯৪১ সালের ১৪ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রি উইনস্টন চার্চিল আটলান্টিক মহাসাগরে ব্রিটিশ রণতরী ‘প্রিন্সেস অব ওয়েলসে’ এক বৈঠকে মিলিত হন। তাদের গৃহীত সিদ্ধান্ত-ই ’আটলান্টিক সনদ’ নামে পরিচিত।
ক্যাসাব্লাঙ্কা সন্মেলন:
ক্যাসাব্লাঙ্কা সন্মেলন ১৯৪৩ সালে মরক্কোর ক্যাসাব্লাঙ্কা শহরে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এবং ফ্রান্স এই সন্মেলনে অংশগ্রহণ করে। সন্মেলনের উদ্দেশ্য ছিল যুদ্ধের পরবর্তী কালে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং শান্তি স্থাপনের ভিত্তি প্রস্তুত করা। সন্মেলনটি জাতিসংঘ প্রতিষ্ঠার পথ প্রশস্ত করে।
ভার্জিনিয়া সন্মেলন:
১৯৪৩ সালের জুন মাসে বিশ্বের ১৪৩টি দেশের প্রতিনিধিগণ যুদ্ধ পরবর্তী সময়ে উদ্বাস্তুদের খাদ্য সহায়তা দেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া শহরে এক সন্মেলনে উপস্থিত হয়। এই সন্মেলন ভার্জিনিয়া সন্মেলন নামে পরিচিত।
মস্কো সন্মেলন:
১৯৪৩ সালের ১৯ থেকে ৩০ অক্টোবর অনুষ্ঠিত হয় মস্কো সন্মেলন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও USSR এই সন্মেলনে অংশগ্রহণ করে এবং ৭টি দফা সম্বলিত চুক্তি প্রণয়ন করে; এর মধ্যে ৪নং ও ৭নং দফায় জাতিসংঘ নামটি ব্যবহার করা হয়।
তেহরান সন্মেলন:
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মিত্রশক্তির প্রথম শীর্ষ পর্যায়ের সন্মেলন।
ডাম্বারটন ওকস সন্মেলন:
ডাম্বারটন ওকস সন্মেলন আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংস্থার উপর ওয়াশিংটন কথোপকথন নামে পরিচিত। এই সন্মেলন দুটি পর্যায়ে অনুষ্ঠিত হয়। প্রথম পর্যায় ১৯৪৪ সালের ২১শে আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর এবং দ্বিতীয় পর্যায় ২৯ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর। ওয়াশিংটন ডিসির ডাম্বারটন ওকস নামক ভবনে অনুষ্ঠিত হয় এই সন্মেলন।
ডাম্বারটন ওকস সন্মেলনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চারটি প্রধান মিত্র শক্তি – মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন এবং চীন – একটি বিশ্ব সংস্থা প্রতিষ্ঠার জন্য আলোচনা করে, যা পরবর্তীতে জাতিসংঘ নামে পরিণত হয়। এই সম্নেলনেই নিরাপত্তা পরিষদ গঠন ও ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্র নির্ধারণ, সংগঠনের রুপরেখা ও অঙ্গসংগঠন সর্ম্পকে আলোচনা করা হয়।
ইয়াল্টা সন্মেলন:
১৯৪৫ সালের ৪- ১১ ফেব্রুয়ারি ইউক্রেনের রাজধানী ইয়াল্টায় শীর্ষ পর্যায়ের যে সন্মেলন অনুষ্ঠিত হয় তাই ইয়াল্টা সন্মেলন নামে পরিচিত। এই সন্মেলনে ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রকে ভেটো ক্ষমতা প্রদান করা হয়।
সানফ্রান্সিস্কো সন্মেলন:
১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন সানফ্রান্সিস্কো শহরে মিত্রশক্তি দেশগুলো জাতিসংঘ গঠনের এই চূড়ান্ত বৈঠকে মিলিত হয়। ২৬ জুন উপস্থিত ৫০টি দেশ জাতীসংঘ সনদে স্বাক্ষর করে। ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করে ১৫ অক্টোবর এবং জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ২৪ অক্টোবর ১৯৪৫।
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য:
জাতিসংঘ বাংলাদেশ:
জাতিসংঘের মোট সদস্য দেশ কয়টি?
জাতিসংঘের সদর দপ্তর:
জাতিসংঘের উদ্দেশ্য কয়টি ও কি কি?
জাতিসংঘের মূলনীতি কয়টি?
জাতিসংঘের বর্তমান মহাসচিব কে?
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য
জাতিসংঘের প্রথম মহাসচিব কে?
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়?
জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত
জাতিসংঘ দিবস কবে?
বিস্তারিত আসছে……